রাজধানী এক্সপ্রেস ভারতীয় রেলের সব থেকে লাভজনক ট্রেন। বন্দে ভারত, শতাব্দী, দূরন্তর আগে এই ট্রেন ছিল ভারতীয় রেলের সব থেকে প্রিমিয়ম ট্রেন।

Local train Sealdah Station: ফের একগুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদহে! শনি-রবিতে জোর ভোগান্তি যাত্রীদের, জানুন কারণ

ফের শিয়ালদহ লাইনে যাত্রীদের ভোগান্তির সম্ভাবনা। শনি এবং রবিবার শিয়ালদহ বিভাগের উত্তর শাখায় বেশ কিছু ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে ভারতীয় রেল।
ফের শিয়ালদহ লাইনে যাত্রীদের ভোগান্তির সম্ভাবনা। শনি এবং রবিবার শিয়ালদহ বিভাগের উত্তর শাখায় বেশ কিছু ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে ভারতীয় রেল।
শিয়ালদহ বিভাগের সণ্ডালিয়া স্টেশনে ফুট ওভারব্রিজ তৈরি করা হবে। তাই একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
শিয়ালদহ বিভাগের সণ্ডালিয়া স্টেশনে ফুট ওভারব্রিজ তৈরি করা হবে। তাই একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
শনিবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর বাতিলের তালিকায় থাকবে শিয়ালদহ-হাসনাবাদ লাইনের ৩৩৫৩৩ আপ এবং ৩৩৫৩৮ ডাউন ট্রেন। বারাসাত-হাসনাবাদ লাইনে বাতিল করা হয়েছে ৩৩৩২৩ এবং ৩৩৩২৫ আপ ট্রেন এবং ৩৩৩১৮ এবং ৩৩৩২০ ডাউন ট্রেন।
শনিবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর বাতিলের তালিকায় থাকবে শিয়ালদহ-হাসনাবাদ লাইনের ৩৩৫৩৩ আপ এবং ৩৩৫৩৮ ডাউন ট্রেন। বারাসাত-হাসনাবাদ লাইনে বাতিল করা হয়েছে ৩৩৩২৩ এবং ৩৩৩২৫ আপ ট্রেন এবং ৩৩৩১৮ এবং ৩৩৩২০ ডাউন ট্রেন।
রবিবারও এই লাইনে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন ৩৩৫১২ এবং ৩৩৫১৪ ডাউন হাসনাবাদ- শিয়ালদহ লোকাল, ৩৩৩১২ এবং ৩৩৩১৪ হাসনাবাদ- বারাসাত লোকাল। সেই সঙ্গেই বাতিল ৩৩৫১৩, ৩৩৫১৭ আপ শিয়ালদহ হাসনাবাদ লোকাল এবং ৩৩৩১১, ৩৩৩১৩ আপ বারাসাত-হাসনাবাদ লোকাল।রবিবারও এই লাইনে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন ৩৩৫১২ এবং ৩৩৫১৪ ডাউন হাসনাবাদ- শিয়ালদহ লোকাল, ৩৩৩১২ এবং ৩৩৩১৪ হাসনাবাদ- বারাসাত লোকাল। সেই সঙ্গেই বাতিল ৩৩৫১৩, ৩৩৫১৭ আপ শিয়ালদহ হাসনাবাদ লোকাল এবং ৩৩৩১১, ৩৩৩১৩ আপ বারাসাত-হাসনাবাদ লোকাল।
রবিবারও এই লাইনে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন ৩৩৫১২ এবং ৩৩৫১৪ ডাউন হাসনাবাদ- শিয়ালদহ লোকাল, ৩৩৩১২ এবং ৩৩৩১৪ হাসনাবাদ- বারাসাত লোকাল। সেই সঙ্গেই বাতিল ৩৩৫১৩, ৩৩৫১৭ আপ শিয়ালদহ হাসনাবাদ লোকাল এবং ৩৩৩১১, ৩৩৩১৩ আপ বারাসাত-হাসনাবাদ লোকাল।
সেই সঙ্গে হাসনাবাদ – বিবাদি বাগ লোকাল ভোর ৫টা ৪৫ মিনিটের পরিবর্তে ভোর ৬টা ৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়বে, সেই সঙ্গে ট্রেনটি বিবাদি বাগের পরিবর্তে বারাসাত পর্যন্ত চলবে।
সেই সঙ্গে হাসনাবাদ – বিবাদি বাগ লোকাল ভোর ৫টা ৪৫ মিনিটের পরিবর্তে ভোর ৬টা ৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়বে, সেই সঙ্গে ট্রেনটি বিবাদি বাগের পরিবর্তে বারাসাত পর্যন্ত চলবে।