Tag Archives: Leopard Attack

Leopard Attack: লেপার্ডের আতঙ্কে অঘোষিত বন্ধ স্কুলে! পড়ুয়াদের বেরতে দিচ্ছেন না অভিভাবকেরা, ভিডিও

লেপার্ডের আতঙ্কে অঘোষিত বনধ চলছে ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ অঞ্চলের চাঁদনিকুড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ে। পড়ুয়াদের স্কুলে যেতে দিচ্ছেন না অভিভাবকরা।

Protect Your Child: লেপার্ডের টার্গেট শিশুরা! কীভাবে বাঁচাবেন আপনার শিশুকে জানুন

আলিপুরদুয়ার: লেপার্ডের হানা বেড়ে চলেছে দিন প্রতিদিন। গবাদি পশু তো রয়েছে, বর্তমানে লেপার্ড আক্রমণ করছে শিশুদের। লেপার্ড-এর আক্রমন রুখতে রাত জাগছেন কালচিনি ও ফালাকাটা এলাকার মানুষেরা।

বর্তমানে ফালাকাটা ও কালচিনি ব্লকে বেড়েছে লেপার্ডের হানা।নিজেদের শিশু গবাদি পশুকে রক্ষা করতে রাত জেগে পাহাড়া দিচ্ছে বন্ধ দলসিংপাড়া চা বাগানের শ্রমিকরা। ফালাকাটাতেও দেখা যাচ্ছে এক পরিস্থিতি।কালচিনির সাঁতালি এলাকাতেও সন্ধ্যে হলে শিশুদের বাইরে বের হতে দেওয়া হয় না।

দুই ব্লকের বাসিন্দাদের কথায়, প্রায় প্রতিনিয়ত সন্ধ্যা হতেই চা বাগান এলাকাগুলিতে শ্রমিক মহল্লায় লেপার্ড প্রবেশ করছে। এলাকার বাসিন্দাদের ছাগল, বাছুর সহ গবাদি পশু টেনে নিয়ে যাচ্ছে। বাসিন্দারা জানান, প্রায় আট মাস থেকে চলছে সমস্যা।এখন শিশুদের ওপর আক্রমণ করছে লেপার্ড। এখনও ওবধি এলাকা থেকে বহু মানুষের ছাগল, বাছুর টেনে নিয়ে গিয়েছে লেপার্ড।

আরও পড়ুন – Success Story: জীবন কাটে সংশোধনাগারে, সেখান থেকেই পিএইচডি! বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিলেন অর্ণব দাম

এনিয়ে বনদফতরের কাছে শীঘ্র এলাকায় খাঁচা বাসিয়ে লেপার্ডকে খাঁচাবন্দী করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। দলসিংপাড়া বাগানটি নীল পাড়া রেঞ্জ-এর অন্তর্গত। বাগানে খাঁচা বসানো হয়েছে। এদিকে বাজি পটকা দেওয়া হয়েছে বাসিন্দাদের। এদিকে হ্যামিলটনগঞ্জ রেঞ্জ-এর তরফে আধিকারিক অঙ্কন নন্দী জানিয়েছেন, শিশুদের উচ্চতা কম হওয়ায় তাদের ওপর বেশি হানা দেয় লেপার্ড।বন দফতরের তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবুও সজাগ থাকতে হবে অভিভাবকদের।বিকেল থেকেই ঘরে আটকে রাখতে হবে শিশুদের।
Annanya Dey

Alipurduar News: গবাদি পশু টার্গেট! প্রতি রাতেই হানা দিচ্ছে ‘ওরা’! তারপর…

আলিপুরদুয়ার: অব্যাহত লেপার্ডের তান্ডব, লেপার্ডের তান্ডবে জীবিকা নিয়ে সংশয়ে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের পূর্ব সাতালির বাসিন্দারা। গতকাল গভীর রাতে ফের লেপার্ড টেনে নিয়ে ‌যায় দুটি গৃহপালিত পশু। অভিযোগ, প্রায় একমাসেরও বেশি সময় ধরে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে লেপার্ড।

লোকালয়ে হানা দিয়ে প্রায় প্রতিনিয়ত বাসিন্দাদের গবাদি পশু নিয়ে যাচ্ছে। ফলে জীবিকা নিয়ে সংশয়ে পড়েছেন বাসিন্দারা। কেননা এই এলাকার বাসিন্দাদের প্রধান জীবিকাই প্রায় প্রতিনিয়ত গবাদি পশু নিয়ে যাচ্ছে লেপার্ড। রবিবার গভীর রাতেও এলাকার বাসিন্দা সামদেন লামার বাড়িতে হানা দিয়ে তার গবাদি পশু নিয়ে যায় লেপার্ড।

আরও পড়ুন: পৃথিবীকে শুদ্ধ রাখার শপথ, বিশেষ তিথিতে পুজোর আয়োজন বৌদ্ধ স্তূপে

ফলে বন্যপ্রাণীর এরূপ তান্ডবে জীবিকা নিয়ে সংশয়ে পূর্ব সাতালির বাসিন্দারা। পাশাপাশি, লেপার্ডটিকে খাঁচাবন্দি করতে বনদফতরের তরফে একাধিকবার খাঁচা বসালেও এখনও খাঁচাবন্দি হয়নি লেপার্ড। যার কারণে এখনও আতংকে রয়েছেন এলাকাবাসীরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey

Leopard Panic: লোকালয়ে চিতাবাঘ! আতঙ্ক ছড়াতেই খাঁচা পাতল বন দফতর

জলপাইগুড়ি: আবারও চিতাবাঘের আতঙ্ক জেলায়। ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের কাশির ডাঙায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি বেশ গুরুতর হয়ে ওঠায় নড়েচড়ে বসতে হয়েছে বন দফতরকে।

ময়নাগুড়ির গ্রামবাসীদের দাবি, তাঁরা চিতাবাঘ দেখতে পেয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছে মানুষজন। পরিস্থিতির সামলাতে তৎপর হয়েছে প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে যান রামসাই ওয়াইল্ড লাইফের বনকর্মীরা। ময়নাগুড়ি থানার পক্ষ থেকে পুলিশ’ও গ্রামে গিয়েছিল। বনকর্মী ও পুলিশ আধিকারিকরা গ্রামবাসীদের সঙ্গে এই আতঙ্কের বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেন। তারপরই তাঁরা পদক্ষেপ করেন।

আর‌ও পড়ুন: দাঁড়িয়ে থাকা ডাম্পারে এসে সজোরে ধাক্কা, মাঝরাতে মৃত্যু চালক ও খালাসির

গ্রামবাসীদের কথামত চিতাবাঘ ধরতে এলাকায় বন দফতরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়। পাশাপাশি এলাকাবাসীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে বন দফতর। সেই সঙ্গে এলাকায় সতর্কবার্তা দিয়ে প্রচার শুরু করেছে বন দফতর। এদিকে এই ঘটনার পর চাষের জমিতে যেতে ভয় পাচ্ছেন এলাকার বহু কৃষক। সকলেই চাইছেন দ্রুত যেন বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ে চিতাবাঘটি।

সুরজিৎ দে

Leopard Attack: হাতির পর চিতাবাঘের হানায় জীবিকায় টান, চাষের পর লাটে উঠেছে পশুপালন

আলিপুরদুয়ার: প্রতিনিয়ত চিতাবাঘের হানায় আতঙ্কিত জঙ্গল সংলগ্ন গ্রামের বাসিন্দারা। হাসিমারায় প্রায় দিন‌ই এলাকায় হানা দিচ্ছে চিতাবাঘ। বাড়ি থেকে গবাদী পশু টেনে নিয়ে যাচ্ছে। পাশাপাশি খাবারের সন্ধানে গ্রামে হানা দেওয়া হাতির অত্যাচার তো আছেই। এর ফলে বাধ্য হয়ে এখানকার বহু মানুষ চাষবাস ছেড়ে দিয়েছেন। ফলে জীবিকা নিয়েই সঙ্কট দেখা দিয়েছে।

