কাস্টোমাইজ নানা জিনিস

Bengal Patachitra: কাগজ ছেড়ে শাড়ি, কাপ-প্লেটে ফুটে উঠছে পটের ডিজাইন

পশ্চিম মেদিনীপুর: সুন্দর ডিজাইন করা একটি কাঠের প্লেট। তার উপর আরেকটি পটের ডিজাইনের কাপে চা দিয়ে পরিবেশন করা যাবে। তাই নয়, কাগজের উপর পটের নানা ছবি থাকবে আপনার টি শার্টে। শাড়ির আঁচলে থাকবে এই সব ডিজাইন। এমন‌ই সুন্দর সুন্দর কাস্টমাইজ নানা ব্যবহার্য জিনিসপত্র তৈরি করছেন এই বাংলার শিল্পীরা।

কাগজের উপর রং-তুলির আঁচড় কেটে ছবি ফুটিয়ে তোলাই শুধু নয়, এবার শাড়ি, পাঞ্জাবি সহ নানান ব্যবহার্য জিনিসের উপর পটের ডিজাইন ফুটিয়ে তুলছেন শিল্পীরা। মানুষের স্বাদে বদল আনতে এই বিশেষ শিল্প ভাবনা।

আর‌ও পড়ুন: ভেসে যাবে গোটা গ্রাম, বাঁধ বাঁচাতে রাত থেকেই কাজ শুরু

পশ্চিম মেদিনীপুরের পিংলা বিখ্যাত পট শিল্পের জন্য। এখানে প্রায় শতাধিক পটশিল্পীর বসবাস। সকাল থেকেই প্রতিটি বাড়িতে রং-তুলি দিয়ে কাগজের উপর পটচিত্র আঁকার কাজ চলে। কখনও সামাজিক আবার কখনও নানান ধর্মীয় ছবি এঁকে এবং সমার্থক গান লিখে পরিবেশন করেন পটুয়ারা। তবে যত সময় এগোচ্ছে এখানকার শিল্পীরা নিজেদের শিল্পকলাতেও পরিবর্তন আনছেন। মানুষের চাহিদার কথা ভেবে সাদা কাগজে কিংবা ক্যানভাসে পটের ডিজাইন নয়, এবার ছবি এঁকে কাস্টমাইজ করে দিচ্ছেন টি-শার্ট, শাড়ি, কেটলি, প্লেট, কাপ সহ বিভিন্ন জিনিস। বাজারে চাহিদাও রয়েছে বেশ।

পিংলার নয়াগ্রাম বিখ্যাত পট শিল্পের জন্য। এখানে শতাধিক পটুয়া পরিবারের বসবাস। সকাল থেকে তাঁরা বিভিন্ন ছবি এঁকে, বংশপরম্পরায় জীবন জীবিকা নির্বাহ করছেন। তবে মানুষের স্বাদে বদল আনতে পটের ডিজাইন ফুটিয়ে তোলা হচ্ছে কাস্টমাইজ কাপ, প্লেট, ঘর সাজানোর উপকরণ, টি-শার্ট, শাড়ি সহ একাধিক জিনিসের উপর। বাজারে এই সকল জিনিস বিক্রি হচ্ছে সামান্য দামে। কাগজের পটের চেয়েও ব্যবহার্য এই সকল জিনিস বেশি কিনছে সাধারণ মানুষ।

রঞ্জন চন্দ