লক্ষ্মীপুজো পুরুলিয়া

Purulia News : ৯৩-বছর ধরে ধুমধামের সঙ্গে লক্ষ্মীপুজো পালিত হয় ঝালদায়

পুরুলিয়া : দুর্গাপুজো সম্পূর্ণ হতে না হতেই ধনদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা বঙ্গ। জেলা পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে লক্ষ্মী পুজোর প্রচলন থাকলেও। ‌ তিনদিন ব্যাপী লক্ষ্মীপুজো হয় একমাত্র পুরুলিয়ার ঝালদায়। ১৯৩২ সাল থেকে এই পুজোর সূচনা হয়। এলাকার প্রবীর নাগরিকদের হাত ধরে সূচনা হয়েছিল এই পুজোর।

পায়ে পায়ে ৯৩-টা বছর পার করেছে ঝালদা আনন্দবাজার তরুণ দল লক্ষ্মীপুজো কমিটি। তিন দিনব্যাপী এই পুজোয় চলে নাচ , গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যকূট সহ একাধিক অনুষ্ঠান। দীর্ঘ ৯৩-টা বছর ধরে ঐতিহ্যবাহী পুজো চলে আসছে। এলাকার মানুষের মধ্যে এই পুজোকে ঘিরে আবেগ উৎসাহ থাকে চোখে পড়ার মত। বহু ভক্তের সমাগম হয় এই পুজোয়। অপরূপ সাজে সেজে ওঠে এই মন্দির প্রাঙ্গণ। কাতারে কাতারে মানুষের ঢল নামে।

আরও পড়ুন : কেদার-বদ্রীর মাটি দিয়ে তৈরি ধনদেবী, রয়েছে মন্দাকিনীর জল, জানেন কোথায়?

এ বিষয়ে মন্দির কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে , ঝালদা শহরের একমাত্র বড় পুজো এটি। ‌বহু মানুষের উৎসাহ উদ্দীপনা এ পুজোকে ঘিরে থাকে চোখে পড়ার মত। সময়ের সঙ্গে , সঙ্গে এই পুজোর জৌলুস বাড়ছে। এই তিন দিন গোটা ঝালদার মানুষ আনন্দ উৎসবের মেতে ওঠে। ঝালদার বিভিন্ন এলাকা থেকে ‌ ব্রতীরা উপস্থিত এই মন্দিরে পুজো দিতে আসেন।

আরও পড়ুন : ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে পুরুলিয়ার ধনলক্ষ্মী , কি বলছেন শিল্পীরা!

তিন দিনব্যাপী একপ্রকার উৎসবের চেহারা নয় এ পুজো মন্ডপ। ‌ আগে প্যান্ডেল করে এখানে পুজো হতো বর্তমানে মন্দির তৈরি হয়েছে। প্রতিবারই ভক্তদের জন্য একাধিক আয়োজন থাকে এই মন্দিরে। ‌সারটা বছর ঝালদাবাসী এই চারটে দিনের অপেক্ষায় থাকেন। এই পুজোকে ঘিরে একেবারে সাজো সাজো রব থাকে ঝালদায়।

শর্মিষ্ঠা ব্যানার্জি