Bhaiphonta 2024: ভাইফোঁটার বাজারে সবজির দাম কোথায় পৌঁছল! টাটকা জিনিস কিনতে কি পকেট পুড়বে, জেনে নিন

দক্ষিণ ২৪ পরগনা: এ যেন উলটপুরাণ! ভাইফোঁটার আগে যেখানে রাজ্যজুড়ে সবজির দাম উর্ধ্বমুখী সেখানে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু বাজারে সবজি মিলছে কম দামেই। যে সমস্ত বাজারে কৃষকরা সরাসরি সবজি বিক্রি করেন সেখানেই এই দামের পতন ঘটেছে। এর প্রধান কারণ হিসাবে উঠে এসেছে আবহাওয়ার খামখেয়ালিপনার কথা। আবহাওয়া খারাপ এবং লাগাতার বৃষ্টির জেরে নষ্ট হতে বসেছিল বাগানের সবজি।

তবে বেশ কিছুদিন আবহাওয়া আবার ভাল হওয়ায় সবজির ফলন আবার ঘুরে দাঁড়িয়েছে। ঠিক সেই সময়ে কৃষকরা ক্ষতি এড়াতে প্রচুর সবজি একসঙ্গে তুলে নিয়ে এসেছেন বাজারে, যার জেরে দাম না পেয়ে সবজি কম দামেই দিতে হচ্ছে। গোপাল কুণ্ডু নামের এক কৃষক জানান, বাজারে দাম পাচ্ছেন না। তবে আবহাওয়ার উপর তারা ভরসা করতে পাচ্ছেন না বলে বাজারে সবজি ছেড়ে দিতে হচ্ছে।

সেই কৃষকের সঙ্গে সহমত অরুণ টিকাদার নামের এক ব্যবসায়ীও। তিনি জানিয়েছেন, বাজারে ক্রেতা কম, সবজি বেশি ফলে এই ঘটনা ঘটেছে। তবে এই দাম যেখানে কৃষকরা সরাসরি বাজারে সবজি বিক্রি করেন সেখানেই মিলছে। সবথেকে কম দামে ৩০ টাকা কিলোতে নীচে মিলছে শসা, ঢ্যাঁড়স, কুমড়ো, বরবটি-সহ আরও অন্যান্য সবজি।

নবাব মল্লিক