৪০ বছরেই অবসর নিন, প্রতি মাসে চালু থাকবে বেতন, সবই LIC-র এই স্কিমের কামাল

এলআইসি দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা। সব ধরনের গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী একাধিক স্কিম রয়েছে। এর মধ্যে সরল পেনশন যোজনা অন্যতম। এই স্কিমে গ্রাহক আজীবন পেনশন পেতে পারেন। এর জন্য মাসে মাসে টাকা দিয়ে যাওয়ার ঝামেলা নেই। একসঙ্গে থোক টাকা দিয়ে দিলেই হবে। ৪০ বছর বয়স থেকে এই স্কিমের অধীনে পেনশন পেতে শুরু করবেন গ্রাহক।
এলআইসি দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা। সব ধরনের গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী একাধিক স্কিম রয়েছে। এর মধ্যে সরল পেনশন যোজনা অন্যতম। এই স্কিমে গ্রাহক আজীবন পেনশন পেতে পারেন। এর জন্য মাসে মাসে টাকা দিয়ে যাওয়ার ঝামেলা নেই। একসঙ্গে থোক টাকা দিয়ে দিলেই হবে। ৪০ বছর বয়স থেকে এই স্কিমের অধীনে পেনশন পেতে শুরু করবেন গ্রাহক।
এলআইসির সরল পেনশন যোজনা ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান। মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে পেনশন নিতে পারেন গ্রাহক। মাসিক ভিত্তিতে পেনশন নিলে, বেতনের মতো মনে হবে। তাই ৪০ বছর বয়সেও যদি কেউ পেনশন নিয়ে নেন, তাহলেও উপার্জন বন্ধ হবে না তাঁর।
এলআইসির সরল পেনশন যোজনা ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান। মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে পেনশন নিতে পারেন গ্রাহক। মাসিক ভিত্তিতে পেনশন নিলে, বেতনের মতো মনে হবে। তাই ৪০ বছর বয়সেও যদি কেউ পেনশন নিয়ে নেন, তাহলেও উপার্জন বন্ধ হবে না তাঁর।
কারা বিনিয়োগ করতে পারেন: ৪০ থেকে ৮০ বছর বয়সের যে কোনও ব্যক্তি এলআইসির সরল পেনশন যোজনা স্কিমে বিনিয়োগ করতে পারেন। পলিসি নেওয়ার সময় একবার প্রিমিয়াম দিতে হবে। পাশাপাশি পলিসি নেওয়ার সময় থেকেই পেনশন পেতে শুরু করবেন পলিসি হোল্ডার।
কারা বিনিয়োগ করতে পারেন: ৪০ থেকে ৮০ বছর বয়সের যে কোনও ব্যক্তি এলআইসির সরল পেনশন যোজনা স্কিমে বিনিয়োগ করতে পারেন। পলিসি নেওয়ার সময় একবার প্রিমিয়াম দিতে হবে। পাশাপাশি পলিসি নেওয়ার সময় থেকেই পেনশন পেতে শুরু করবেন পলিসি হোল্ডার।
স্কিম চলাকালীন যদি কোনও কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে তাঁর জমা পুরো টাকা নমিনিকে ফেরত দেওয়া হয়। পলিসি কেনার ৬ মাস পর থেকে যে কোনও সময় সারেন্ডার করা যায়।
স্কিম চলাকালীন যদি কোনও কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে তাঁর জমা পুরো টাকা নমিনিকে ফেরত দেওয়া হয়। পলিসি কেনার ৬ মাস পর থেকে যে কোনও সময় সারেন্ডার করা যায়।
সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা: এলআইসির সরল পেনশন যোজনা স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। যাইহোক, গ্রাহককে পেনশনের জন্য ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতেই হবে। আবার ১০০০ টাকা পেনশন পেতে হলে গ্রাহককে একসঙ্গে ২.৫ লাখ টাকা জমা করতে হবে। এক্ষেত্রে বয়সও একটা বড় ফ্যাক্টর।
সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা: এলআইসির সরল পেনশন যোজনা স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। যাইহোক, গ্রাহককে পেনশনের জন্য ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতেই হবে। আবার ১০০০ টাকা পেনশন পেতে হলে গ্রাহককে একসঙ্গে ২.৫ লাখ টাকা জমা করতে হবে। এক্ষেত্রে বয়সও একটা বড় ফ্যাক্টর।
৪২ বছর বয়সী কোনও ব্যক্তি যদি সরল পেনশন যোজনা স্কিমে ৩০ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে তিনি ১২,৩৮৮ টাকা পেনশন পাবেন। সিঙ্গল লাইফ বা জয়েন্ট লাইফ হিসেবে এই পলিসি কেনা যায়। জয়েন্ট স্কিমে স্বামী বা স্ত্রীর মধ্যে কোনও একজন মারা গেলে অন্যজন পেনশন পেতে থাকবেন। দুজনেরই মৃত্যু হলে বিনিয়োগের টাকা নমিনিকে ফেরত দেওয়া হবে।
৪২ বছর বয়সী কোনও ব্যক্তি যদি সরল পেনশন যোজনা স্কিমে ৩০ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে তিনি ১২,৩৮৮ টাকা পেনশন পাবেন। সিঙ্গল লাইফ বা জয়েন্ট লাইফ হিসেবে এই পলিসি কেনা যায়। জয়েন্ট স্কিমে স্বামী বা স্ত্রীর মধ্যে কোনও একজন মারা গেলে অন্যজন পেনশন পেতে থাকবেন। দুজনেরই মৃত্যু হলে বিনিয়োগের টাকা নমিনিকে ফেরত দেওয়া হবে।