লেবু চাষ

Profitable Business Idea: ছোট্ট হলেও গুণে ঠাসা! ছাদে বা একফালি জমিতে এই ফল চাষ করেই মালামাল হতেন পারেন রাতারাতি

রঞ্জন চন্দ, ঝাড়গ্রাম: অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যগুণে ভরপুর লেবু। চিকিৎসকেরা কিংবা পুষ্টিবিদেরা লেবু খাওয়ার পরামর্শ দেন প্রত্যেককে। শরীরের নানা রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি। কিন্তু জানেন কি এই লেবু চাষ করে মালামাল হতে পারবেন আপনিও? একবার গাছ লাগালে অন্ততপক্ষে ১০ বছর বেশ আয় হবে আপনার। ভুলে যাবেন অন্যান্য চাষ। বাড়তি বেশ লাভ জুটবে আপনার পকেটে। তাই ঘরের সামান্য চাষযোগ্য জমি থাকলে একবার চাষ করে দেখতেই পারেন লেবুর।

বাড়ির পাশে সামান্য জায়গাতে বিজ্ঞানসম্মত উপায়ে লেবুর চাষ করেছেন এক ব্যক্তি। পাতিলেবুর পাশাপাশি দু একটা গন্ধরাজ লেবুরও গাছ লাগিয়েছেন তিনি। প্রথমবার সামান্য খরচ করে চারাগাছ লাগানোর পর বার্ষিক সামান্য পরিচর্যায় বেশ লাভ জুটছে এই পাতিলেবুর চাষ করে। ধান চাষ কিংবা সবজি চাষের তুলনায় অত্যন্ত লাভজনক। একদিকে যেমন পরিচর্যা কম তেমনই ভাল ফল মিলছে এই লেবু চাষ করে।

আরও পড়ুন : সবুজায়নে অভিনব প্রয়াস! ‘অসুস্থ গাছেদের’ চিকিৎসা পরিষেবা দিতে তৈরি হচ্ছে অ্যাম্বুল্যান্স

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের জুনশোলা গ্রামের বাসিন্দা অমৃত কুমার পাল। বাড়ির পাশে মোট তিন ডেসিমেল জায়গাতে তিনি লাগিয়েছেন ৩২ টি লেবু গাছ। জানা গিয়েছে, ৩২ টি লেবু গাছ কিনতে তাঁর খরচ হয়েছে মোট ৩২০০ টাকা এবং সেই গাছ লাগানো, সার কিংবা পরিচর্যায় আরও খরচ হয়েছে প্রায় ৮০০ টাকা। স্বাভাবিকভাবে তার এই গাছ লাগাতে মোট খরচ ৪ হাজার টাকা। কিন্তু মরশুমে তিনি তিনবার ফসল তুলছেন লাগানো ৩২ টি লেবু গাছ থেকে। যা থেকে একটি সিজনের তার আয় হচ্ছে প্রায় ১০,০০০ টাকা।

বিক্রিরও কোনও চিন্তা থাকছে না এই পাতিলেবুর। বাড়ি থেকে এসে পাইকারি দরে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিটি লেবু তাঁরা ২ টাকা দরে  কিনছেন।বাজারে বেশ চাহিদাও রয়েছে লেবুর। ধান চাষ কিংবা অন্যান্য চাষের তুলনায় বেশ লাভজনক এই চাষ। একবার লাগালে এবং বার্ষিক সামান্য পরিচর্যাতেই মালামাল হতে পারবেন আপনিও।