কলকাতা: গড়ফায় যুবতীর রহস্যমৃত্যুর ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্যে ঘনীভূত হচ্ছে রহস্য৷ স্থানীয় সূত্রেই খবর, মৃত তরুণী এবং পুলিশের হাতে আটক হওয়া তাঁর পুরুষ সঙ্গী দু জনেই বিবাহিত ছিলেন৷ ওই যুবতীর ডিভোর্সের মামলাও চলছিল৷ এ দিন স্ত্রীর রহস্য মৃত্যুর খবর পেয়েই প্রকাশ্যে এসেছেন তাঁর প্রাক্তন স্বামী৷ তাঁর অভিযোগ, তাঁর স্ত্রীকে খুন করেছে ওই বিকাশ দত্ত নামে ওই পুরুষ সঙ্গী৷
পাশাপাশি, মৃতা যুবতীর বাবাও অভিযোগ করেছেন, বিকাশ নামে ওই যুবক তাঁর মেয়ের উপরে অত্যাচার করতেন৷ এলাকার বাসিন্দাদেরও দাবি, বিকাশ মদ্যপ অবস্থায় এলাকায় গন্ডগোল পাকানোয় কয়েক মাস আগে তাঁকে বাঁশদ্রোণীর একটি নেশামুক্তি কেন্দ্রে দিয়ে এসেছিল৷ কিন্তু সেখান থেকে পালিয়ে আসে বিকাশ৷
আরও পড়ুন: যজমানের বাড়িতে এসে বৃদ্ধ পুরোহিতের চরম কুকীর্তি, কেঁদে ফেলল নাবালিকা! গুসকরায় উত্তেজনা
গত বৃহস্পতিবার কালীপুজোর রাতে গড়ফার শহিদ কলোনি এলাকায় বিকাশ দত্ত নামে ওই যুবকের ফ্ল্যাট থেকে এলাকারই বাসিন্দা ৩৫ বছর বয়সি এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়৷ জানা গিয়েছে, বিকাশ এবং ওই তরুণী প্রায়শই একসঙ্গে থাকতেন৷ দু জনে মদ্যপানও করতেন৷ ঘটনার সময়ও ওই তরুণী মদ্যপ অবস্থাতেই ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷ তবে তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা জানতে দেহ ময়বনাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷
স্থানীয় সূত্রে খবর, ২০১৩ সালে ওই যুবতীর বিয়ে হয়েছিল৷ ২০২০ সাল থেকে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাঁর৷ ওই যুবতীর স্বামী এ দিন অভিযোগ করেছেন, বিকাশ নামে অভিযুক্ত ওই যুবক মানসিক ভাবেও অসুস্থ৷ বিকাশ মানসিক হাসপাতালেও ভর্তি ছিল বলে দাবি করেছেন মৃতার স্বামী৷
মৃতার দিদি দাবি করেছেন, ঘটনার দিন সন্ধ্যেবেলায় তিনি বিকাশের বাড়ি যাননি। তাঁর দাবি, বিকাশ ফোন করে রাত্রিবেলা তাঁকে ডাকেন। বলেন, বোন অসুস্থ। বিকাশের বাড়িতে গিয়ে তিনি দেখেন বিছানার উপরে তাঁর বোন শুয়ে রয়েছেন। তাঁ কপালে আঘাতের চিহ্ন ছিল, রক্তও ঝরছিল।
অন্যদিকে বিকাশও বিবাহিত বলেই দাবি প্রতিবেশীদের৷ তাঁর শ্বশুরবাড়ি কালীঘাট এলাকায়৷ যদিও বিয়ের চার-পাঁচ মাস পরেই বিকাশের স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান বলে স্থানীয় সূত্রে খবর৷
মৃতার পুরুষ সঙ্গীর মা দাবি করেছেন, প্রায় দু বছর ধরে ওই যুবতীর সঙ্গে তাঁর ছেলের সম্পর্ক ছিল৷ তবে ওই যুবতীও প্রচণ্ড মদ্যপান করতেন বলে দাবি করেছেন বিকাশের মা৷ পুলিশের অনুমান, যুবতীর দেহের ময়নাতদন্তের পরই রহস্যের জট কাটতে পারে৷
সহ প্রতিবেদন- বিবেক দাস