গলায় সাপ জড়িয়ে চলছে প্রদর্শনী

South 24 Parganas News: বেহুলা লখিন্দরের স্মরণে সুন্দরবনের মান্দাস ভাসান উৎসব! চলে জীবন্ত সাপের প্রদর্শনী

দক্ষিণ ২৪ পরগনা: জানেন কি প্রান্তিক সুন্দরবন এলাকায় একটি উৎসব হয় যার নাম ‘মান্দাস ভাসান’। সেখানে জীবন্ত সাপ নিয়ে চলে প্রদর্শনী। মনসা মঙ্গল কাব্যের বেহুলা-লখিন্দরের স্মরণে সুন্দরবন জুড়ে এখনো এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। ভাদ্র মাসের প্রতি মঙ্গলবার ও শনিবারে এই উপলক্ষ্যে স্থানীয়রা সুসজ্জিত শোভাযাত্রা বের করেন। প্রাচীন বাংলার সুবিখ‍্যাত মঙ্গলকাব‍্য মনসামঙ্গলের কাহিনী অনুযায়ী বেহুলা লখিন্দরের ভেলা ভাসানোকে স্মরণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ভুলতে দেওয়া হবে না আরজি করের ঘটনা, ডায়মন্ড হারবারের জুনিয়র চিকিৎসকরা যা করলেন ভাবা যায় না!

কথিত আছে, সাপের কামড়ে মৃত স্বামীর জীবন ফিরে পেতে বেহুলা ভেলা ভাসিয়েছিলেন নদীতে। সেই ভেলা এসে ঠেকে সুন্দরবনের নেতা ধোপানী ঘাটে। এখান থেকেই স্বর্গে গিয়ে মৃত স্বামী লখিন্দরের জীবন ফিরিয়ে আনেন বেহুলা। এই উপাখ্যানকে স্মরণ করে আজও সুন্দরবন জুড়ে বিভিন্ন নদ নদীতে চলে ভেলা ভাসান। ভেলাতে দেওয়া হয় জীবন্ত সাপ ও হাঁস। সমস্ত কিছুকে একসঙ্গে বলা হয় ‘মান্দাস ভাসান’। সুন্দরবন জুড়ে আয়োজিত হওয়া এই লৌকিক উৎসব আজও সমানভাবে জনপ্রিয়।

আরও পড়ুন: কাকদ্বীপে হাসপাতালে দালাল চক্রের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সুপারের 

মথুরাপুরের বটীশ্বরে এই ‘মান্দাস ভাসান’ উৎসব খুবই জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হয়। এখানে এই ‘মান্দাস ভাসান’ উৎসব দেখতে প্রায় দশ থেকে পনেরো হাজার স্থানীয় বাসিন্দা ভিড় করেন। এ ছাড়াও গাঙ্গেয় সুন্দরবনের একাধিক নদ, নদী, খালে এই মান্দাস ভাসানউৎসব চলে ভাদ্র মাস জুড়ে। এই ‘মান্দাস ভাসান’ উৎসব ভক্তি ও সংস্কৃতির মেলবন্ধন এবং সুন্দরবনের ঐতিহ্য গাঙ্গেয় সুন্দরবন অঞ্চলের মৎস‍্যজীবী সম্প্রদায়ের মানুষজন মূলত এই উৎসব পালন করেন। সর্পের দেবী মা মনসাকে তুষ্ট করতে এই পুজোর আয়োজন করা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক