আইপিএলে দুই বাংলাদেশির হাতেই কেকেআরের ভাগ্য! আবেগ নয়, কাজ করেছে অঙ্ক

#কলকাতা: আইপিএলের মিনি নিলামের প্রথম দফার ডাকে দল পাননি বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তবে দ্বিতীয় দফায় দল পেলেন তিনি। ৫০ লাখ টাকায় তাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে এবারই প্রথমবারের মতো আইপিএলে খেলবেন লিটন। সপ্তম বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ মিলছে এই তারকা ওপেনারের।

এর আগে আবদুর রাজ্জাক, মহম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমানের আইপিএলে দল পাওয়ার সুযোগ হয়েছিল। এর মধ্যে সাকিব আর মোস্তাফিজই কেবল নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন। লিটন দাস মূলত উইকেট-কিপার। পাশাপাশি ডানহাতে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে থাকেন।

আরও পড়ুন – বাংলার ইতিহাসে আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার! সৌরভকে ছাপিয়েও উচ্ছাসহীন মুকেশ

বাংলাদেশের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৯ দল সহ ঢাকা গ্ল্যাডিয়টর্সে খেলেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করছেন তিনি। শেষ এক দেড় বছর ধরে লিটন নিজের খেলায় অনেক উন্নতি করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গিয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিটন শুরু থেকেই বিপক্ষকে আক্রমণ করার ক্ষমতা রাখেন।

শক্তিশালী হিটার না হলেও মাঠে ফাঁক খুঁজে মারতে জানেন। পাশাপাশি প্রথম ছয় ওভার পাওয়ারপ্লে কাজে লাগাতে পারেন। অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে ২১ বলে ৫০ করেছিলেন লিটন। টাইমিং করতে পারেন সাদা বলে। দুর্ভাগ্যবশত রান আউট না হয়ে গেলে সেদিন তাকে থামানো মুশকিল হত ভারতের কাছে। এটাই কাজে লাগাতে চায় কেকেআর।

একজন ক্রিকেটার বিশেষ করে ওপেনার ফর্মে থাকার সময় যত বেশি সুযোগ পাবেন তত রান করতে পারবেন। কেকেআর মনে করে আফগান ওপেনার রহমান উল্লাহ গুরবাজের সঙ্গে লিটন ওপেন করলে পাওয়ার প্লে কাজে লাগানো যাবে। এরপর থাকবেন শ্রেয়স, ভেঙ্কটেশ, মনদীপ। তারপর রাসেল।

যেহেতু আইপিএল এবার স্বাভাবিক হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হবে, তাই ইডেনের অ্যাডভান্টেজ নিতে চায় কেকেআর। আর প্রথমবার আইপিএল খেলার সুযোগ পেলেও লিটন মানসিকভাবে প্রস্তুত। আইপিএলের অভিজ্ঞতায় তাকে সাহায্য করার জন্য রয়েছেন স্বদেশী সাকিব আল হাসান। দুই বাংলাদেশি মিলে কলকাতার ভাগ্য ফেরাতে পারেন কিনা এটাই দেখার।