Tag Archives: Kylian Mbappé

Lionel Messi: ৩৭-এও অটুট সাম্রাজ্য-একাধিপত্ব! এমবাপ্পে-হালান্ডকে হারিয়ে ফিফার বর্ষসেরা মেসি

লন্ডন: ফের একবার সেরার সেরা মেসি। ২০২২ সালের পর ২০২৩ সালেও ফিফার সেরা প্লেয়ারের শিরোপা জিতলেন আর্জেন্টাইন মহাতারকা। ৩৭ বছর বয়সে এসেও এখনও পাল্লা দিয়ে লড়ে যাচ্ছেন তরুণ প্রজন্মের তাককাদের সঙ্গে। বুঝিয়ে দিলেন তাঁর সাম্রাজ্য-একাধিপত্ব এখনও অটুট। ভোটের বিচারে দুই প্রতিদ্বন্দ্বি কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডকে পিছনে ফেলা ?ফিফা দ্য বেস্ট? হলেন লিও মেসি।

লন্ডনে সোমবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ উপলক্ষ্যে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো মেসিকে হারিয়ে সেরার শিরোপা উঠবে আরলিং হালান্ডের মাথায়। অবশ্য দুই প্রজন্মের দুই সেরা ফুটবলারের মধ্য়ে ভোটিংয়ের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াইও হয়। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা।

পুরস্কারের জন্য ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। ছেলেদের ‘দ্য বেস্ট’ বেছে নিতে ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও বিশ্বব্যাপী ভক্তরা। মেসি এবং হালান্ড দুজনেই ৪৮ পয়েন্ট পেয়েছেন ভোটে। কিন্তু জাতীয় দলের অধিনায়কদের ভোটে সেরা মনোনীত হন মেসি। যদিও এদিন লন্ডনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মেসি। তাঁর হয়ে অ্যাওয়ার্ড নেন থিয়েরি অঁরি।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: শুভমান গিল ও হার্দিক পান্ডিয়া বাদ টি-২০ বিশ্বকাপ থেকে? কারা নেবে সেই জায়গা!

এছাড়া মেয়েদের ফুটবলের বর্ষসেরা হয়েছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতি। ছেলেদের ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার ওঠে পেপ গুয়ার্দিওলার হাতে। মহিলাদের বিভাগে ‘দ্য বেস্ট’ কোচ হন সারিনা ভাইগমান। পুরুষদের বিভাগে ‘দ্য বেস্ট’ গোলকিপার হন এডারসন। মহিলাদের সেরা গোলকিপার হন মেরি আর্পস। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল। সেরা গোলের জন্য পুসকাস পুরস্কার জেতেন গিলের্মে মাদুরগা।

`মেসির অপেক্ষায় আছি আমি’! আর্জেন্টাইন তারকার সঙ্গে ঝামেলা নেই দাবি এমবাপের

#প্যারিস: বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার জয়োৎসবের অন্যতম উপলক্ষ ছিলেন কিলিয়ান এমবাপ্পে। একাধিকবার তাঁকে নিয়ে হাসিঠাট্টায় মেতেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবং তার সতীর্থ খেলোয়াড়রা। ফাইনালের পর ড্রেসিং রুমে এমবাপ্পের জন্য এক মিনিটের নীরবতা’র পর বুয়েনস এইরেসে ফিরে ‘পুতুল এমবাপ্পে’ নিয়েও মজা করেছিলেন আর্জেন্টাইন খেলোয়াড়রা।

এমনকি একই দলের হয়ে খেললেও মেসিও মজেছিলেন এই আনন্দে। দৃষ্টিকটু সেই উদ্‌যাপনে আপত্তি জানিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে চিঠিও পাঠিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন । ক্ষোভ প্রকাশ করেছেন ফরাসি ক্রীড়ামন্ত্রীও। তবে এমবাপ্পে এ বিষয়ে মাথা ঘামাতে রাজি নন বরং উদ্‌যাপন নিয়ে আলাপে সময় নষ্ট মনে করেন তিনি, উদ্‌যাপন নিয়ে আমার সমস্যা নেই।

