১০ দিন আগে সেবকের ১০ নং জাতীয় সড়কে নতুন করে ধস নামে। ধসের জেরে ব্যহত হয় যান চলাচল। শিলিগুড়ির সঙ্গে কালিম্পং এবং সিকিমের সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ সেবক। (প্রতীকী ছবি)

North Bengal: দোলে পাহাড়ে যাওয়ার টিকিট? পাহাড়ে নামল ধস! বাংলা-সিকিম রাস্তায় ব্যাহত যান চলাচল

*ফের ধস পাহাড়ি পথে। বৃষ্টির জেরে বিপর্যয় উত্তরবঙ্গে। বাংলা-সিকিম লাইফ লাইনে ধস। বড় বড় পাথর অনবরত পড়ছে ১০ নং জাতীয় সড়কে। ঝুঁকি এড়াতে ঘুরপথে যান চলাচলের নির্দেশিকা কালিম্পং জেলা পুলিশের। প্রতিবেদন ও ছবিঃ পার্থপ্রতিম সরকার। 
*ফের ধস পাহাড়ি পথে। বৃষ্টির জেরে বিপর্যয় উত্তরবঙ্গে। বাংলা-সিকিম লাইফ লাইনে ধস। বড় বড় পাথর অনবরত পড়ছে ১০ নং জাতীয় সড়কে। ঝুঁকি এড়াতে ঘুরপথে যান চলাচলের নির্দেশিকা কালিম্পং জেলা পুলিশের। প্রতিবেদন ও ছবিঃ পার্থপ্রতিম সরকার।
*শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও সিকিমের গাড়ি চলাচল করছে সেবক-গরুবাথান-লাভা রুটে। অন্যদিকে, কালিম্পং এবং সিকিম থেকে শিলিগুড়িমুখী যান চলাচল করছে ২৭ মাইল-সামথার রুটে।
*শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও সিকিমের গাড়ি চলাচল করছে সেবক-গরুবাথান-লাভা রুটে। অন্যদিকে, কালিম্পং এবং সিকিম থেকে শিলিগুড়িমুখী যান চলাচল করছে ২৭ মাইল-সামথার রুটে।
*আবহাওয়ার খামখেয়ালিপনায় উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে মঙ্গলবার ১৯ মার্চ থেকে, বৃষ্টি হওয়ার কথা ২৩ মার্চ পর্যন্ত। তার মধ্যেই এ দিনের ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল। 
*আবহাওয়ার খামখেয়ালিপনায় উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে মঙ্গলবার ১৯ মার্চ থেকে, বৃষ্টি হওয়ার কথা ২৩ মার্চ পর্যন্ত। তার মধ্যেই এ দিনের ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল।
*সূত্রের খবর, লিকুভির ধসপ্রবণ এলাকা। বছরে অন্তত ১০-১২ বার ধস নামে। এ বারেও বৃষ্টিতে এই এলাকায় ধস নামায় চিন্তায় প্রশাসন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পূর্ত দফতরের পদস্থ কর্তারা।
*সূত্রের খবর, লিকুভির ধসপ্রবণ এলাকা। বছরে অন্তত ১০-১২ বার ধস নামে। এ বারেও বৃষ্টিতে এই এলাকায় ধস নামায় চিন্তায় প্রশাসন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পূর্ত দফতরের পদস্থ কর্তারা।
*হাতে মাত্র আর কয়েকটা দিন। শুক্রবার অফিস হয়ে গেলেই শনি, রবি, সোম এবং মঙ্গল, চারদিন দোলের ছুটি। সেই ছুটিতে পাহাড়ে পাড়ি দেবেন ভ্রমণপ্রিয় বাঙালি। সেই সময়ে এই ধস নামায় চিন্তায় পর্যটকরা।
*হাতে মাত্র আর কয়েকটা দিন। শুক্রবার অফিস হয়ে গেলেই শনি, রবি, সোম এবং মঙ্গল, চারদিন দোলের ছুটি। সেই ছুটিতে পাহাড়ে পাড়ি দেবেন ভ্রমণপ্রিয় বাঙালি। সেই সময়ে এই ধস নামায় চিন্তায় পর্যটকরা।