শিয়ালদহ নিয়ে পাল্টা আসরে তৃণমূল

Kunal Ghosh: ‘শ্যামাপ্রসাদ কেন, বিবেকানন্দর নামে করা হোক’, শিয়ালদহ স্টেশনের নাম বদল নিয়ে পাল্টা আসরে তৃণমূল

কলকাতা: শিয়ালদহ থেকে বুধবার একাধিক রেল প্রকল্পে উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর সেখান থেকেই আরও একবার উঠল শিয়ালদহ স্টেশনের নাম বদলের দাবিও। সেই প্রস্তাব দিলেন স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এদিন শিয়ালদহ স্টেশনের অনুষ্ঠান থেকেই রেলমন্ত্রীর সামনেই শমীক বলেন, ”শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হোক শিয়ালদহ স্টেশনের।” এরপরই পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল দাবি তুলল, শ্যামাপ্রসাদ কেন, বিবেকানন্দর নামে করা হোক শিয়ালদহ স্টেশনের নাম।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”সব কিছুর একটা ইতিহাস আছে। বিভিন্ন জায়গায় নাম বদল করে রাজনীতি করছে বিজেপি। এখানেও সেটা করার চেষ্টা হচ্ছে। শিয়ালদহ স্টেশন স্বামী বিবেকানন্দের নামে করুন। যদি নাম বদল করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের নামে করুন।”

আরও পড়ুন: ফের সেই আরজি কর, আবার নিশানায় মহিলা চিকিৎসক! ভোররাতে যা ঘটে গেল হাসপাতালে…

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের সবথেকে ব্যস্ততম স্টেশনের মধ্যে একটি হল শহর কলকাতার শিয়ালদহ রেলওয়ে স্টেশন। এই স্টেশন সেই ব্রিটিশ আমল থেকেই যাত্রীদের এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার সুবিধা করে দিচ্ছে। বর্তমানে শিয়ালদহ থেকে মেট্রো পর্যন্ত চলে, যা সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা দেয়।

সেই শিয়ালদহ স্টেশনের নাম আগেই বদলের দাবি উঠেছিল। বিভিন্ন সংগঠনের তরফে সেই দাবি করা হয়েছিল। এবার স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদ সেই দাবি তুললেন। পাল্টা তা নিয়ে আসরে নামল তৃণমূলও।

একই সঙ্গে বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একাধিক রেল প্রকল্প উদ্বোধন নিয়েও কটাক্ষ করেছে তৃণমূল। কুণাল ঘোষের কথায়, ”রেলমন্ত্রী বিভ্রান্ত করছেন। বাংলায় যা যা প্রকল্প, তা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তাকে ড্রাই করে দিয়েছেন ওঁরা। আপনারা আগে রেলের নিরাপত্তা দিন। আর বাংলার সেই সব প্রকল্প শেষ করুন। রাজনৈতিক ভাবে নাক গলাবেন পরে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসাবে যা করেছিলেন, সেই কাজগুলি শেষ করুন।”