আরও পড়ুন – পাকিস্তানের কাছে পিছিয়ে পড়েই অধিনায়ক থেকে নির্বাচক বদলেছে ভারত! বিস্ফোরক রামিজ

এসব নিরর্থক বিষয়ে সময় নষ্টের মানে হয় না। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ক্লাবের জন্য নিজের সেরাটা দেওয়া।’তবে ফাইনালে সেই হার যে মন থেকে মুছে ফেলতে পারবেন না, সেটা জানিয়ে দিয়েছেন এমবাপে। বলেছেন, মনে হয় না এত সহজে ওই স্মৃতির থেকে মুক্তি পাব। কখনওই হয়তো সেটা সম্ভব হবে না। তবু ক্লাবের হয়ে খেলার জন্য ফিরে এসেছি।

১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে হারের তিন দিন পরই পিএসজির অনুশীলনে ফিরেছিলেন এমবাপ্পে। এত দ্রুত ফিরে আসার মাধ্যমে কী বার্তা দিতে চেয়েছিলেন জিজ্ঞেস করা হলে ফরাসি ফরোয়ার্ডের জবাব, ‘সাধারণ বার্তা। জাতীয় দলের সঙ্গে কী হয়েছে, সেটার সঙ্গে ক্লাবের সম্পর্ক নেই। পিএসজি আলাদা সত্ত্বা।

এখানে সম্ভাব্য সব ট্রফি ফিরিয়ে আনতে আমি বদ্ধপরিকর।’বিশ্বকাপ ফাইনালের ১০ দিন পর স্ত্রাসবুর্গ ম্যাচ দিয়ে লিগ ওয়ানর লড়াই শুরু করে দিয়েছেন এমবাপ্পে। খেলেছেন বিশ্বকাপ থেকে ফিরে আসা পিএসজির খেলোয়াড় নেইমার, মারকিনিওসরা।তবে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এখনো পিএসজিতে ফেরেননি। কাতার থেকে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় গেছেন।

এর পর ক্রিসমাসের ছুটি কাটিয়ে আরও কিছুদিন থেকে যাচ্ছেন রোসারিওতে। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানিয়েছেন, নতুন বছরের প্রথম সপ্তাহে ক্লাবে যোগ দেবেন মেসি।এমবাপ্পেও বললেন, তিনি ও তাঁর দল মেসির অপেক্ষায়, আমরা লিওর ফেরার অপেক্ষায় আছি। একসঙ্গে জেতা শুরু করব, আবার গোল করব।

ম্যাচের পর মেসির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল এমবাপেকে।তার কথায় ম্যাচ শেষ হওয়ার পর মেসিকে শুভেচ্ছা জানিয়েছিলাম। সারা জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেল। আমার কাছেও সুযোগ ছিল। কিন্তু আমি ব্যর্থ হয়েছি।

‘নেইমারকে রাখলে পিএসজি ছেড়ে দেব’ ক্লাবের মালিককে খোলা শর্ত দিলেন এমবাপে

#প্যারিস: তিনি ফুটবল বিশ্বের আগামী দিনের সবচেয়ে বড় তারকা হতে চলেছেন সন্দেহ নেই। গতি, শক্তি এবং স্কিল – তিনটে জিনিসের অদ্ভুত সংমিশ্রণ আছে তার খেলায়। কিন্তু কিলিয়ান এমবাপে কিছুটা ইগো সমস্যায় ভুগছেন। ক্রমশ খেলার থেকে নিজেকে বড় ভাবতে আরম্ভ করেছেন। বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি। বর্তমানে আর্জেন্তিনাতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন লিও মেসি।