হাসিমারা দিয়ে যাওয়া যায় জলদাপাড়া, চিলাপাতার মত পর্যটন কেন্দ্রগুলিতে। এই হাসিমারা সংলগ্ন পূর্ব সাতালি গ্রামে চিতাবাঘের হানা প্রতিদিন বেড়েই চলেছে। এমনিতেই হাতির আক্রমণের জেরে এখানকার মানুষ চাষবাস ছেড়ে বিকল্প জীবিকার দিকে পা বাড়িয়েছিলেন। কিন্তু চিতাবাঘের তাণ্ডবে তাঁদের এবার রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছে। চিতাবাঘ এসে স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে গবাদি পশু তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এমনকি দিনের বেলাতেও এলাকায় দেখা মিলছে চিতাবাঘের। ফলে বাড়ির বাইরে পা রাখতেই ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। এলাকায় বিরাজ করছে আতঙ্কের পরিবেশ।

আরও পড়ুন: এই বুথের ভোটারদের আঙুলে দু’বার করে লাগল ভোটের কালি! কেন জানেন?

এই এলাকায় মানুষদের প্রধান জীবিকাই হল কৃষিকাজ ও পশুপালন। এর আগে হাতির হানায় কৃষিকাজ লাটে উঠেছিল এবার চিতাবাগের আক্রমণে পশুপালনের জীবিকাতেও সঙ্কট দেখা দিয়েছে। গত চার মাস ধরে এই সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। চিতাবাঘ নিয়মিত গ্রামে হানা দিলেও বনকর্মীদের দেখা পাওয়া যায় না বলে অভিযোগ। চিতাবাঘের আক্রমণ নিয়ে গ্রামবাসীদের বারবার অভিযোগ পেয়ে অবশেষে এলাকায় খাঁচা বসিয়েছে বন দফতর।

অনন্যা দে

Leopard Caged: সাত সকালেই স্বস্তির নিঃশ্বাস, ঘুম থেকে উঠেই খুশির খবর

জলপাইগুড়ি: ডুয়ার্সে ফের খাঁচা বন্দি চিতাবাঘ। গত কিছুদিন ধরে ত্রাস সৃষ্টি করার পর অবশেষে ধরা পড়ল চিতাবাঘটি। বেশ কিছুদিন ধরে ডুয়ার্সের মরাঘাট চা বাগানে চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করছিলেন চা শ্রমিকরা। চিতা বাঘের আক্রমণে দুদিন আগেও জখম হয়েছিল একজন শ্রমিক। আতঙ্ক ছড়িয়েছিল গোটা বাগান জুড়ে।

চিতাবাঘ ধরতে বাগানের তরফে বন দফতরের কাছে আবেদন করা হয়। প্রায় মাস খানেক আগে মরাঘাট চা বাগানের এনজি-৬ নম্বর সেকশনে খাঁচা পাতে বন দফতর। লম্বা প্রতীক্ষার পর অবশেষে এল সাফল্য।সোমবার ভোরে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। এদিন প্রথমে বাগানের শ্রমিকদের নজরে আসে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে।

আরও পড়ুন: পর্যটক টানতে বড় সিদ্ধান্ত এই পুরসভার, থাকবে বোটিং-এর ব্যবস্থা

চিতাবাঘটিকে খাঁচাবন্দি অবস্থায় দেখে শ্রমিকরাই বন দফতরে খবর দেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। তাঁরা চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যান। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এদিকে চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মরাঘাট চা বাগানের শ্রমিক পরিবারগুলি।

সুরজিৎ দে

Leopard: ঘুম ভেঙেই যদি এমন দৃশ্য দেখতে হয়…

জলপাইগুড়ি: খাঁচা বন্দি ওটা কী? সামনে সামনে গিয়ে দেখতেই অবাক হয়ে গেল সবাই। খাঁচায় ধরা পড়া ফুট ফুটে ওটা আসলে চিতাবাঘের শাবক! খানিক স্বস্তিই পেলেন এলাকাবাসীরা।

