লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা

Left Candidate List: কাটল না ‘সমঝোতার’ জট! রবিবারও কথামতো ‘পূর্ণাঙ্গ’ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না বামেরা

কলকাতা: কথা ছিল রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করার। কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে উঠল না। শুক্রবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন আসন্ন লোকসভা নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ রবিবারই করা হবে বামেদের তরফ থেকে। কিন্তু আসন নিয়ে জট অব্যাহত থাকার জন্যই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি বলেই সূত্রের খবর।

শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য জরুরি বৈঠকে বসে রাজ্য বামফ্রন্ট। কিন্তু সেদিন কোনরকম মীমাংসা না হওয়াতে মাত্র দুজনেরই নাম ঘোষণা করা সম্ভব হয়। শুক্রবারই সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ঘোষণা করেন আগামী পরশুদিন প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য প্রয়োজন ছাড়ানো মীমাংসা করার জন্য শনিবার ফরোয়ার্ড ব্লকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু সেই বৈঠক কার্যত ভেস্তে যায় বলেই সূত্রের খবর। কেন? শনিবার প্রথম দফার নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল কিন্তু কোচবিহারে যেখানে আগে থেকেই বামফ্রন্ট ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে সেখানে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী দিয়ে দেওয়া হয়।

মনোনয়ন প্রত্যাহারের জন্য বামফ্রন্টের তরফ থেকে কংগ্রেস নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করা হয়নি। যদিও কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে এটাকে পদ্ধতিগত ত্রুটি বলা হয়েছে। তা অবশ্য কোনভাবেই মানতে নারাজ বামফ্রন্টের শরীক ফরওয়ার্ড ব্লক। তাই পুরুলিয়া আসনটি কংগ্রেস চাইলেও তা ছাড়তে আগ্রহ প্রকাশ করেনি ফরওয়ার্ড ব্লক। এমনকি এই আসন নিয়ে কোনওরকম আলোচনায় যেতে চাইনি ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। আগামিকাল সোমবার ফের আলোচনায় বসবে বাম নেতৃত্ব। সেখানে যদি কোনও ফয়সলা হয় তবেই তারা প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে।