শিক্ষার্থীদের পড়াশোনা শুরুর প্রথম ধাপে পেন্সিল ব্যবহার করতে হয়। বিশ্বের সব দেশেই পেন্সিল দিয়ে লেখা শেখানো শুরু হয়। আমরা সকলেই ছোটবেলায় অন্তত দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পেন্সিলেই লেখালিখি করেছি।

Knowledge Story: একটি পেন্সিল দিয়ে মোট কত শব্দ লেখা যায়? উত্তর দিতে ৯৯ শতাংশের কালঘাম ছোটে, আপনি জানেন?

শিক্ষার্থীদের পড়াশোনা শুরুর প্রথম ধাপে পেন্সিল ব্যবহার করতে হয়। বিশ্বের সব দেশেই পেন্সিল দিয়ে লেখা শেখানো শুরু হয়। আমরা সকলেই ছোটবেলায় অন্তত দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পেন্সিলেই লেখালিখি করেছি।
শিক্ষার্থীদের পড়াশোনা শুরুর প্রথম ধাপে পেন্সিল ব্যবহার করতে হয়। বিশ্বের সব দেশেই পেন্সিল দিয়ে লেখা শেখানো শুরু হয়। আমরা সকলেই ছোটবেলায় অন্তত দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পেন্সিলেই লেখালিখি করেছি।
কখনও ভেবেছেন একটা পেন্সিল দিয়ে কতটা লেখা যায়? পেনের কালি তো ফুরিয়ে যায়, কিন্তু পেন্সিল কেন ফুরোয় না?
কখনও ভেবেছেন একটা পেন্সিল দিয়ে কতটা লেখা যায়? পেনের কালি তো ফুরিয়ে যায়, কিন্তু পেন্সিল কেন ফুরোয় না?
শার্পনার বা কল দিয়ে কেটে লিখে লিখে ছোট্ট হয়ে গেলেও সেটি থেকেই যায়। কেন জানেন? পেন্সিল সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য রয়েছে যা শুনলে আপনি অবাক হবেন।
শার্পনার বা কল দিয়ে কেটে লিখে লিখে ছোট্ট হয়ে গেলেও সেটি থেকেই যায়। কেন জানেন? পেন্সিল সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য রয়েছে যা শুনলে আপনি অবাক হবেন।
পেন্সিলের রকমফের অনুযায়ী তাদের নামও হয় আলাদা আলাদা। অনেকেই হয়তো পেন্সিল ব্যবহার করেন কিন্তু কেন এই পেন্সিলের কোনওটার লিড বা সিস নরম, কোনওটার শক্ত হয় জানেন?
পেন্সিলের রকমফের অনুযায়ী তাদের নামও হয় আলাদা আলাদা। অনেকেই হয়তো পেন্সিল ব্যবহার করেন কিন্তু কেন এই পেন্সিলের কোনওটার লিড বা সিস নরম, কোনওটার শক্ত হয় জানেন?
আবার কোনওটা দিয়ে বেশি কালো টানা যায়, কোনওটায় দেওয়া যায় হালকা দাগ। লেখার সময়ও কোনও কোনও পেন্সিল কাগজে খসখস শব্দ করে। আর কিছু পেন্সিলে লেখা হয় সুন্দর, মসৃণ।
আবার কোনওটা দিয়ে বেশি কালো টানা যায়, কোনওটায় দেওয়া যায় হালকা দাগ। লেখার সময়ও কোনও কোনও পেন্সিল কাগজে খসখস শব্দ করে। আর কিছু পেন্সিলে লেখা হয় সুন্দর, মসৃণ।
একটি পেন্সিল দিয়ে দাগ টেনে একটানা চলে যাওয়া সম্ভব প্রায় ৩৫ মাইল। আর পড়াশোনার কাজ থেকে আঁকা, সেলাই সব ক্ষেত্রেই রঙিন নানা ধরনের পেন্সিল ব্যবহার করা হয়।
একটি পেন্সিল দিয়ে দাগ টেনে একটানা চলে যাওয়া সম্ভব প্রায় ৩৫ মাইল। আর পড়াশোনার কাজ থেকে আঁকা, সেলাই সব ক্ষেত্রেই রঙিন নানা ধরনের পেন্সিল ব্যবহার করা হয়।
লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে, তারপরও পেন্সিল শেষ হবে না। কেন? কারণ,পরীক্ষা করে দেখা যায় একটি পেন্সিল দিয়ে প্রায় ৪৫ হাজার শব্দ লেখা যায়। পেন্সিলের সিস গ্রাফাইট আর কাদামাটি দিয়ে তৈরি হয়।
লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে, তারপরও পেন্সিল শেষ হবে না। কেন? কারণ,পরীক্ষা করে দেখা যায় একটি পেন্সিল দিয়ে প্রায় ৪৫ হাজার শব্দ লেখা যায়। পেন্সিলের সিস গ্রাফাইট আর কাদামাটি দিয়ে তৈরি হয়।
কোন পেন্সিল কতটা মোটা লেখায় সুন্দরভাবে লিখবে, তা প্রকাশ করা হয় F (Fine Point) দিয়ে। পেন্সিলের সিস যত শক্ত হবে, H-এর মাত্রাও বেড়ে 2H, 3H, 4H, 5H ইত্যাদি হবে। পেন্সিলের দাগ যত মোটা হবে B-এর মাত্রাও তেমন বেড়ে হবে 2B, 3B, 4B, 5B।
কোন পেন্সিল কতটা মোটা লেখায় সুন্দরভাবে লিখবে, তা প্রকাশ করা হয় F (Fine Point) দিয়ে। পেন্সিলের সিস যত শক্ত হবে, H-এর মাত্রাও বেড়ে 2H, 3H, 4H, 5H ইত্যাদি হবে। পেন্সিলের দাগ যত মোটা হবে B-এর মাত্রাও তেমন বেড়ে হবে 2B, 3B, 4B, 5B।
এক একটি কোম্পানি এক একেকভাবে পেন্সিলের সিস বানায়। তবে যে কোনও প্রতিষ্ঠানের 2H থেকে 3H পেন্সিলের সিস বেশি শক্ত।
এক একটি কোম্পানি এক একেকভাবে পেন্সিলের সিস বানায়। তবে যে কোনও প্রতিষ্ঠানের 2H থেকে 3H পেন্সিলের সিস বেশি শক্ত।