গাছেদের প্রাণ আছে, এ তো আমরা সকলেই জানি। কিন্তু বিশ্বে এমন এক গাছ রয়েছে যাকে কাটলে মানুষের রক্তের মতো বেরিয়ে আসে তা বুঝি সত্যিই অবিশ্বাস্য। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Knowledge Story: গাছ কাটলেই বেরিয়ে আসে ‘রক্ত’! ডাল ভাঙলেও গড়ায় ‘রক্ত’, কোন গাছে এমন হয় জানেন? চমকে যাবেন

গাছেদের প্রাণ আছে, এ তো আমরা সকলেই জানি। কিন্তু বিশ্বে এমন এক গাছ রয়েছে যাকে কাটলে মানুষের রক্তের মতো বেরিয়ে আসে তা বুঝি সত্যিই অবিশ্বাস্য। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
গাছেদের প্রাণ আছে, এ তো আমরা সকলেই জানি। কিন্তু বিশ্বে এমন এক গাছ রয়েছে যাকে কাটলে মানুষের রক্তের মতো বেরিয়ে আসে তা বুঝি সত্যিই অবিশ্বাস্য। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
পৃথিবীতে এমন কিছু অদ্ভুত গাছপালা আছে যা দেখলে আশ্চর্য হতেই হয়। বহু অস্বাভাবিক প্রাণী বা গাছ আজও লুকিয়ে আছে যা সচরাচর দেখতে পাওয়া যায় না। ঠিক এমনই এক গাছের কথা জানলে অবাক হতে হয়।
পৃথিবীতে এমন কিছু অদ্ভুত গাছপালা আছে যা দেখলে আশ্চর্য হতেই হয়। বহু অস্বাভাবিক প্রাণী বা গাছ আজও লুকিয়ে আছে যা সচরাচর দেখতে পাওয়া যায় না। ঠিক এমনই এক গাছের কথা জানলে অবাক হতে হয়।
পৃথিবীতে এমন এক গাছ আছে যা কাটলে রক্ত বেরোয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সামান্য আঘাত করলেই ঝরঝর করে রক্তের মতো স্রোত বেরিয়ে আসে এই গাছ থেকে।
পৃথিবীতে এমন এক গাছ আছে যা কাটলে রক্ত বেরোয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সামান্য আঘাত করলেই ঝরঝর করে রক্তের মতো স্রোত বেরিয়ে আসে এই গাছ থেকে।
এই গাছ কাটলেই মানুষের মতো রক্ত বেরোয়। এই আশ্চর্যজনক গাছটির নাম ব্লাডউড ট্রি। এই বিশেষ গাছটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় ।
এই গাছ কাটলেই মানুষের মতো রক্ত বেরোয়। এই আশ্চর্যজনক গাছটির নাম ব্লাডউড ট্রি। এই বিশেষ গাছটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় ।
ব্লাডউড ট্রি নামে বিখ্যাত এই গাছটি কিয়াত মুকওয়া বা মুনিঙ্গা নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ‘Cerocarpus Angolansis’। মোজাম্বিক, নামিবিয়া, তানজানিয়া এবং জিম্বাবোয়ের মতো দেশেও এই গাছটি দেখা যায়।
ব্লাডউড ট্রি নামে বিখ্যাত এই গাছটি কিয়াত মুকওয়া বা মুনিঙ্গা নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ‘Cerocarpus Angolansis’। মোজাম্বিক, নামিবিয়া, তানজানিয়া এবং জিম্বাবোয়ের মতো দেশেও এই গাছটি দেখা যায়।
শুধু গাছ কাটলেই নয়, ডাল ভেঙে গেলেও তা থেকে মানুষের রক্তের মতো লাল পদার্থ বের হয়। তাহলে কি সত্যিই এই গাছে মানুষের মতো রক্ত ​​আছে? উত্তর খুঁজলে জানা যাবে, না। এটি রক্ত ​​নয় বরং লাল রঙের একটি তরল। মানুষ এই গাছটিকে অলৌকিক বলে, কারণ এর সাহায্যে বিভিন্ন রোগের ওষুধ তৈরি হয়।
শুধু গাছ কাটলেই নয়, ডাল ভেঙে গেলেও তা থেকে মানুষের রক্তের মতো লাল পদার্থ বের হয়। তাহলে কি সত্যিই এই গাছে মানুষের মতো রক্ত ​​আছে? উত্তর খুঁজলে জানা যাবে, না। এটি রক্ত ​​নয় বরং লাল রঙের একটি তরল। মানুষ এই গাছটিকে অলৌকিক বলে, কারণ এর সাহায্যে বিভিন্ন রোগের ওষুধ তৈরি হয়।
শুধু তাই নয়, গাছের সাহায্যে রক্ত ​​সংক্রান্ত রোগও নিরাময় হয়। দাদ, চোখের সমস্যা, পেটের অসুখ, ম্যালেরিয়া বা গুরুতর আঘাতের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে এই গাছ।
শুধু তাই নয়, গাছের সাহায্যে রক্ত ​​সংক্রান্ত রোগও নিরাময় হয়। দাদ, চোখের সমস্যা, পেটের অসুখ, ম্যালেরিয়া বা গুরুতর আঘাতের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে এই গাছ।
ব্লাডউডের দৈর্ঘ্য ১২ থেকে ১৮ মিটার পর্যন্ত হতে পারে। ব্লাডউড গাছের কাঠ অত্যন্ত মূল্যবান এবং প্রচুর দামে বিক্রি হয়, যা থেকে দামি আসবাবপত্র তৈরিতে কাজে লাগে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ব্লাডউডের দৈর্ঘ্য ১২ থেকে ১৮ মিটার পর্যন্ত হতে পারে। ব্লাডউড গাছের কাঠ অত্যন্ত মূল্যবান এবং প্রচুর দামে বিক্রি হয়, যা থেকে দামি আসবাবপত্র তৈরিতে কাজে লাগে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)