জানা গিয়েছে, ৩ জানুয়ারি ক্লাবের অনুশীলনে যোগ দেবেন আর্জেন্তাইন মহাতারকা। সেক্ষেত্রে স্ট্রসবার্গ ও লেনসের বিরুদ্ধে তাঁকে ছাড়াই দল সাজাতে হচ্ছে কোচ ক্রিস্টোফে গালতিয়েরকে। ১১ জানুয়ারি ঘরের মাঠে অ্যাঞ্জার্সের বিরুদ্ধে পিএসজি’র জার্সিতে মাঠে নামতে দেখা যেতে পারে বাঁ পায়ের জাদুকরকে।

আরও পড়ুন- শ্রীলঙ্কা সিরিজে ভারতের অধিনায়ক হার্দিক, ডেপুটি সূর্য কুমার! দলে এলেন মুকেশ

এদিকে, ‘লুসেইল ব্যর্থতা’ ঝেড়ে ফেলে ক্লাব ফুটবলে পুরোপুরি মনোনিবেশ করেছেন কিলিয়ান এমবাপে। পিএসজি অনুশীলনেও বেশ চনমনে দেখাচ্ছে এই ফরাসি তারকাকে। তবে সূত্রের খবর, পার্ক দ্য প্রিন্সেসে তাঁর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। ইতিমধ্যেই ক্লাবের কর্ণধার নাসের আল খেলাফিকে বেশ কিছু শর্ত দিয়েছেন এমবাপে।

প্রথমটা শুনলে চমকে উঠবেন। কোনও রাখঢাক না রেখেই তিনি বলেছেন, ‘নেইমারকে দল ছাড়তে হবে।’ ব্রাজিলিয়ান তারকা ফুটবলারটির সঙ্গে ক্রমশ দূরত্ব বেড়েছে তাঁর। অনুশীলনেও একে অপরের সঙ্গে সেভাবে কথা বলছেন না। বিশেষজ্ঞদের ধারণা, মেসি-নেইমারের বন্ধুত্বই নাকি এমবাপের অস্বস্তির কারণ।

তাই নেইমারকে তাড়িয়ে মেসির গুরুত্ব খর্ব করতে চাইছেন তিনি। একইসঙ্গে পিএসজি কোচের পদে জিদানকে চাইছেন ফরাসি তারকা। তবে এমবাপের ‘আবদার’ কর্তৃপক্ষ কতটা মানবেন তা নিয়ে সংশয় রয়েছে। আপাতত বৃহস্পতিবার স্ট্রসবার্গের বিরুদ্ধে জেতাই লক্ষ্য কোচ ক্রিস্টোফে গালতিয়েরের।

তবে পিএসজি ক্লাবের মালিক ফরাসি তারকা এমবাপেকে বুঝিয়ে দিয়েছেন তার কথায় ক্লাস চলবে না। তিনি প্রয়োজন হলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দল ছাড়তে পারেন। মেসি এবং নেইমারকে ছাড়বে না পিএসজি। এখন দেখার ক্লাবের মালিক নাসির আল খেলাফির এই কথা এমবাপে মেনে নেন, নাকি দল পরিবর্তন করেন।

পরবর্তী ফরাসি অধিনায়কের দৌড়ে এগিয়ে এমবাপে, ক্লাবের অনুশীলনে যোগ দিলেন নায়ক

#প্যারিস: ২৩ বছর বয়সে, তিনি যা অর্জন করেছেন, লিওনেল মেসিও সেটা করতে পারেননি ওই বয়সে। কিন্তু ভেসে যেতে রাজি নন কিলিয়ান এমবাপে। বরং মাটিতেই পা রাখতে চান। বিশ্বকাপ ফাইনালে হারের রেশ এখনও কাটেনি। দুরন্ত হ্যাটট্রিক সত্ত্বেও ফ্রান্সকে খেতাব দিতে না পারার হতাশা এখনও রয়েছে কিলিয়ান এমবাপের।

মঙ্গলবার ২৪তম জন্মদিনও কাটল নিতান্তই সাদামাটাভাবে। বুধবারই পিএসজি’র অনুশীলনে ফিরলেন তিনি। বুধবার পিএসজি’র পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও একাধিক ছবি পোস্ট করা হয়। দেখা যাচ্ছে, মাঠে ঢোকার সময় তাঁর হাসি ম্লান। কোচ ক্রিস্তোফে গালতিয়েরের সঙ্গে কথা বলার সময় অবশ্য এমবাপের হতাশা কিছুটা কাটে।