উত্তরবঙ্গের জঙ্গল লাগোয়া এলাকায় হাতি, চিতাবাঘ, বাইসনের মত বন্যপ্রাণীদের হামলার খবর হামেশাই পাওয়া যায়। জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসখালি মৌজার লোকালয়ে গত কয়েকদিন ধরেই একটি চিতাবাঘ দাপিয়ে বেড়াচ্ছিল। ফলে বেশ আতঙ্কেই দিন কাটাতে হচ্ছিল স্থানীয়দের। এমনকি এলাকা সংলগ্ন চা বাগান থেকে প্রতি নিয়ত ছাগল, গরুর মত গবাদি পশুদের উপর একের পর এক আঘাত নেমে আসছিল। ওই চিতাবাঘের আক্রমণে বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু‌ও হয়। এই নিয়ে স্থানীয়দের থেকে অভিযোগ পাওয়ার পর বনকর্মীরা কড়া নজর রাখতে শুরু করেন এই এলাকার উপর।

আর‌ও পড়ুন: ভোটের মধ্যেই দার্জিলিঙে পর্যটকদের ভিড়

অবশেষে বন কর্মীদের তৎপরতায় শুক্রবার সাত সকালে খাঁচাবন্দি হল এই চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসখালি মৌজায়। স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর, সোহেল রানারা জানান, কয়েকদিন ধরে এলাকার চা বাগান থেকে প্রতিনিয়ত ছাগল, গরু টেনে নিয়ে যাচ্ছিল এই চিতাবাঘটি। স্থানীয় বাসিন্দারা কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের সঙ্গে যোগাযোগ করলে বন দফতরের পক্ষ থেকে এলাকায় চিতাবাঘ ধরার খাঁচা পাতা হয়। অবশেষে দিন চারেক পর মিলল সাফল্য।

সুরজিৎ দে

Leopard Attack: যমে-মানুষে কয়েক মিনিটের টানাটানি! রুদ্ধশ্বাস লড়াই শেষে…

আলিপুরদুয়ার: কয়েক মিনিট ধরে চলল যমে-মানুষে লড়াই, থুড়ি বাঘে-মানুষের টানাটানি। একজন যখন প্রাণ বাঁচাতে মরণপণ লড়াই লড়ছেন তখন বাঘ মামা সেই প্রাণ নিতেই মরিয়া। তবে শেষ পর্যন্ত চিৎকার চেঁচামেচিতে গ্রামের সবাই বেরিয়ে আসায় হাতে পেয়েও শিকার ছেড়ে পালাতে হল চিতাবাঘ’কে। কালচিনির ঘটনা।

চিতাবাঘের হানায় প্রাণে বাঁচলেও মারাত্মক জখম হয়েছেন অভিষেক ওঁরাও নামে এক যুবক। প্রাণপণে লড়াই করে প্রাণে বেঁচে গেলেও ওই যুবকের মুখের এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে।

আর‌ও পড়ুন: চাই পর্যাপ্ত জল, ভোটে আর কী কী দাবি স্থানীয়দের?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সাইকেলে চেপে বেরিয়েছিলেন এলাকার যুবক অভিষেক ওঁরাও। সেই সময় আটিয়াবাড়ি চা বাগানের ভেতর থেকে একটি চিতাবাঘ এক লাফে বেরিয়ে এসে অভিষেককে আক্রমণ করে। তবে তাতে ঘাবড়ে না গিয়ে ওই যুবক প্রাণপণ লড়াই করতে থাকেন। কয়েক মিনিট চিতাবাঘের সঙ্গে লড়াই চলে। এরপর অভিষেকের চিৎকারে এলাকাবাসীরা বেরিয়ে এলে চিতাবাঘটি শিকার ফেলে পালিয়ে যায়। এই ঘটনায় অভিষেক মারাত্মকভাবে জখম হন।

স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। যদিও গোটা ঘটনায় রীতিমত আতঙ্ক বিহ্বল হয়ে পড়েছেন অভিষেক।

অনন্যা দে

Leopard Attack: মধ্যরাতে ঘরের বাইরে আর্তনাদ, ছড়িয়ে-ছিটিয়ে গবাদি পশুর দেহাংশ! মারাত্মক কাণ্ড বাগডোগরায়

শিলিগুড়ি: দিনে দুপুরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। চিতাবাঘের আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকাবাসীদের। এমনি ঘটনা উঠে এল বাগডোগড়ার ভুট্টা বাড়ি সংলগ্ন ডিগরা ভিটা এলাকায়।

