দক্ষিণ ২৪ পরগনা: বড় গাড়ি প্রবেশ করতে পারে না গ্রামে, যার জেরে অসুবিধায় পড়েছেন রাধাকৃষ্ণনগরে বাসিন্দারা। রাস্তা খারাপ থাকায় এই সমস্যা সৃষ্টি হয়েছে সেখানে। গ্রামবাসীরদের অভিযোগ গ্রামের একটি মাত্র রাস্তা ইটের তাও খুবই সরু। ফলে কোনো কিছুই নিয়ে যাওয়া যায়না সেখান থেকে। সমস্যার কথা সমস্ত জায়গায় জানিয়েও কোনো কাজ হয়নি। রাধাকৃষ্ণনগরের মোড় থেকে লক্ষ্মীমোড় প্রায় ১ কিলোমিটার রাস্তাটি বছর পঁচিশ আগে তৈরি হয়েছিল। বর্তমানে সেই রাস্তা চলার অযোগ্য হয়ে উঠেছে।
আরও পড়ুন: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব! ছোট্ট ছুটিতে একবার পৌঁছে যান, মাত্রা ছাড়াবে রোম্যান্স
এই এলাকায় দুটি স্কুল রয়েছে, রয়েছে উপ-স্বাস্থ্য কেন্দ্র। তবু কেন এই রাস্তা সারানো হয়নি তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে স্কুলের ছাত্র-ছাত্রীরা। ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনার মধ্যে পড়ে তারা। বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের খুবই অসুবিধা হয়। এ নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য যমুনা বারিক জানা জানিয়েছেন, সমস্যার কথা সব জায়গায় জানানো হয়েছে। তিনি নতুন সদস্য,ফলে সময় লাগছে। এই গ্রামে রাস্তা ও নলকূপ করার কথা জানিয়েছেন তিনি। এখন কবে এই সমস্যার সমাধান হয় সেদিকে তাকিয়ে সকলে।
নবাব মল্লিক