Paris Olympics 2024: অলিম্পিক্স গেমস ভিলেজে ভারতীয় খেলোয়ারদের জন্য থাকছে কী কী খাবার! জানলে জিভে জল আসবে

প্যারিস: শুক্রবার প্যারিসে অলিম্পিক্স ২০২৪-এর উদ্বোধন। তবে তার অনেক আগেই বিভিন্ন দেশের অ্যাথলিটরা পৌছে গিয়েছেন গেমস ভিলেজে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একাধিক ইভেন্টের প্রাথমিক পর্বের খেলা। তবে গেমস ভিলেজের অন্দরে নানা বিষয় নিয়ে ক্রীড়া প্রেমিদের জানার কৌতুহল কম নয়। তারমধ্যে অন্যতম বিষয় হল অ্যাথলিটদের খাওয়ার ব্যবস্থা কেমন? কোন কোন পদ রয়েছে?

গেমস ভিলেজে অ্যাথলিটদের জন্য এলাহি খাবারের আয়োজন করা হয়েছে। মূলত চারটি মহাদেশের রকমারি পদ রয়েছে অ্যাথলিটদের জন্য। ভারতীয় দলের মুখ্য পুষ্টিবিদ আরাধনা শর্মা একটি ওয়েবসাইটকে সাক্ষৎকার দিয়েছেন। সেখানেই তিনি অনেকটা জানিয়েছেন গেমস ভিলেজের অন্দরে কোন কোন খাবারের আয়োজন রয়েছে বিশ্বের প্রায় সাড়ে ১০ হাজার অ্যাথলিটদের জন্য।

আরাধনা শর্মা ওই সাক্ষাৎকারে জানিয়েছেন,গেমস ভিলেজের অন্দর মোট চার ধরনের খাবারের আইটেম। থাকছে এশীয়, ফরাসি, আমিষ ও আর একটি ধরন গোটা বিশ্বের জন্য। যার ননভেজ খায় না তাদের জন্য রয়েছে নানারকমের পদ। এছাড়া সামুদ্রিক প্রাণীর পদ, বিভিন্ন ধরনের স্যালাড ও স্যুপও রয়েছে। এছাড়া ভারতীয় পদের মধ্যে ভেজ বিরিয়ানি, বাটার চিকেন, ফুলকপির তরকারি, পনিরের নান পদ পাশাপাশি মাছের নানা পদও রয়েছে।

আরও পড়ুনঃ Paris Olympics 2024: অলিম্পিক্সে যৌনতা প্রতিরোধক খাট, চাইলেও সঙ্গমে মিলিত হতে পারবেন না অ্যাথলিটরা! কী বিশেষত্ব এই খাটের

প্রসঙ্গত, এবার অলিম্পিক্সে ভারতের তরফ থেকে ১১৭ জান খেলোয়ার অংশ নিচ্ছেন। ভিলেজে রকমারি খাবার থাকলেও সবকিছু খেতে পারছেন না খেলোয়াররা। কোচ ও দলের পুষ্টিবিদদের পরামর্শ মেনেই খাওয়া-দাওয়া করছেন ভারতীয় অ্যাথলিটরা।