মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের। বুধবারের‌‌ মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ। মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরে ও বুধবার উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৫৫ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল থাকবে। প্রতীকী ছবি।

IMD Bengal Weather Update: ঘূর্নাবর্ত প্লাস নিম্নচাপ…সামনে ভয়াবহ পরিস্থিতির সতর্কতা! দক্ষিণের জেলায় ঝেপে বৃষ্টি!

মা দুর্গা জলে যাওয়ার পরই আবার আবহাওয়ার পরির্বতন। রাত পোহালেই আবার নিম্নচাপ কড়া নাড়ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে আরও একবার বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
মা দুর্গা জলে যাওয়ার পরই আবার আবহাওয়ার পরির্বতন। রাত পোহালেই আবার নিম্নচাপ কড়া নাড়ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে আরও একবার বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
নিম্নচাপের ফলে সতর্কতা জারি করা হয়েছে উপকূল এলাকা গুলিতে। জেলা পুরুলিয়াতেও তার প্রভাব রয়েছে। বৃষ্টিতে অনেকটা ক্ষয় ক্ষতির মুখে আগেও পড়েছেন জেলাবাসী। তাই বিপত্তির আশঙ্কা করছেন জেলার মানুষেরা।
নিম্নচাপের ফলে সতর্কতা জারি করা হয়েছে উপকূল এলাকা গুলিতে। জেলা পুরুলিয়াতেও তার প্রভাব রয়েছে। বৃষ্টিতে অনেকটা ক্ষয় ক্ষতির মুখে আগেও পড়েছেন জেলাবাসী। তাই বিপত্তির আশঙ্কা করছেন জেলার মানুষেরা।
এইদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সুত্রে। এইদিন ভারী বৃষ্টির কোনওসম্ভাবনা নেই।
এইদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সুত্রে। এইদিন ভারী বৃষ্টির কোনওসম্ভাবনা নেই।
পুজোতে কম বেশি বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা। তারপরে আবার নিম্নচাপ। তবে নিম্নচাপের প্রভাব খুব বেশি না পড়লেও, একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুজোতে কম বেশি বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা। তারপরে আবার নিম্নচাপ। তবে নিম্নচাপের প্রভাব খুব বেশি না পড়লেও, একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া ,হুগলি , উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা , পূর্ব পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম সহ দক্ষিণের একাধিক জেলাতেই ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া ,হুগলি , উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা , পূর্ব পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম সহ দক্ষিণের একাধিক জেলাতেই ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী এক থেকে দু-দিন দিনভর বৃষ্টির প্রবল সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু-দিনের মধ্যেই বঙ্গ ছেড়ে বিদায় নিচ্ছে বৃষ্টি। আপাতত উত্তরবঙ্গে আকাশ থাকছে পরিষ্কার।
এইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী এক থেকে দু-দিন দিনভর বৃষ্টির প্রবল সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু-দিনের মধ্যেই বঙ্গ ছেড়ে বিদায় নিচ্ছে বৃষ্টি। আপাতত উত্তরবঙ্গে আকাশ থাকছে পরিষ্কার।
কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। উত্তরের পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আপাতত পুরোপুরি স্বস্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গ।
কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। উত্তরের পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আপাতত পুরোপুরি স্বস্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গ।

 ‌

শমিষ্ঠা ব্যানার্জি