SRH vs KKR preview : আজ সামনে হায়দারাবাদ, জয়ের রাস্তায় ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স

#মুম্বই: নববর্ষ ঘিরে বাংলা জুড়ে উৎসবের মেজাজ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এই উৎসব আরও রঙিন হতে পারে নাইটদের ব্যাট-বলের ঝলকে। সেই প্রত্যাশা নিয়েই বঙ্গবাসীর চোখ থাকবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লির বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে শুক্রবার আরব সাগরের তীরে ‘সূর্যাস্ত’ ঘটাতে মরিয়া শ্রেয়স ব্রিগেড।
পরিসংখ্যান বলছে, ২০২০ থেকে আজ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ।

আর সামগ্রিকভাবে ২১ বারের সাক্ষাৎকারে কলকাতার দলটি ১৪বার জয়ী হয়েছে। এবারও সেই ধারা বদলের সম্ভাবনা কম। গতবারের রানার্স নাইট রাইডার্স আইপিএলের পঞ্চদশ পর্বেও দারুণ শক্তিশালী। শুরুটা বেশ ভালোই হয়েছে ব্রেন্ডন ম্যাকালামের দলের। পাঁচটি খেলে কেকেআর জিতেছে তিনটিতে। আর চার ম্যাচের মধ্যে সানরাইজার্স পেয়েছে দু’টি জয়।

তবে খেলাটা যেহেতু ক্রিকেট, আর ফরম্যাট যখন টি-২০, তখন অনেক হিসেবই নিমেষে ওলট পালট হয়ে যেতে পারে। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছিল কেকেআর। সেই ধাক্কা রাসেলরা কতটা সামলে উঠতে পেরেছেন, সেটাই দেখার। তবে অ্যারন ফিনচের আগমনে নাইট শিবিরে দেখা যাচ্ছে খুশির হাওয়া। আসলে ওপেনার অজিঙ্কা রাহানে একেবারেই ছন্দে নেই। তাঁর জায়গায় একজন দক্ষ ওপেনার প্রয়োজন। সেক্ষেত্রে ফিনচ দুর্দান্ত বিকল্প।

তবে অজি তারকাকে খেলাতে হলে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন ঘটাতে হবে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। নিয়ম অনুযায়ী চার বিদেশি খেলানো যায় একটি ম্যাচে। আন্দ্রে রাসেল, সুনীল নারিনের বাদ পড়ার সম্ভাবনা কম, যদি কেউ চোট না পান। রইল বাকি প্যাট কামিন্স ও উইকেটরক্ষক স্যাম বিলিংস। তবে প্রথম ম্যাচে কামিন্সের অলরাউন্ডার পারফরম্যান্স দেখার পর কোচ ম্যাকালাম হয়তো তাঁকেই খেলাতে চাইবেন।

সেক্ষেত্রে বিলিংসেরই বাদ পড়ার সম্ভাবনা বেশি। তাহলে উইকেট কিপিং করবেন কে? শেল্ডন জ্যাকসনের পাশাপাশি রয়েছেন বাবা ইন্দ্রজিৎ। তবে জ্যাকসন যেহেতু একটা ম্যাচ খেলেছেন, তাই তাঁকেই দস্তানা হাতে উইকেটের পিছনে দেখা যেতে পারে। অজিঙ্কা রাহানে বাদ পড়লে ফিনচের সঙ্গে হয়তো ওপেন করবেন বেঙ্কটেশ আয়ার।

বাকিরা হলেন শ্রেয়স আয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল। যদি শেল্ডন জ্যাকসন খেলেন তাহলে তিনি ব্যাট করবেন মিডল অর্ডারে। রশিক সালামের বাদ পড়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটতে পারে রিঙ্কু সিংয়ের। বোলিং বিভাগ মোটামুটি একই থাকছে।

উমেশ যাদব, প্যাট কামিন্সের সঙ্গে দুই স্পিনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। হায়দরাবাদ অবশ্য সহজে ছেড়ে দেবে না। ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ছন্দ ফিরে পেয়েছেন। পর পর দু’টি ম্যাচ জেতায় মনোবল তুঙ্গে টম মুডির ছেলেদের।