Do You Know Why Snake And Mongoose Are Arch Enemies?

Knowledge Story: সাপে-নেউলে সম্পর্ক…! বলুন তো, সাপ আর নেউলের মধ্যে এত শত্রুতা কেন? কারণটা জানলে চমকে যাবেন

কথায় বলে সাপে-নেউলে সম্পর্ক৷ অর্থাৎ কেউ কাউকে দু'চক্ষে সহ্য করতে পারে না, দেখা মাত্র-ই শুরু মারকাটারি মারামারি। কিন্তু দুই জন্তু দুটি আলাদা প্রজাতির। তাহলে দু'জনের মধ্যে এত শত্রুতা কেন কখন-ও ভেবে দেখেছেন? আসল কারণটা জানলে অবাক হবেন।
কথায় বলে সাপে-নেউলে সম্পর্ক৷ অর্থাৎ কেউ কাউকে দু’চক্ষে সহ্য করতে পারে না, দেখা মাত্র-ই শুরু মারকাটারি মারামারি। কিন্তু দুই জন্তু দুটি আলাদা প্রজাতির। তাহলে দু’জনের মধ্যে এত শত্রুতা কেন কখন-ও ভেবে দেখেছেন? আসল কারণটা জানলে অবাক হবেন।
সাপ আর নেউলের শত্রুতার মূল কারণ হল, বেঁচে থাকার জন্য। সাপ আর নেউলের লড়াই বেঁচে থাকার লড়াই। সাপ নেউলকে মারতে চায় যাতে সে বাঁচতে পারে, আর নেউল সাপকে মারতে চায় যাতে সে বাঁচতে পারে।
সাপ আর নেউলের শত্রুতার মূল কারণ হল, বেঁচে থাকার জন্য। সাপ আর নেউলের লড়াই বেঁচে থাকার লড়াই। সাপ নেউলকে মারতে চায় যাতে সে বাঁচতে পারে, আর নেউল সাপকে মারতে চায় যাতে সে বাঁচতে পারে।
একাংশের মতে, সাপ নেউলের ছোট ছোট বাচ্চা খেয়ে নেয়। তাই সাপ দেখলেই নেউল মারতে যায় যাতে তার বাচ্চারা সুরক্ষিত থাকে।
একাংশের মতে, সাপ নেউলের ছোট ছোট বাচ্চা খেয়ে নেয়। তাই সাপ দেখলেই নেউল মারতে যায় যাতে তার বাচ্চারা সুরক্ষিত থাকে।
সাপ আর নেউলের লড়াইয়ে ৮০ শতাংশ ক্ষেত্রে নেউল-ই যেতে। কারণ, নেউলের শরীরে থাকে অ্যাসিটাইল কোলিন রিফলেক্স যা সাপের বিষে থাকা নিউরোটক্সিন থেকে নেউলকে রক্ষা করে।

সাপ আর নেউলের লড়াইয়ে ৮০ শতাংশ ক্ষেত্রে নেউল-ই যেতে। কারণ, নেউলের শরীরে থাকে অ্যাসিটাইল কোলিন রিফলেক্স যা সাপের বিষে থাকা নিউরোটক্সিন থেকে নেউলকে রক্ষা করে।
নেউলের ডিএনএ-তে থাকা আলফা ও বিটা ব্লকার নেউলকে সাপের বিষ থেকে বাঁচায়।
নেউলের ডিএনএ-তে থাকা আলফা ও বিটা ব্লকার নেউলকে সাপের বিষ থেকে বাঁচায়।