বড় দুর্ঘটনা।

Accident death: মেলা থেকে ফেরার পথে গাড়ির ধাক্কা! অর্ধেক হয়ে গেল স্কুটি, মৃত দুই তরুণী, দেখুন শিউরে ওঠার মতো ভিডিও

ভোপাল: গণেশপুজো উপলক্ষে মেলা বসেছিল, সেই মেলাতেই ঘুরতে গিয়েছিলেন দুই তরুণী। কিন্তু মেলা দেখে ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা একটি বিএমডব্লিউ-র ধাক্কায় বেঘোরে প্রাণ গেল দুই তরুণী।

রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। মৃত দুই মহিলার নাম দীক্ষা জাদন এবং লক্ষ্মী তোমর, দুজনের বয়সই ২৫-এর কাছাকাছি। অভিযোগ ঘাতক গাড়িটি প্রচণ্ড গতিতে বেপরোয়া ভাবে চলছিল এবং ভুল দিক দিয়ে যাচ্ছিল, যার ফলে মুখোমুখি ধাক্কা লাগে স্কুটির সঙ্গে।

আরও পড়ুন: কী মর্মান্তিক! আন্ডারপাসের জমা জলে বিলাসবহুল গাড়ি আটকে মৃত্যু হল ব্যাঙ্ক ম্যানেজারের

দুর্ঘটনার অভিঘাত এতটাই মারাত্মক ছিল যে স্কুটিটি দুই ভাগ হয়ে যায়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই ছিটকে যান দুই তরুণী। দুজনকে উদ্ধার করে হসপাতালে পাটানো হলেও তাঁদের বাঁচানো যায়নি। ঘটনার পরেই ভাইরাল হয়েছে গাড়িটির স্কুটিতে ধাক্কা মারার ভয়ঙ্কর ভিডিও। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস! রাজ্যের চার জেলাকে বিশেষ ভাবে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের

ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটির চালক তখন পালিয়ে গেলেও পুলিশল তার খোঁজ শুরু করে। পরে গজেন্দ্র প্রতাপ সিং নামের ২৮ বছর বয়সি, গাড়িটির চালককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।