যুযুধান

Kunal Ghosh: ‘সারারাত ঘুমায়নি’, কল্যাণ চৌবেকে নিয়ে ফের বিস্ফোরক কুণাল ঘোষ! সরগরম মানিকতলা

কলকাতা: ভোটের দিন সকালেও মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার সকালে কুণাল ঘোষ বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে কটাক্ষ করে বলেন, ”কল্যাণ চৌবে যেন খালি পেটে না থাকে। আজ যেন বেশি করে জল খায়। হারবে সবাই জানে। কিন্তু শরীরটা দেখে রাখুক। চোখ মুখের অবস্থা দেখেছেন, কালি পড়ে গেছে চোখের তলায়। সারারাত ঘুম হয়নি।”

এরপরই কুণালের সংযোজন, ”আমি গতকাল যে অডিও ক্লিপ দিয়েছি, তার পরে ওর দলের শীর্ষ নেতৃত্বর কেউ ওর পাশে দাঁড়াইনি। ও আবার মানুষের পাশে কি দাঁড়িয়ে থাকবে!”

আরও পড়ুন: বড় মনের পরিচয় দ্রাবিড়ের, ফেরালেন বোর্ডের ২.৫ কোটি, নেবেন সাপোর্ট স্টাফের সমান বোনাস

ভোটের হার নিয়েও কুণাল বলেন, ”কিছু জায়গায় ভোট কম পড়েছে। সংগঠকদের সবাই ময়দানে নেমে পড়েছেন। বিকেলের মধ্যে শতাংশ ঠিক হয়ে যাবে। হারের ভয়ে নানা কথা বলে চলেছেন বিজেপি প্রার্থী। উপনির্বাচনে ভোট কম পড়ে। কিন্তু সুপ্তি পান্ডে বিপুল ভোটে জিতবেন।”

এদিকে, বাগদার বিজেপি প্রার্থীর আক্রান্তের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। অবিলম্বে ফোর্স পাঠানোর নির্দেশ কমিশনের। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট চাইল কমিশন। অবিলম্বে এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ কমিশনের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে। প্রয়োজনে আরও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ কমিশনের।