অনেকেই মনে করেছিলেন যে, বিশ্বকাপ ফাইনালের পর ১০দিন ছুটি কাটিয়ে পিএসজি’তে যোগ দেবেন তিনি। কিন্তু মাত্র তিনদিনের মধ্যেই প্যারিসে গা ঘামাতে নেমে পরে এমবাপে পেশাদারিত্বের প্রমাণ দিলেন। আগামী ২৮ ডিসেম্বর লিগের ম্যাচে স্ট্রসবার্গের বিরুদ্ধে শুরু থেকে মাঠে নামতে পারেন ফরাসি উইঙ্গার। গত রবিবার মহা ম্যাচে প্রথমার্ধে দু’গোলে পিছিয়ে পড়েও এমবাপের জোড়া লক্ষ্যভেদ ফ্রান্সকে কাঙ্ক্ষিত অক্সিজেন এনে দেয়।

এর নেপথ্যে ছিল বিরতিতে তাঁর পেপটক। ড্রেসিং-রুমে তাঁর ভোকাল টনিকেই দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ান বাকিরা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে। এমবাপেকে বলতে শোনা যাচ্ছে, বিশ্বকাপ ফাইনাল। জীবনে এই সুযোগ বারবার আসে না। যে কোনও মূল্যে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের মধ্যে সেই যোগ্যতা রয়েছে। শুধু প্রয়োজন মাঠে নেমে লড়াই করা। এস বন্ধুরা, কাঁধে কাঁধ মিলিয়ে আর্জেন্তিনাকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিই।

এমবাপের কথায় অনুপ্রাণিত হন কোম্যান-চুয়োমানিরা। এদিকে, ফ্রান্সের পরবর্তী অধিনায়ক হিসেবে ভেসে আসছে এমবাপের নাম। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, ২০২৪ ইউরো কাপের আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন হুগো লরিস। সেক্ষেত্রে পরবর্তী ক্যাপ্টেন হিসেবে ফরাসি উইঙ্গারই দৌড়ে এগিয়ে। এমবাপেই যে বিশ্ব ফুটবলের পরবর্তী শাসক এ বিষয়ে সন্দেহ নেই কোনও।

হার-জিতের অনেক উপরে এই ছবি, বিশ্বকাপে দুই বন্ধুর ভালবাসার মুহূর্ত ভাইরাল

#দোহা: হার-জিতের অনেক উপরে থাকবে এমন ছবি। এই একখানা ছবি বুঝিয়ে দেয়, বিশ্বকাপে আসল হল স্পোর্টসম্যান স্পিরিট। আর এমন দারুণ একখানা ছবির সৌজন্যে কিলিয়ান এমবাপে ও আসরাফ হাকিমি।

প্রিয় বন্ধু আশরাফ হাকিমির সঙ্গে ম্যাচ শেষে জার্সি বদল করে গেলেন এমবাপে। এবার বিশ্বকাপে তাঁকেই কালো ঘোড়া বলছেন বেশিরভাগ মানুষ। তিনি ও তাঁর দল ফ্রান্স যা খেলছে তাতে এমন কথা বলার পিছনে যুক্তিও রয়েছে। এমবাপের ফ্রান্স এবার লড়বে মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে। তবে তার আগে হাকিমি ও এমবাপের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন- মরক্কো মিরাকেল শেষ করে ফের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স! অপেক্ষায় আর্জেন্টিনা

মরক্কোকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট পাকা করেছে ফ্রান্স। সেমিতে মরক্কোকে ২ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচ শেষে হাকিমির সঙ্গে জার্সি বদল করেন এমবাপে। তাঁদের দুজনের কয়েক মাস আগের একটি ইন্টারভিউ-এর ভিডিও ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে এমবাপে বলেছিলেন, বিশ্বকাপে ফ্রান্স-মরক্কোর দেখা হবে। আমর মরক্কোকে হারাবে ফ্রান্স। বাস্তবে হলও তাই।

