জয়নগর লোকসভা কেন্দ্র

Lok Sabha Election 2024: তৃণমূলের প্রতিমা মণ্ডল নাকি ‘ডাক্তারবাবু’ অশোর কাণ্ডারী? নজরে জয়নগর

জয়নগর: পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম জয়নগর লোকসভা কেন্দ্র। লোকমুখে এটি ঘোরে মোয়ার জন্য। এই ভোটের বাজারে যে কোনও রাজনৈতিক দল প্রচারে এলেই জয়নগরের মোয়াকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

জয়নগরে জয়জয়কার ছিল আরএসপির। টানা ২৯ বছর ধরে সেখানে সাংসদ ছিলেন সনৎ মণ্ডল।  জয়নগর লোকসভা কেন্দ্রে রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র জয়নগর, কুলতলী , গোসাবা , বাসন্তী , ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, এবং মগরাহাট পূর্ব। .

এই লোকসভা কেন্দ্রের মোট ভোটার – ১৮৪০৮৭৬ জন তার মধ্যে পুরুষ ভোটার – ৯৩৯৫১৭, মহিলা ভোটার – ৯০১২৫৯, তৃতীয় লিঙ্গ ভোটার – ১০০, ভোটগ্রহণ কেন্দ্র – ১৮৭৯ টি কেন্দ্রীয় বাহিনী থাকছে বারুইপুর পুলিশ জেলার ১৬০ কোম্পানি।

এবারের এই লোকসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের  প্রায় ১১ জন প্রার্থী প্রতিযোগিতা করলেও এই কেন্দ্রে চতুর্মুখী লড়াই হবে মূলত। কারণ দু-বারের সাংসদ প্রতিমা মণ্ডলের সঙ্গে লড়াই হবে বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারীর। বরাবরই জয়নগর এসইউসিআই দলের শক্ত ঘাঁটি বলে এক সময় পরিচিত ছিল তবে এখন সেভাবে জের নেই। তবু প্রচারে পিছিয়ে নেই এসইউসিআই দল। সেই সঙ্গে বাম সমর্থিত আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডলও রয়েছেন।

২০১৪ সালে সবুজ শিবিরের হয়ে জয় ছিনিয়ে আনেন প্রতিমা মণ্ডল। ২০১৯ সালে তিনি জয়ের ব্যবধান আরও বাড়ান। তাৎপর্যপূর্ণভাবে দ্বিতীয়স্থানে ছিল বিজেপি। বিজেপির অশোক কাণ্ডারীকে প্রার্থী করেছে বিজেপি।