ডাসা নদীতে হাতছানি দিচ্ছিল ভেঁসে যাওয়া কাঠ, কাছে আসতেই চক্ষু চড়ক গ্রামবাসীদের

North 24 Parganas News : নদীতে ভেসে যাচ্ছিল কাঠ, হয়ে গেল মহিলা! কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ গ্রামবাসীর

বসিরহাট: ডাসা নদীতে ভেসে যাচ্ছিল কাঠ, কাছে আসতেই চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের। সাত সকালে নদীতে হঠাৎ ভেসে যাচ্ছিল কাঠের গুড়ি। আর সেই গুড়ি থেকেই যেন কে একজন হাতছানি দিয়ে ডাকছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে এলাকাবাসী কাছে যেতেই দেখে কাঠের গুড়ি নয় এক মহিলা।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার বায়লানি ভবানীপুর এলার ডাসা নদীতে এমন ঘটনা দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯ টা নাগাদ এলাকার লোকজন নদীতে একটি কাঠের গুড়ি ভেসে যেতে দেখে। অনেকেই বলেন, সেই কাঠের গুড়ি থেকে দূরে একজন হাতছানি দিয়ে ডাকছে। এরপর স্থানীয়রা নৌকা নিয়ে কাছে যেতেই দেখেন কাঠের গুড়ি নয় একজন মহিলা।

আরও পড়ুন: ৬২ বছরের বৃদ্ধের শরীরে শূকরের কিডনি! সফল প্রতিস্থাপনে আশার আলো দেখালেন মার্কিন চিকিৎসকরা

আরও পড়ুন: ফল খেয়ে অবহেলায় ফেলে দেন এই পাতা! গুণ জানলে মাথা ঘুরে যাবে, কোলেস্টেরল হোক বা ওজন কমানো এর জুড়ি মেলা ভার

তড়িঘড়ি নৌকার মাঝি ও এলাকাবাসীদের তৎপরতায় তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। ঘটনাস্থলে পোঁছয় স্থানীয় থানার পুলিশ। জানা গিয়েছে মহিলা মানসিক ভারসাম্যহীন। অজ্ঞাত পরিচয়ের ওই মহিলার নাম-ঠিকানাও জানা যায়নি।

জুলফিকার মোল্যা