Kolkata airport

Kolkata Airport bomb threat: কলকাতা-সহ দেশের একাধিক বিমানবন্দরে বোমা রয়েছে বলে হুমকি মেইল, জোরদার করা হল নিরাপত্তা

কলকাতা: কলকাতা বিমানবন্দরে হুমকি মেইল পাঠানোর অভিযোগ উঠল। মঙ্গলবার কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হুমকি মেল পাঠানো হয়। সেই মেলে লেখা ছিল, কলকাতা বিমানবন্দরে নাক প্রচুর বিস্ফোরণ মজুত রয়েছে, সেগুলি শীঘ্রই ফাটবে। এই হুমকি দিয়ে মেইল পাঠানো হয়েছে কলকাতা বিমানবন্দরে। হুমকি মেইল পাওয়ার পরেই তৎপর হয়েছেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। কোনও রকম বিপদ যাতে না ঘটে সেই জন্য তল্লাশি করছেন তাঁরা।

আরও পড়ুন: সন্ত্রাসের অভিযোগ না থাকলে সেখান থেকে বাহিনী প্রত্যাহার করা হোক, স্কুল থেকে বাহিনী সরানো নিয়ে মামলায় মত হাই কোর্টের

তবে শুধু কলকাতা বিমানবন্দরই নয়, মঙ্গলবার হুমিক মেইল এসেছে পটনা এবং ভাদোদরা বিমানবন্দরেও। হুমকি মেইল পাওয়ার পরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে পটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে। পটনা বিমানবন্দরের ডিরেক্টর দুপুর ১টা ১০ নাগাদ একটি হুমকি মেইল পান, যেখানে লেখা ছিল বিমানবন্দরে বোমা রয়েছে, মেইল পাওয়ার পরেই জোরদার করা হয় নিরাপত্তা।

সকালে বিমানবন্দরে বোমা রয়েছে এই সংক্রান্ত হুমকি মেইল গুজরাতের ভাদোদরা বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুলিশে যোগাযোগ করে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ায়। কে বা কারা এই মেইল পাঠিয়ে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে ভাদোদরার সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে।