মাঝ আকাশে হঠাৎ ইঞ্জিন বিকল, ১৫০ যাত্রী নিয়ে বিপদে বিমান! কলকাতায় জরুরি অবতরণ

Kolkata Airport: মাঝ আকাশে হঠাৎ ইঞ্জিন বিকল, প্রায় ১৫০ যাত্রী নিয়ে বিপদে বিমান! কলকাতায় জরুরি অবতরণ

কলকাতা: ফের বিমানে বিভ্রাট। মাঝ আকাশে বিকল হল প্লেনের ইঞ্জিন। কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দ‍্যেশ‍্যে রওনা দিয়েছিল একটি বিমান। গত শুক্রবার রাতে বিমানটি রওনা দেয় প্রায় ১৫০ জন যাত্রীকে নিয়ে। শেষমেশ কলকাতা বিমানবন্দরে জরুরী অবতরণ করে বিমানটি।

সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার রাত ১০ টা নাগাদ প্রায় ১৫০ জন যাত্রীকে নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর উদ্দ‍্যেশ‍্যে রওনা দেয় বিমানটি। কিন্তু মাঝ আকাশে বিকল হয় বিমানের ইঞ্জিন। বিমানবন্দর ছেড়ে আকাশে ওঠার কিছুক্ষণের মধ‍্যেই পাইলট লক্ষ‍্য করেন বিমানের একটি ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না।

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাওয়ার কথা ভাবছেন! জেনে নিন পূর্ব রেলের স্পেশাল ট্রেন

ফলে উড়োজাহাজটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকল। যদিও যাত্রী এবং ক্রু-সহ সকলেই সুস্থ বলেই জানা গিয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তবে বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে বিমানটি।