আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার বিচ চা বাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের দেহ। বন দফতর সূত্রে জানা যায় লেপার্ডটি অসুস্থ ছিল। এদিন কালচিনি ব্লকের বিচ চা বাগানের আউট ডিভিশনের তিন নম্বর সেকশনে কাজ করার সময় বাগানের শ্রমিকরা নিকাশি নালায় চিতাবাঘটিকে দেখেন।
ভয়ে তারা কাজ ছেড়ে পালাতে শুরু করেন। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও লেপার্ডটিকে সেই জায়গায় দেখলে সন্দেহ হয় বাগান শ্রমিকদের। তারা খবর দেন জলদাপাড়া বনবিভাগের নীলপাড়া রেঞ্জ-এর কর্মীদের।
আরও পড়ুন; এই দেবতার পুজো না দিয়ে গ্রামে করা যায় না কোনও কোনও মাঙ্গলিক অনুষ্ঠান
এই রেঞ্জ দফতরের অফিসার বাবু দাস জানান, \”প্রথম প্রথম তো নড়াচড়া করছিল লেপার্ডটি। তবে পরবর্তীতে সেটি সেখানেই মারা যায়। উদ্ধার করা হয়েছে দেহ।”
আরও পড়ুন: কাঠামো পুজোর মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু উত্তরবঙ্গের বিখ্যাত বোল্লা রক্ষা কালীর
শ্রমিকদের তরফে জানা গিয়েছে এই লেপার্ডটি ঘুরে বেরচ্ছিলদীর্ঘদিন ধরে এলাকায়। হয়তলেপার্ডটি অসুস্থ ছিল বলে অনুমান বন দফতরের।
অনন্যা দে