চিত্রকলা প্রদর্শনী

Bengali News: জেলার চিত্রকলা প্রদর্শনীতে দেদার বিক্রি হচ্ছে ছবি

বীরভূম: শিক্ষা, শিল্পকলা ও সঙ্গীতের দেবী মা সরস্বতী। তাই দীর্ঘ ১৩ বছর ধরে সরস্বতী পুজোর দিন থেকে এলাকার শিল্পীদের আঁকা ছবি নিয়ে রামপুরহাট টাউন হলে প্রদর্শনী করে আসছে শহরের এক চারুকলা সংস্থা। সরস্বতী পুজো থেকে শুরু করে বেশ কয়েকদিন ধরে চলে এই প্রদর্শনী। এই প্রদর্শনী থেকে ছবি বিক্রিও হয় দেদার। মূলত চিত্রকলাকে সকলের সামনে তুলে ধরতে এই আয়োজন।

আরও পড়ুন: জেলার ইতিহাস থেকে মুছে যাবে আস্ত একটা নদী!

বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের শিল্পীদের আঁকা ২২০ টি শিল্পকর্ম নিয়ে রামপুরহাট টাউন হলের দুটি কক্ষে শুরু হয়েছে এই প্রদর্শনী। আর এই প্রদর্শনী দেখতেই সকাল থেকে রাত্রি পর্যন্ত জমজমাট ভিড় হচ্ছে। প্রত্যেকদিন সকাল ১০ টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

চারুকলা সংস্থার কর্ণধার প্রাণকৃষ্ণ সিমলান্ডি বলেন, সরস্বতী পূজোর দিন জল রং, তেল রং, প্যাস্টেল রং, পেন্সিল রং, পেন্সিল স্কেচ এই প্রদর্শনীতে রাখা হয়েছিল। ছোট থেকে বড় সকলের চিত্রকলা প্রদর্শনী এই অনুষ্ঠানে রাখা হয়। বিশেষ করে সন্ধের সময় মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই প্রদর্শনী অনুষ্ঠানে। নিজেদের পছন্দমত ছবি কিনে নিয়ে যান চিত্রকলা প্রেমী মানুষজন।

সৌভিক রায়