ট্রলার

South 24 Parganas News: মৎস্যজীবীদের নিরাপত্তায় ড্যাট মেশিন! কী কাজ এই ‌যন্ত্রের? জানুন

দক্ষিণ ২৪ পরগনা: আগামী ১৪ ই জুন মাছ ধরতে বের হবেন দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা। তারপর থেকে শুরু হবে বর্ষাকাল। সমুদ্র উত্তাল থাকে সেইসময়। সেইজন্য বাড়ে দুর্ঘটনার সম্ভবনা। কিন্তু জানেন কি এত কিছুর মধ্যেও, বেশ কয়েকবছর দুর্ঘটনা ঘটলেও কমেছে মৎস্যজীবীদের জীবনহানির আশঙ্কা।

আরও পড়ুনঃ নির্বাচনে জেতার পর একজন এমপি কী কী সুযোগ-সুবিধা পান, বেতনই বা কত? জানুন

তার বড় কারণ হল এখন সমস্ত ট্রলারে বাধ্যতামূলক ভাবে রাখতে হচ্ছে বেশ কয়েকটি জিনিস। তার মধ্যে রয়েছে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, জিপিএস মেশিন, কমিউনিকেশান স্টিটেম এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল । ঠিক কি কাজ করে এই মেশিন। এই মেশিনে থাকে ৪ টি সু্ই্যচ। এই চারটি সুই্যচের বিভিন্ন সংকেত রয়েছে। ট্রলার দুর্ঘটনাগ্রস্থ হলে সেই সুই্যচ টেপেন মৎস্যজীবীরা। সেই খবর তৎক্ষণাৎ চলে যায় বিশাখাপত্তনমে।

সেখান থেকে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। একটি বার্তা চলে আসে মৎস্যজীবী সংগঠনগুলির কাছেও। এই ব্যবস্থা চালুর ফলে মৎস্যজীবীদের অবস্থান ও দুর্ঘটনাস্থল চিহ্নিত করে তাদের সাহায্য করা হয়। ফলে কমেছে মৎস্যজীবীদের জীবনহানীর আশঙ্কা।

নবাব মল্লিক