ভোটের ১০ দিন আগেই

Kolkata News: কলকাতায় উদ্ধার লক্ষ লক্ষ টাকা! ভোটের ১০ দিন আগেই শহর জুড়ে নাকা তল্লাশিতে তৎপর লালবাজার

কলকাতা: রাতের কলকাতায় উদ্ধার লক্ষ লক্ষ টাকা৷ জোড়া বাগান থানার সামনে নাকা তল্লাশি চলার সময় এই টাকা উদ্ধার হয়৷ ভোটের সময় শহরকে নিরাপদে রাখতে বদ্ধপরিকর লালবাজার। শহরের উত্তর থেকে মধ্য, কিংবা দক্ষিণে চালানো হচ্ছে বিশেষ নাকা তল্লাশি।

এবার এই নাকা তল্লাশিতেই প্রায় ৮লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জোড়া বাগান থানা এলাকায়। গতকাল সন্ধ্যে সাড়ে সাতটার সময় সোদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন হাওড়ার মাছ ব্যবসায়ী।

আরও পড়ুন: ‘সত্যি সামনে এসেছে…’ বসিরহাটের সভা থেকে সন্দেশখালি নিয়ে বিরাট ঘোষণা মমতার

জানা যায় ওই ব্যবসায়ীর গাড়ি আটকানো হয় জোড়া বাগান থানার সামনে। সেই সময় ওই ব্যবসায়ীর সঙ্গে ছিল লক্ষ লক্ষ টাকা। এমনটাই দাবি করছে লালবাজার। যদিও ওই মাছ ব্যবসায়ীর তরফে জানানো হয়েছে প্রত্যেকদিন এই নগদ টাকা তাদের ব্যবসায়িক কাজেই লাগে।

নির্বাচনী আচরণ বিধি চালু হতেই রাজ্য জুড়ে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে লালবাজার। ইতিমধ্যেই গাড়ি থামিয়ে চেকিং শুরু করে দিয়েছে পুলিশ। আর তারই মাঝে সোমবার রাতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত হল লক্ষ লক্ষ টাকা। তবে শহরজুড়ে তল্লাশি চলছে চরম তৎপরতায়।