Knowledge Story: এক নিমেষ সমান কত সেকেন্ড? এক দণ্ডই বা কত মিনিট? শুধুই কথার কথা নয়, জড়িয়ে আছে সময়ের অঙ্ক

সেই যে কিশোর কুমারের বিখ্যাত গান, যা শুনলেই মনটা চনমনে হয়ে যায়...‘এক পলকে, একটু দেখা! আরও একটু বেশি হলে ক্ষতি কী!’...কিংবা এই যে আমরা কথায় কথায় বলি ‘এক নিমেষের মধ্যে ঘটনাটা ঘটে গেল’৷ কিংবা, ‘এক দণ্ড একটু দাঁড়িয়ে যান’৷ এগুলো কি শুধুই কথার কথা, না এর মধ্যে সত্যিই সময়ের কোনও হিসেব লুকিয়ে থাকে?
সেই যে কিশোর কুমারের বিখ্যাত গান, যা শুনলেই মনটা চনমনে হয়ে যায়…‘এক পলকে, একটু দেখা! আরও একটু বেশি হলে ক্ষতি কী!’…কিংবা এই যে আমরা কথায় কথায় বলি ‘এক নিমেষের মধ্যে ঘটনাটা ঘটে গেল’৷ কিংবা, ‘এক দণ্ড একটু দাঁড়িয়ে যান’৷ এগুলো কি শুধুই কথার কথা, না এর মধ্যে সত্যিই সময়ের কোনও হিসেব লুকিয়ে থাকে?
না, শব্দগুলো, শুধুই শব্দ নয়৷ এই পল (পলক), নিমেষ, দণ্ড এই সমস্ত কিছুই আসলে সময় মাপার মাপকাঠি৷ যার সঙ্গে আমাদের চেনাশোনা সেকেন্ড, মিনিট, ঘণ্টারও সম্পর্ক রয়েছে৷ তো, আসন জেনে নিই, এই এক পল মানে কত সেকেন্ড বা এক নিমেষই বা কত৷ কত মিনিটে হয় এক দণ্ড?
না, শব্দগুলো, শুধুই শব্দ নয়৷ এই পল (পলক), নিমেষ, দণ্ড এই সমস্ত কিছুই আসলে সময় মাপার মাপকাঠি৷ যার সঙ্গে আমাদের চেনাশোনা সেকেন্ড, মিনিট, ঘণ্টারও সম্পর্ক রয়েছে৷ তো, আসন জেনে নিই, এই এক পল মানে কত সেকেন্ড বা এক নিমেষই বা কত৷ কত মিনিটে হয় এক দণ্ড?
বিশেষজ্ঞেরা বলে থাকেন, হিন্দু সৃষ্টিতত্ত্বে সময়কে অসীম এবং চিরন্তন রূপে বর্ণনা করা হয়৷ বেদ, ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, মহাভারত, সূর্য সিদ্ধান্ত ইত্যাদি গ্রন্থগুলোতে সময়ের বিভিন্ন ভাগ ও অংশগুলোর বর্ণনা দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞেরা বলে থাকেন, হিন্দু সৃষ্টিতত্ত্বে সময়কে অসীম এবং চিরন্তন রূপে বর্ণনা করা হয়৷ বেদ, ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, মহাভারত, সূর্য সিদ্ধান্ত ইত্যাদি গ্রন্থগুলোতে সময়ের বিভিন্ন ভাগ ও অংশগুলোর বর্ণনা দেওয়া হয়েছে।
জানা যায়, আহ্নিক পরিমাপ অনুসারে এক ‘পল’-এর অর্থ হল প্রায় ৩০ সেকেন্ড৷ এটি অতি স্বল্প মুহূর্তকাল৷
জানা যায়, আহ্নিক পরিমাপ অনুসারে এক ‘পল’-এর অর্থ হল প্রায় ৩০ সেকেন্ড৷ এটি অতি স্বল্প মুহূর্তকাল৷
‘ক্ষণ’ অর্থ ৪ মিনিটকে বোঝায়৷ ‘আমারে দু’দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন’- এই যে দণ্ড, এর মানে কতটা সময় বলুন তো? উত্তর হল, সূর্যসিদ্ধান্ত মতে এক দণ্ড অর্থাৎ প্রায় ২৪ মিনিট৷ যা ৬ ‘ক্ষণের’ সমান৷
‘ক্ষণ’ অর্থ ৪ মিনিটকে বোঝায়৷ ‘আমারে দু’দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন’- এই যে দণ্ড, এর মানে কতটা সময় বলুন তো? উত্তর হল, সূর্যসিদ্ধান্ত মতে এক দণ্ড অর্থাৎ প্রায় ২৪ মিনিট৷ যা ৬ ‘ক্ষণের’ সমান৷
সূর্য সিদ্ধান্ত মতে এক নিমেষ অর্থাৎ, ৮৮.৯ মিলিসেকেন্ড৷ অন্য একটি মতে, ১ নিমেষ আসলে ১৬ মিনিটের সমান, যা ৪ ক্ষণও বোঝায়৷ সিদ্ধান্ত শিরোমণি অনুসারে ‘মুহূর্ত’ অর্থাৎ, ৪৮ মিনিট (২ দণ্ড)৷ ৭. ১ প্রহরের অর্থ ৩ ঘণ্টা৷ ৮টা প্রহর নিয়ে একটা দিন৷ অর্থাৎ, ২৪ ঘণ্টা৷
সূর্য সিদ্ধান্ত মতে এক নিমেষ অর্থাৎ, ৮৮.৯ মিলিসেকেন্ড৷ অন্য একটি মতে, ১ নিমেষ আসলে ১৬ মিনিটের সমান, যা ৪ ক্ষণও বোঝায়৷ সিদ্ধান্ত শিরোমণি অনুসারে ‘মুহূর্ত’ অর্থাৎ, ৪৮ মিনিট (২ দণ্ড)৷ ৭. ১ প্রহরের অর্থ ৩ ঘণ্টা৷ ৮টা প্রহর নিয়ে একটা দিন৷ অর্থাৎ, ২৪ ঘণ্টা৷
সিদ্ধান্ত শিরোমণি মতে, ৩০টি মুহূর্ত নিয়ে তৈরি হয় অহোরাত্র বা ১ দিন বা ২৪ ঘণ্টা৷ তবে এই সমস্ত কিছু নিয়ে ভিন্ন মতামত রয়েছে৷ এক একটি মতে সময়ের মাপ একেক রকম৷
সিদ্ধান্ত শিরোমণি মতে, ৩০টি মুহূর্ত নিয়ে তৈরি হয় অহোরাত্র বা ১ দিন বা ২৪ ঘণ্টা৷ তবে এই সমস্ত কিছু নিয়ে ভিন্ন মতামত রয়েছে৷ এক একটি মতে সময়ের মাপ একেক রকম৷
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ১৮ নিশ্চিত করে না৷ ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য থেকে প্রতিবেদনটি লেখা হয়েছে৷ শুদ্ধমত জানতে অবশ্যই নির্দিষ্ট তথ্যের উপরে নির্ভর করুন৷
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ১৮ নিশ্চিত করে না৷ ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য থেকে প্রতিবেদনটি লেখা হয়েছে৷ শুদ্ধমত জানতে অবশ্যই নির্দিষ্ট তথ্যের উপরে নির্ভর করুন৷