আইপিএলে বড় ওলটপালট, কেএল রাহুল যাচ্ছেন ‘এই’ দলে! লখনউ হয়ে গেল অতীত!

গত আইপিএলের সব থেকে বিতর্কিত অধ্যায় ছিল কেএল রাহুল ও লখনউ সুপার জায়ান্টস-এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সংঘাত। তা হলে কি সেই সংঘাতই এবার আরও বড় হয়ে দেখা দিল!
গত আইপিএলের সব থেকে বিতর্কিত অধ্যায় ছিল কেএল রাহুল ও লখনউ সুপার জায়ান্টস-এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সংঘাত। তা হলে কি সেই সংঘাতই এবার আরও বড় হয়ে দেখা দিল!
কেএল রাহুল ছিলেন দলের অধিনায়ক। তাঁকেই কি না প্রকাশ্যে বকাঝকা করেছিলেন দলের কর্ণধার। এই ব্যাপারটাকে অনেকেই ভাল চোখে দেখেননি। হয়তো কেএল রাহুল নিজেও ব্যাপারটা মেনে নিতে পারেননি!
কেএল রাহুল ছিলেন দলের অধিনায়ক। তাঁকেই কি না প্রকাশ্যে বকাঝকা করেছিলেন দলের কর্ণধার। এই ব্যাপারটাকে অনেকেই ভাল চোখে দেখেননি। হয়তো কেএল রাহুল নিজেও ব্যাপারটা মেনে নিতে পারেননি!
সঞ্জীব গোয়েঙ্কা রাহুলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে ছিলেন পরে। ব্যাপারটা এমন হয়েছিল যেন সব বিতর্ক শেষ! যা ঘটেছিস সবটাই ক্রিকেটের স্বার্থে।
সঞ্জীব গোয়েঙ্কা রাহুলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে ছিলেন পরে। ব্যাপারটা এমন হয়েছিল যেন সব বিতর্ক শেষ! যা ঘটেছিস সবটাই ক্রিকেটের স্বার্থে।
তবে এবার কেএল ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। তিনি কি তা হলে পরের আইপিএলে আর লখনউতে থাকবেন না! তিনি কি নতুন দলে যোগ দিতে চলেছেন!
তবে এবার কেএল ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। তিনি কি তা হলে পরের আইপিএলে আর লখনউতে থাকবেন না! তিনি কি নতুন দলে যোগ দিতে চলেছেন!
 ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত আরসিবির হয়ে আইপিএলে খেলেছিলেন কেএল। শোনা যাচ্ছে, আবার নাকি তিনি পুরনো দলেই ফিরছেন!
২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত আরসিবির হয়ে আইপিএলে খেলেছিলেন কেএল। শোনা যাচ্ছে, আবার নাকি তিনি পুরনো দলেই ফিরছেন!
এক আরসিবি সমর্থকের সঙ্গে কেএল রাহুলের কথোপথনের ভিডিও ভাইরাল হয়। সেই সমর্থককে রাহুল বলেন, তিনি আরসিবিতে ফেরার ব্যাপারে আশা করছেন।
এক আরসিবি সমর্থকের সঙ্গে কেএল রাহুলের কথোপথনের ভিডিও ভাইরাল হয়। সেই সমর্থককে রাহুল বলেন, তিনি আরসিবিতে ফেরার ব্যাপারে আশা করছেন।