মেসিকে এত ভাল ব্যবহার করতে পারেননি কোনও কোচ! স্কালোনির বুদ্ধিকে সম্মান ভালদানো, কেমপেসদের

#দোহা: আলেজান্দ্র সাবেলা এই পৃথিবীতে আর নেই। চলে গিয়েছেন এক বছর আগে। কিন্তু তিনি রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন এই স্মৃতি লোকের মনে আছে। তারপর লিওনেল স্কালোনিকে যখন দায়িত্ব দিয়েছিল আর্জেন্টিনা, অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন ম্যানেজার দেখিয়ে দিয়েছেন সঠিক বুদ্ধি এবং পরিকল্পনা নিয়ে চললে সাফল্য পাওয়া সম্ভব।

বছরখানেক আগে ২৮ বছর পর প্রথমবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তারপর ইতালিকে হারিয়ে ফাইনালেসিমা জেতে আর্জেন্টিনা। ইতিহাসে প্রথমবার টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকে আর্জেন্টিনা। সেই রেকর্ড এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদির কাছে হেরে ভেঙে যায়। কিন্তু তারপর অসাধারণ কাম ব্যাক করে নীল সাদা জার্সিধারীরা।

আরও পড়ুন – ফ্রান্সের `নতুন নেপোলিয়ন’ হতে চান এমব্যাপে ! ইংল্যান্ডকে হারানোর প্রতিজ্ঞা ফরাসি তারকার

মেসির নেতৃত্বে ডি মারিয়া থেকে আলভারেজ, মার্টিনেজ, মলিনা, ম্যাক অ্যালিস্টার অসাধারণ ফুটবল খেলেন। মেক্সিকো, পোল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। দলের এমন ধারাবাহিক লড়াইয়ের পেছনে কোচ লিওনেল স্কলোনির প্রশংসা করেছেন ভালদানো এবং মারিও কেমপেসের মতো প্রাক্তন ফুটবলাররা।

আগের কোনও ম্যানেজার এভাবে মেসির সেরাটা বের করে আনতে পারেননি। আর্জেন্টিনাকে একটা দল হয়ে উঠতেও ছাপ রাখতে পারেননি। সেটা করে দেখিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনার জার্সিতে ফুটবলার হিসেবে এমন কিছু ছিলেন না। যাবতীয় সাফল্য স্পেনের না লা করুণা ক্লাবে। সেই মানুষটা লো প্রোফাইল বায়োডাটা নিয়ে এভাবে আর্জেন্টিনা এবং মেসিকে এক সূত্রে গেঁথে ফেলবেন কে ভেবেছিল?

নিখুঁত গেম রিডিং, সঙ্গে দুর্দান্ত ম্যান ম্যানেজমেন্ট তার অন্যতম শক্তি। যেভাবে অভিজ্ঞতা এবং তারুণ্য মিশিয়ে কাতারে দল বাছাই করেছেন তার প্রশংসা করতেই হয়। সবচেয়ে বড় কথা সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হেরে গিয়ে যখন গেল গেল রব চারিদিকে, তখন বেশি কথা বলেননি স্কালোনি।

ফুটবলারদের আত্মবিশ্বাস দিয়ে গিয়েছেন, বালিতে রোদ্দুরের মধ্যে অনুশীলন করিয়েছেন। তার সুফল এখন দেখা যাচ্ছে। ভালদানো বলছেন এমন ম্যানেজার বহুদিন আসেনি আর্জেন্টিনায়। আগে প্রতিবছর আমাদের ম্যানেজার পরিবর্তন হত। ফুটবল কর্তারা সেই বদভ্যাস থেকে বের হতে পেরেছেন,
স্কালোনিকে সময় দিয়েছেন এটাই বড় ব্যাপার।

যে ফুটবলারদের নিয়েছেন, অল্প সুযোগে প্রত্যেকে নিজেদের প্রমাণ করেছেন বিশ্বকাপে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে যেমন পাওয়া যাবে না আকুনা এবং মন্টিএলকে। তবে এই নিয়ে ভয় পেতে রাজি নন মেসিদের ম্যানেজার। প্ল্যান বি রয়েছে তার হাতে।

তিনি জানেন একটা লিওনেল মেসি নামক জিনিয়াস রয়েছে তার হাতে। বাকিদের শুধু তাকে সাপোর্ট করে যেতে হবে। তাহলেই হয়তো ৩৬ বছর পর মেক্সিকোর ইতিহাস ফিরে আসতে পারে কাতারের মাটিতে।