কলকাতা Kolkata Metro: কালীঘাট মেট্রোর ডিএন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কী করছেন ওই ব্যক্তি? CCTV ক্যামেরায় ভয়ঙ্কর দৃশ্য! তারপর? Gallery October 31, 2024 Bangla Digital Desk কালীঘাট মেট্রো স্টেশনে এক ভয়ঙ্কর ঘটনা আটকালেন মেট্রো রেলের কর্মীরা। লাইভ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করার সময়, কালীঘাট মেট্রো স্টেশনের মেট্রো কর্মীরা প্রায় ৭৫ বছর বয়সী একজন যাত্রীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। সকাল প্রায় ১০.৫০-এ স্টেশনের ডিএন প্ল্যাটফর্মে একটি মেট্রো ধরার জন্য অপেক্ষা করছেন এক ব্যক্তি। (প্রতীকী ছবি) তাঁর সন্দেহজনক উদ্দেশ্য টের পেয়ে মেট্রোর কর্মীরা এবং কর্তব্যরত RPF কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান যেখানে বয়স্ক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করতে চলেছেন। (প্রতীকী ছবি) তাঁরা তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে তিনি আত্মহত্যা করতে স্টেশনে এসেছিল বলে স্বীকার করে নেন। (প্রতীকী ছবি) মেট্রো কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় শ্রী দেবব্রত সেন শর্মা, ট্রাফিক সুপারভাইজার, টি. ভূনিয়া, ট্রাফিক ইন্সপেক্টর, শিও ক্র. রায়, পয়েন্টস ম্যান বি, শ্রী বরুন দাস, কমার্শিয়াল পোর্টার, শ্রী সাম্বু দাস, কমার্শিয়াল পোর্টার এবং শ্রী বিপ্লব মণ্ডল, কমার্শিয়াল পোর্টার, কালী পূজা এবং দীপাবলির শুভ দিনে একটি মূল্যবান জীবন রক্ষা করা হয়েছে। (প্রতীকী ছবি) পুরো ঘটনা সম্পর্কে অফিসার-ইন-চার্জকে জানানোর পরেই স্টেশন সুপারিনটেনডেন্ট কালীঘাট থানার সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশ আধিকারিকরা কালীঘাট মেট্রো স্টেশনে আসেন। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়। (প্রতীকী ছবি)