বেশ কয়েকদিন ধরেই বাগডোগরার অদূরে ডিগরাভিটা ও আশপাশের গ্রামগুলিতে খোয়া যাচ্ছিল গবাদি পশু। গ্রামগুলিতে মাঝে মধ্যেই পাওয়া যাচ্ছিল গবাদি পশুর দেহাংশ। সম্প্রতি একটি চিতাবাঘ গ্রামের ভেতর ঢুকে একটি গরুর উপর হামলা চালায় এরপর মৃত্যু হয় সেই গরুটির। এখানেই শেষ নয়, প্রতিদিনই ওই গ্রামে দেখা মিলে চিতাবাঘের বলে দাবি গ্রামবাসীদের।

আরও পড়ুন: পেটের চর্বি ঝরাতে নাভিঃশ্বাস? এই ব্যায়াম না করলে কোনও লাভ হবে না, জানুন

গ্রামবাসীদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা হলেই গ্রামের লোকালয়ে ঢুকে পড়ে চিতাবাঘ। এর আগেও বহু গ্রামবাসীদের ছাগল গরু হাঁস-মুরগি ইত্যাদি খেয়ে চলে গিয়েছে চিতাবাঘ। ঘটনার পর আতঙ্ক যেন আরও বেড়ে গিয়েছে এলাকায়। সম্প্রতি একটি খুবলে খাওয়া গরুর দেহাংশ উদ্ধার হয় ডিগরিভিটা গ্রামে। পরে জানা যায়, মৃত গোরুটি স্থানীয় বাসিন্দা মহম্মদ বাচ্চুর।

বাগডোগরা রেঞ্জের আধিকারিক সোমবর্ত্য সাধু বলেন, “বিমানবন্দরের পাশে বিমানবন্দরের জন্য অধিগৃহীত জমিতে পড়েছিল গোরুর দেহটি। পাশেই একটি জঙ্গল রয়েছে। আমরা সেখানে তল্লাশি করে চিতাবাঘের লেজ দেখতে পাই। পটকা ফাটানো হয়েছে। চিতাবাঘটি এখন আর ওখানে নেই বলে মনে হয়। গ্রামের বাসিন্দাদের পটকা দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: গরম গরম মাছের ঝোল আর ভাত খেতে ভালবাসেন? শরীরে এর কী প্রভাব? কতটা মাছ খাওয়া ঠিক জানুন

বাগডোগরা রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, গ্রামের পাশে বিমানবন্দরে অধিগ্রহণ করা জমি থেকে গাছ কেটে চুরি হচ্ছে। ঝোপের মধ্যে চিতাবাঘ থাকতে পারছে না বলেই বাইরে চলে যায়। জঙ্গল কাটা বন্ধ করার দরকার আছে। তিনি আরও বলেন, আশপাশে জঙ্গল ও চা বাগান ঘেরা ওই গ্রাম ফলে সেই জঙ্গল থেকেই চিতাবাঘ ঢুকে পড়তে পারে। গ্রামবাসীদের যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখবে বন দফতর।

অনির্বাণ রায়

Leopard Attack: বাড়ির ভিতর বসে চিতাবাঘ! আতঙ্কে বাসিন্দারা, কী কাণ্ড দেখুন

গৃহস্থের বাড়ির ভিতরে চিতার হানায় আতঙ্কে ভুগছে পুরুলিয়া বন বিভাগের কোটশিলা বনাঞ্চলের ঝাড়খন্ড লাগোয়া সিমনি বিটের সিমনি গ্রামের বাসিন্দারা। ‌সম্প্রতি সিমনি গ্রামে গৃহস্থের বাড়ির ভেতরে ঢুকে গৃহপালিত পশুকে টেনে আনার চেষ্টা করেছিল একটি চিতা বাঘ। আর তাতেই আতঙ্কিত গ্রামবাসীরা। এ বিষয়ে গ্রামবাসীরা বলেন , সিমনি বিটের জঙ্গলে মধ্যে বাঘ রয়েছে তাতে তাদের কোন অসুবিধা নেই , কিন্তু সেই বাঘ যদি গৃহস্থের বাড়িতে আসে তাহলে অবশ্যই তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেখানে বাড়িতে রাখা গবাদি পশুরা সুরক্ষিত নয় সেখানে তারা কীভাবে সুরক্ষিত থাকতে পারবেন, প্রশ্ন তাদের।