চতুর্থী (০৭.১০.২৪), পঞ্চমী (০৮.১০.২৪), এবং ষষ্ঠী (০৯.১০.২৪)-তে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৮৮টি রেক চলবে। সকাল ৬:৫০ মিনিটে চলবে প্রথম মেট্রো। শেষ মেট্রো চলবে রাত ১০:৪০ মিনিটে।

Kolkata Metro: দুর্গাপুজোর কার্নিভালের দিন মিলবে বিশেষ মেট্রো পরিষেবা, জেনে নিন সময়সূচি

শেষ লগ্নে উপস্থিত দুর্গাপুজো। তবে শহর কলকাতায় তারপরও থেকে যাবে উৎসবের রেশ। এরপরই যে আয়োজিত হবে পুজোর কার্নিভাল। রাজ্য সরকারের আয়োজিত শোভাযাত্রায় অংশ নেবে শহরের বিশেষ বিশেষ পুজোগুলি। আর সেই কার্নিভালে বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো রেল। ১৫ অক্টোবর মঙ্গলবার হতে চলেছে এবছরের দুর্গাপুজোর কার্নিভাল। যার জন্য মেট্রো ব্লু লাইনে, অর্থাৎ উত্তর-দক্ষিণ করিডোরে মিলবে বিশেষ পরিষেবা। ওইদিন মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো। ২৩৪টির পরিবর্তে ২৫২টি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা।