দাউ দাউ করে জ্বলছে! কালো ধোঁওয়ায় ঢাকল ধাপার মাঠ, ঘটনাস্থলে ২০টি দমকল ইঞ্জিন, কীভাবে লাগল আগুন?

Kolkata Fire: দাউ দাউ করে জ্বলছে! কালো ধোঁওয়ায় ঢাকল ধাপার মাঠ, ঘটনাস্থলে ২০টি দমকল ইঞ্জিন, কীভাবে লাগল আগুন?

কলকাতা: ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। ধাপার মাঠপুকুর এলাকায় রাসায়নিক কারখানায় আগুন লাগে। সকাল ১১ টা নাগাদ আগুন লাগে বলেই সূত্রের খবর। কয়েক মিনিটের মধ‍্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ১১:২৫ নাগাদ দমকলের  কাছে আগুন লাগার খবর আসে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। কিন্তু কীভাবে লাগল এই আগুন?

সূত্র মারফত জানা গিয়েছে, মাঠপুকুরের মোবিল কারখানার গুদামে আগুন লাগে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের কারখানা হওয়া সত্ত্বেও নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না, কারখানা বন্ধ ছিল।

এলাকাটি ঘন জনবসতিপূর্ণ। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর বাড়িঘর। ফলে আগুন ছড়িয়ে পড়ার তীব্র সম্ভাবনা ছিল। তবে যথাযথ সময়ে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুুন: মোবাইল ফোনের নীচে এই ছোট্ট ছিদ্রটি কেন থাকে বলুন তো? মাইক্রোফোন নয় কিন্তু! ৯৯% লোকজনই জানেন না, কাজ জানলে মাথায় হাত পড়বে

ভয়াবহ আগুনে গোটা অঞ্চল সাদা ধোঁয়ায় ঢেকে যায়। প্রবল ধোঁয়ায় দৃশ্যমানতার অভাব লক্ষ্য করা যায়। সেইসঙ্গে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হওয়ার দরুন দমকল কর্মীদের আগুনের উৎসস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়।