Knowledge Story: রক্তের গন্ধ পেয়ে নয়, জানেন কেন মানুষের মাথার উপরে ভনভন করে মশারা? ৯৯% মানুষই জানেন না আসল কারণ

সন্ধে হলেই শুরু৷ কানের কাছে, মাথার উপরে শুরু হয়ে যায় মশার ভনভন৷ হয়ত পুকুর পাড়ে বা নদীর ধারে, বা ফাঁকা কোনও জায়গায় বসে আড্ডা মারছেন, সন্ধে হতে না হতেই দেখলেই আপনার মাথার উপরে এক রাশ মশা এসে ভনভন করতে শুরু করে দিল৷ কখনও ভেবে দেখেছেন এমনটা কেন হয়? ঠিক কী ভাবে মানুষের শরীরের প্রতি আকৃষ্ট হয় মশারা৷
সন্ধে হলেই শুরু৷ কানের কাছে, মাথার উপরে শুরু হয়ে যায় মশার ভনভন৷ হয়ত পুকুর পাড়ে বা নদীর ধারে, বা ফাঁকা কোনও জায়গায় বসে আড্ডা মারছেন, সন্ধে হতে না হতেই দেখলেই আপনার মাথার উপরে এক রাশ মশা এসে ভনভন করতে শুরু করে দিল৷ কখনও ভেবে দেখেছেন এমনটা কেন হয়? ঠিক কী ভাবে মানুষের শরীরের প্রতি আকৃষ্ট হয় মশারা৷
আপাতদৃষ্টিতে, অনেকেই মনে করে থাকেন মানুষের গায়ের রক্তের গন্ধ পেয়েই তার প্রতি আকৃষ্ট হয় মশারা৷ কিন্তু, জেনে রাখবেন এটা সম্পূর্ণ ভুল ধারণা৷ আসলে আকর্ষণের কারণটা এক্কেবারে অন্য৷
আপাতদৃষ্টিতে, অনেকেই মনে করে থাকেন মানুষের গায়ের রক্তের গন্ধ পেয়েই তার প্রতি আকৃষ্ট হয় মশারা৷ কিন্তু, জেনে রাখবেন এটা সম্পূর্ণ ভুল ধারণা৷ আসলে আকর্ষণের কারণটা এক্কেবারে অন্য৷
মশা ১০০ ফুট দূর থেকে আমাদের শরীর থেকে নির্গত রাসায়নিক আঁচ করতে পারে৷ মশাদের কোনও ঘ্রাণেন্দ্রিয় থাকে না৷ তবে থাকে বিশেষ কিছু রিসেপ্টর৷ সেই রিসেপ্টরের মাধ্যমেই এই সমস্ত রাসায়নিকের উৎস আঁচ করতে পারে ওরা এবং কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে উড়ে পৌঁছে যায় মানুষটির কাছে৷
মশা ১০০ ফুট দূর থেকে আমাদের শরীর থেকে নির্গত রাসায়নিক আঁচ করতে পারে৷ মশাদের কোনও ঘ্রাণেন্দ্রিয় থাকে না৷ তবে থাকে বিশেষ কিছু রিসেপ্টর৷ সেই রিসেপ্টরের মাধ্যমেই এই সমস্ত রাসায়নিকের উৎস আঁচ করতে পারে ওরা এবং কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে উড়ে পৌঁছে যায় মানুষটির কাছে৷
মানুষের শ্বাসপ্রশ্বাসে নির্গত কার্বন ডাই অক্সাইডই (CO2) মশাদের আকর্ষণ করে বেশি। মানুষের মাথার ঘাম তাড়াতাড়ি শুকোয় না৷ সেই ঘামে নিঃসৃত রাসায়নিকও মশাদের আকর্ষণ করার পক্ষে যথেষ্ট।
মানুষের শ্বাসপ্রশ্বাসে নির্গত কার্বন ডাই অক্সাইডই (CO2) মশাদের আকর্ষণ করে বেশি। মানুষের মাথার ঘাম তাড়াতাড়ি শুকোয় না৷ সেই ঘামে নিঃসৃত রাসায়নিকও মশাদের আকর্ষণ করার পক্ষে যথেষ্ট।
আমাদের ত্বক ৩৪০ টিরও বেশি রাসায়নিক পদার্থ তৈরি করে৷ সেই সমস্ত রাসায়নিকই মশাদের আকর্ষণ করার আসল কারণ।
আমাদের ত্বক ৩৪০ টিরও বেশি রাসায়নিক পদার্থ তৈরি করে৷ সেই সমস্ত রাসায়নিকই মশাদের আকর্ষণ করার আসল কারণ।
এছাড়া, মশা সাধারণত সন্ধ্যা ও রাতে বেশি সক্রিয় থাকে। তারা প্রায়শই আলোর উত্সের প্রতি আকৃষ্ট হয়৷  তাই আপনি যদি সন্ধ্যায় বাইরে থাকেন এবং কাছাকাছি আলো থাকে তবে এটি আপনার মাথার চারপাশে ঘোরাঘুরি করার আরেকটি কারণ হতে পারে।
এছাড়া, মশা সাধারণত সন্ধ্যা ও রাতে বেশি সক্রিয় থাকে। তারা প্রায়শই আলোর উত্সের প্রতি আকৃষ্ট হয়৷ তাই আপনি যদি সন্ধ্যায় বাইরে থাকেন এবং কাছাকাছি আলো থাকে তবে এটি আপনার মাথার চারপাশে ঘোরাঘুরি করার আরেকটি কারণ হতে পারে।