হার-জিতের জন্য তাঁদের মধ্যে বন্ধুত্বে ফাটল ধরেনি। দুজনেই দুজনের প্রতি সম্মান ও ভালবাসা প্রদর্শন করে গেলেন।

এমবাপে জড়িয়ে ধরেন বন্ধুকে। সান্ত্বনা দেন। মাঠের ভেতর নিচু স্বরে কথাও বলেছেন পিএসজির দুই সতীর্থ। হাকিমিও ক্লাবের সতীর্থের সঙ্গে সৌহার্দ বিনিময় করেন। প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) গত বছর যোগ দেওয়ার পর থেকে এমবাপের সঙ্গেই সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হাকিমি।

আরও পড়ুন- মারাদোনার পর পেলেকেও ধরে ফেললেন মেসি, বিশ্বকাপে একের পর এক কীর্তি লিওর

প্রিয় বন্ধুকে ভালবেসে পেঙ্গুইন ডাকেন এমবাপে। লিগ ম্যাচে গোল করে পেঙ্গুইনের ভঙ্গিতে উদযাপনও করেছেন তিনি। তাঁদের এই বন্ধুত্ব কাতার বিশ্বকাপে নিদর্শন হয়ে থাকল।

‘এমবাপে তোমায় পকেটে রাখব সেমি ফাইনালে’! ফরাসি তারকাকে হুমকি মরক্কোর সুপারম্যান হাকিমির

#দোহা: মরক্কো দলটি নিয়ে বিশ্বকাপের আগে যতবার আলোচনা হয়েছে, ততবার এসেছে আশরাফ হাকিমির নাম। হাকিমি দলটির সবচেয়ে বড় তারকা। চাইলে তিনি স্পেনের হয়েও খেলতে পারতেন। কারণ তার জন্ম মাদ্রিদে। অর্থ, খ্যাতির অভাব নেই। এত প্রতিপত্তি সত্ত্বেও শেকড় ভুলতে পারেননি বলেই জন্মস্থান স্পেন ছেড়ে জাতীয় দলে মরক্কোর জার্সি গায়ে চড়িয়েছেন।

মা লোকের বাড়ি কাজ করেছেন। বাবা ছিলেন হকার। সংগ্রামের ছোটবেলা ফুটবলার হওয়ার স্বপ্ন কেড়ে নিতে পারেনি হাকিমির। টুইটারে এমবাপেকে ট্যাগ করে হাকিমি লিখেছেন, তোমার সঙ্গে দেখা হচ্ছে বন্ধু। পাল্টা তার জবাবও দিয়েছেন এমবাপে। কিছু লেখেননি। শুধু তিনটি ভালবাসার ইমোজি দিয়েছেন। এমবাপে সাধারণত ফ্রান্সের বাঁ প্রান্ত ধরে খেলেন। অন্য দিকে মরক্কোর রাইট ব্যাক হাকিমি।

আরও পড়ুন – রোনাল্ডোর জন্য অনুশোচনা নেই! ‘যা করেছি বেশ করেছি’ বললেন পর্তুগাল কোচ সান্তোস

অর্থাৎ, তাঁর কাঁধেই দায়িত্ব থাকবে এমবাপেকে আটকানোর। খেলার আগেই তাই এমবাপেকে বার্তা দিয়ে রাখলেন হাকিমি। ক্লাবে একসঙ্গে খেলেন তাঁরা। কিন্তু বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষ। এক জন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। দ্বিতীয় জন মরক্কোর আশরফ হাকিমি। সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবেন তাঁরা।

হাকিমির কাঁধেই থাকবে এমবাপেকে রোখার দায়িত্ব। এ বারের বিশ্বকাপের চমক মরক্কো। বিশ্বকাপে পড়েছিল ক্রোয়েশিয়া, বেলজিয়ামের গ্রুপে। কেউ আশা করেনি, গ্রুপ পর্ব টপকাতে পারবে তারা। এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেনি তারা। গোটা প্রতিযোগিতায় গোল খেয়েছে মাত্র ১টি। তাও আত্মঘাতী।

