বাংলায় তৃণমূলের চমকপ্রদ ফল

Lakshmir Bhandar : ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ম্যাজিক চমকে দিল! বিরাট বাজিমাত তৃণমূলের! BJPর ‘ইস্যু’ শুনল না বাংলা

কলকাতা: কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ‘সবুজ’ ভীড়। বাংলায় তৃণমূলের চমকপ্রদ ফল লোকসভা ভোটে। বার্তা একটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছে বাংলা। এক্সিট পোলের একের পর এক ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে বাংলায় ফের সবুজ ঝড়। ২০১৯-এর থেকেও বড় জয় পেতে চলেছে ঘাসফুল শিবির।

২০২৪ এর ভোটে তৃণমূলের বিরুদ্ধে যে ইস্যুগুলো বড় হয়ে উঠেছিল তার মধ্যে রয়েছে শিক্ষা দুর্নীতি, সন্দেশখালির মতো ইস্যু। কিন্তু সেই সব ফ্যাক্টরকে ফ্যাকাসে করে দিয়েছে কিন্তু কোন অঙ্কে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ভোটের ফলাফল পশ্চিমবঙ্গে ২৯ আসনে এগিয়ে তৃণমূল। বিজেপির দখলে যেতে পারে ১২টি আসন। কংগ্রেস ১ টি আসনে জিততে পারে।

আরও পড়ুন: চ্যালেঞ্জ মিলিয়ে দিলেন…! ডায়মন্ড হারবারে ৬ লক্ষাধিক ভোটে এগিয়ে অভিষেক! রেকর্ড জয় শুধু সময়ের অপেক্ষা

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মূলত লক্ষ্মীর ভাণ্ডার ফ্যাক্টর সরাসরি তৃণমূলের পক্ষে গিয়েছে। ভোটের ঠিক আগেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকার পরিমাণ দ্বিগুন করে বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তপশিলি জাতি উপজাতির মহিলাদের ক্ষেত্রে এই পরিমাণ ১২০০। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের সুফল পেয়েছে তৃণমূল। মহিলা ভোট ব্যাঙ্ক ভরেছে আর তারই প্রতিফলন ঘটেছে ফলাফলে।

উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমাঞ্চলে বিজেপির কাছ থেকে অন্তত আটটি আসন ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর এখানেই রাজনৈতিক মহলের ব্যাখ্যায় পশ্চিমবঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করেছে মমতার লক্ষ্মীর ভাণ্ডার।

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কোনও প্রতিফলন দেখা গেল না নির্বাচনের ফলাফলে। বিজেপির সংখ্যা প্রায় অর্ধেকে নেমে যাওয়ায়, রাজ্যে বিজেপির গেরুয়া ঝড় তোলা স্বপ্ন অধরাই গেল ২০২৪-এ।