Salary

Knowledge Story: দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু নয়…ভারতের এই শহরে সবথেকে বেশি বেতন পান কর্মীরা, বার্ষিক গড় রোজগার ২৮ লাখের বেশি

ভাল কাজ, মোটা টাকা মাইনে, উপচে পড়া ব্যাঙ্ক ব্যালেন্স কে না চায়? কিন্তু চাইলেও পাওয়া যায় কই? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, চাকরির মাইনে আপনার মনমত নয়! জানেন কি,ভারতের কোথায় চাকরির মাইনে সবথেকে বেশি? নিশ্চয়ই ভাবছেন দিল্লি কিংবা মুম্বই বা বেঙ্গালুরু? কিন্তু না, ভারতের অন্য একটি শহরে স্যালারি প্যাকেজ সবথেকে বেশি। কোন শহর বলুন তো?
ভাল কাজ, মোটা টাকা মাইনে, উপচে পড়া ব্যাঙ্ক ব্যালেন্স কে না চায়? কিন্তু চাইলেও পাওয়া যায় কই? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, চাকরির মাইনে আপনার মনমত নয়! জানেন কি,ভারতের কোথায় চাকরির মাইনে সবথেকে বেশি? নিশ্চয়ই ভাবছেন দিল্লি কিংবা মুম্বই বা বেঙ্গালুরু? কিন্তু না, ভারতের অন্য একটি শহরে স্যালারি প্যাকেজ সবথেকে বেশি। কোন শহর বলুন তো?
মহারাষ্ট্রের একটি টু টায়ার শহর সোলাপুর। এখানেই সবথেকে বেশি বেতন পান কর্মীরা। এখানকার সংস্থাগুলির বার্ষিক গড় স্যালারি প্যাকেজ দিল্লি, মুম্বই, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদের মত নামীদামি শহরের বার্ষিক বেতনের থেকে অনেক বেশি।
মহারাষ্ট্রের একটি টু টায়ার শহর সোলাপুর। এখানেই সবথেকে বেশি বেতন পান কর্মীরা। এখানকার সংস্থাগুলির বার্ষিক গড় স্যালারি প্যাকেজ দিল্লি, মুম্বই, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদের মত নামীদামি শহরের বার্ষিক বেতনের থেকে অনেক বেশি।
Average Salary Survey 2023-এর ডেটা অনুযায়ী, মহারাষ্ট্রের সোলাপুরে একজন কর্মীর বার্ষিক গড় বেতনের প্যাকেজ ২৮ লাখ ১০ হাজারের বেশি।
Average Salary Survey 2023-এর ডেটা অনুযায়ী, মহারাষ্ট্রের সোলাপুরে একজন কর্মীর বার্ষিক গড় বেতনের প্যাকেজ ২৮ লাখ ১০ হাজারের বেশি।
সার্ভে-তে দেখা গিয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই। সেখানে একজন কর্মীর বার্ষিক গড় বেতন ২১.১৭ লাখ।
সার্ভে-তে দেখা গিয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই। সেখানে একজন কর্মীর বার্ষিক গড় বেতন ২১.১৭ লাখ।
তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। সেখানে সেখানে একজন কর্মীর বার্ষিক গড় বেতন ২১.১০ লাখ।
তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। সেখানে সেখানে একজন কর্মীর বার্ষিক গড় বেতন ২১.১০ লাখ।
চতুর্থ স্থানে রয়েছে দিল্লি। সেখানে একজন কর্মীর বার্ষিক গড় বেতন ২০.৪৩ লাখ।
চতুর্থ স্থানে রয়েছে দিল্লি। সেখানে একজন কর্মীর বার্ষিক গড় বেতন ২০.৪৩ লাখ।
তবে, এই চারটি শহর বাদ দিলে, কলকাতা-সহ ভারতের অন্যান্য সব শহরেই একজন কর্মীর বার্ষিক গড় বেতন ৫ লাখের কম-বেশি।
তবে, এই চারটি শহর বাদ দিলে, কলকাতা-সহ ভারতের অন্যান্য সব শহরেই একজন কর্মীর বার্ষিক গড় বেতন ৫ লাখের কম-বেশি।
পুরুষ ও নারীর বেতনের মধ্যেও ফারাক রয়েছে অনেক। একজন নারীর বার্ষিক গড় বেতন ১৫,১৬,২৯৬ টাকা । অন্যদিকে, একজন পুরুষের বার্ষিক গড় বেতন ১৯, ৫৩,০৫৫ টাকা।
পুরুষ ও নারীর বেতনের মধ্যেও ফারাক রয়েছে অনেক। একজন নারীর বার্ষিক গড় বেতন ১৫,১৬,২৯৬ টাকা । অন্যদিকে, একজন পুরুষের বার্ষিক গড় বেতন ১৯, ৫৩,০৫৫ টাকা।