রোনাল্ডোর পর্তুগালকে বিদায় করার পর এবার তাদের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অ্যাটলাস লায়ন্সরা ভয় পেতে রাজি নয়। তাদের হারানোর কিছু নেই। সবটাই পাওয়ার আছে। তাই বিশ্বের দ্রুততম ফুটবলার এমবাপেকে পকেটে রাখার হুমকি দিয়ে রাখলেন মরক্কোর সুপারম্যান হাকিমি। হাকিমি মনে করেন তাদের ওপর কোনও চাপ নেই। সব চাপ ফ্রান্সের। শক্তিতে অনেক এগিয়ে লে ব্লু রা। কিন্তু বিনা যুদ্ধে হার মানতে নারাজ মরক্কো।

ফ্রান্সের `নতুন নেপোলিয়ন’ হতে চান এমব্যাপে ! ইংল্যান্ডকে হারানোর প্রতিজ্ঞা ফরাসি তারকার

#দোহা: ইংল্যান্ড বনাম ফ্রান্স শতবর্ষ ব্যাপী যুদ্ধ শুরু হয় ১৩৩৭ সালে। ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড অবৈধ ভাবে ফ্রান্সের সিংহাসন দাবি করলে এই যুদ্ধ শুরু হয়। এটি ছিল ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে দীর্ঘকালীন যুদ্ধ। প্রথমে ইংল্যান্ড জয় পেলেও পরে ঘুরে দাঁড়ায় ফরাসিরা। জোয়ান অফ আর্ক এবং পরে নেপোলিয়নের হাতে পরাস্ত হয় ইংলিশরা।

ফরাসি শিবিরে অবশেষে স্বস্তির খবর। অনুশীলন করেছেন কিলিয়ান এমবাপে। বুধবার পূর্ণ দমে তাকে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে। শনিবার ইংল্যান্ডের বিপক্ষ গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ ফ্রান্সের। পোল্যান্ড ম্যাচ খেলে দু’দিন বিশ্রামের পর ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতিতে বুধবারই প্রথম প্র্যাকটিসে নেমেছিলেন ফরাসি ফুটবলাররা।

আরও পড়ুন – বাংলাদেশের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে দ্রুততম ডবল সেঞ্চুরি করে রেকর্ড ঈশান কিষানের

কোয়ার্টারের আগে অনুশীলনে এমবাপের মতো তারকা নেই- এই খবর ছড়িয়ে পড়তেই দোহায় দলের প্র্যাকটিস দেখতে আসা ফরাসি সমর্থকদের মধ্যে মারাত্মক চাঞ্চল্য ছড়ায়। ফরাসি শিবির থেকে শুধু এটুকুই জানা যাচ্ছে, বিশ্বকাপের প্রস্তুতির শুরুর মুহূর্তে কয়েকদিন গোড়ালিতে ব্যান্ডেজ বেঁধে এমবাপেকে প্র্যাকটিস করতে দেখা গেলেও এরপর আর চোট ভোগায়নি ফরাসি তারকাকে।

যদিও বুধবার প্র্যাকটিস শুরুর আগে মাঠের ভেতর ফ্রান্স কোচ দিদিয়ের দেশম এবং দলীয় চিকিৎককে অনেকক্ষণ আলোচনা করতে দেখা গেছে। আর তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। পুরোনো চোট কি জেগে উঠল? তবে কিলিয়ান অনুশীলনে যোগ দেওয়ার কারণে মনে সাহস বেড়ে গিয়েছে ফরাসি দলের।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে মাঝে একটা দিন হোটেলেই সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তারকা ফুটবলার। গান শুনেছেন, নেপোলিয়নের বই পড়েছেন। এবার ইংলিশ চ্যালেঞ্জের জন্য সম্পূর্ণ তৈরি ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমব্যাপে।