তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি খুব চেনা একটি প্রশ্ন, কিন্তু তারপরও অনেকেই এর উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন।

Knowledge Story: বলুন তো কোন প্রাণী মিষ্টি স্বাদ সহ্য করতে পারে না? উত্তরটা জানলে চমকে যাবেন

মিষ্টি খেতে কে না ভালবাসে? মানুষ তো বটেই, পোষ্য কুকুরটিও চেটেচেটে রসগোল্লা খায়। কিন্তু বলুন তো, কোন প্রাণী মিষ্টি খেতে পারে না?
মিষ্টি খেতে কে না ভালবাসে? মানুষ তো বটেই, পোষ্য কুকুরটিও চেটেচেটে রসগোল্লা খায়। কিন্তু বলুন তো, কোন প্রাণী মিষ্টি খেতে পারে না?
কোন প্রাণী মিষ্টি সহ্য করতে পারে না? উত্তর হল বিড়াল।
কোন প্রাণী মিষ্টি সহ্য করতে পারে না? উত্তর হল বিড়াল
কিন্তু কেন বিড়াল মিষ্টি সহ্য করতে পারে না? গবেষণায় দেখা গিয়েছে, বিড়াল-ই হল একমাত্র স্তন্যপায়ী জীব যার মধ্যে বিশেষ কিছু প্রোটিনের অভাব রয়েছে, যা সেই জিন তৈরিতে সাহায্য করে যা শরীরকে মিষ্টি স্বাদ গ্রহণ করায়।
কিন্তু কেন বিড়াল মিষ্টি সহ্য করতে পারে না? গবেষণায় দেখা গিয়েছে, বিড়াল-ই হল একমাত্র স্তন্যপায়ী জীব যার মধ্যে বিশেষ কিছু প্রোটিনের অভাব রয়েছে, যা সেই জিন তৈরিতে সাহায্য করে যা শরীরকে মিষ্টি স্বাদ গ্রহণ করায়।
অনেকেই বিড়াল ভালবাসেন। কেউ-কেউ বাড়িতে বিড়াল পোষেন, কেউ আবার রাস্তায় বিড়াল দেখে কোলে তুলে নেন। অনেকেই বাড়ির পোষ্য বিড়ালের পাশাপাশি রাস্তায় থাকা বিড়ালদের-ও দুধ খাওয়ান। এখানেই বড় বিপদ ডেকে আনছেন। বিড়ালকে কখনও ভুলেও দুধ দেবেন না।
অনেকেই বিড়াল ভালবাসেন। কেউ-কেউ বাড়িতে বিড়াল পোষেন, কেউ আবার রাস্তায় বিড়াল দেখে কোলে তুলে নেন। অনেকেই বাড়ির পোষ্য বিড়ালের পাশাপাশি রাস্তায় থাকা বিড়ালদের-ও দুধ খাওয়ান। এখানেই বড় বিপদ ডেকে আনছেন। বিড়ালকে কখনও ভুলেও দুধ দেবেন না।
বহু বিড়ালেরই ল্যাকটোজে সমস্যা থাকে আর গরুর দুধ মানেই ল্যাকটোজে পরিপূর্ণ। দীর্ঘ দিন ল্যাকটোজ সমৃদ্ধ দুধ খেতে খেতে বিড়ালের পেটের নানা সমস্যা দেখা দেয় যা সময়ের সঙ্গে ভয়াবহ হয়ে ওঠে।
বহু বিড়ালেরই ল্যাকটোজে সমস্যা থাকে আর গরুর দুধ মানেই ল্যাকটোজে পরিপূর্ণ। দীর্ঘ দিন ল্যাকটোজ সমৃদ্ধ দুধ খেতে খেতে বিড়ালের পেটের নানা সমস্যা দেখা দেয় যা সময়ের সঙ্গে ভয়াবহ হয়ে ওঠে।