ফ্রান্সের `নতুন নেপোলিয়ন’ হতে চান এমব্যাপে ! ইংল্যান্ডকে হারানোর প্রতিজ্ঞা ফরাসি তারকার

#দোহা: ইংল্যান্ড বনাম ফ্রান্স শতবর্ষ ব্যাপী যুদ্ধ শুরু হয় ১৩৩৭ সালে। ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড অবৈধ ভাবে ফ্রান্সের সিংহাসন দাবি করলে এই যুদ্ধ শুরু হয়। এটি ছিল ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে দীর্ঘকালীন যুদ্ধ। প্রথমে ইংল্যান্ড জয় পেলেও পরে ঘুরে দাঁড়ায় ফরাসিরা। জোয়ান অফ আর্ক এবং পরে নেপোলিয়নের হাতে পরাস্ত হয় ইংলিশরা।

ফরাসি শিবিরে অবশেষে স্বস্তির খবর। অনুশীলন করেছেন কিলিয়ান এমবাপে। বুধবার পূর্ণ দমে তাকে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে। শনিবার ইংল্যান্ডের বিপক্ষ গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ ফ্রান্সের। পোল্যান্ড ম্যাচ খেলে দু’দিন বিশ্রামের পর ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতিতে বুধবারই প্রথম প্র্যাকটিসে নেমেছিলেন ফরাসি ফুটবলাররা।

আরও পড়ুন – বাংলাদেশের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে দ্রুততম ডবল সেঞ্চুরি করে রেকর্ড ঈশান কিষানের

কোয়ার্টারের আগে অনুশীলনে এমবাপের মতো তারকা নেই- এই খবর ছড়িয়ে পড়তেই দোহায় দলের প্র্যাকটিস দেখতে আসা ফরাসি সমর্থকদের মধ্যে মারাত্মক চাঞ্চল্য ছড়ায়। ফরাসি শিবির থেকে শুধু এটুকুই জানা যাচ্ছে, বিশ্বকাপের প্রস্তুতির শুরুর মুহূর্তে কয়েকদিন গোড়ালিতে ব্যান্ডেজ বেঁধে এমবাপেকে প্র্যাকটিস করতে দেখা গেলেও এরপর আর চোট ভোগায়নি ফরাসি তারকাকে।

যদিও বুধবার প্র্যাকটিস শুরুর আগে মাঠের ভেতর ফ্রান্স কোচ দিদিয়ের দেশম এবং দলীয় চিকিৎককে অনেকক্ষণ আলোচনা করতে দেখা গেছে। আর তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। পুরোনো চোট কি জেগে উঠল? তবে কিলিয়ান অনুশীলনে যোগ দেওয়ার কারণে মনে সাহস বেড়ে গিয়েছে ফরাসি দলের।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে মাঝে একটা দিন হোটেলেই সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তারকা ফুটবলার। গান শুনেছেন, নেপোলিয়নের বই পড়েছেন। এবার ইংলিশ চ্যালেঞ্জের জন্য সম্পূর্ণ তৈরি ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমব্যাপে।