কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন

Local Train: পুজোর আগে নতুন লোকাল ট্রেন, রুট জানুন, আপনার কতটা উপকার হবে?

দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে চালু হল কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন নসিপুর ব্রিজ হয়ে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার পরই নদিয়ার কৃষ্ণনগরে রেলের তরফে এক অনুষ্ঠানের মাধ্যমে রেলের যাত্রা উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেলের এবং আর পি এফের একাধিক আধিকারিক এবং রেল যাত্রীরা।
দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে চালু হল কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন নসিপুর ব্রিজ হয়ে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার পরই নদিয়ার কৃষ্ণনগরে রেলের তরফে এক অনুষ্ঠানের মাধ্যমে রেলের যাত্রা উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেলের এবং আর পি এফের একাধিক আধিকারিক এবং রেল যাত্রীরা।(Mainak Debnath)
এই বিষয়ে রেল যাত্রী সমিতির তরফে বলা হয়, বহু প্রতীক্ষার পর আজ এই রেল নশিপুর ব্রিজ হয়ে চলাচল করবে। এটা ঐতিহাসিক মুহুর্ত। যদিও এতে করে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, উঃ ২৪ পরগনা এই জেলার মানুষ উপকৃত হবেন। শুধু তাই নয়, হাওড়ার পর শিয়ালদাহর সঙ্গে এখন যোগাযোগ এর সময় অনেক কমল। কারণ হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর অনেক সময় লাগতো আজিমগঞ্জ যেতে। নতুন ট্রেন চালু হওয়ায় সেই সময় অনেকটাই কমে যাবে।
এই বিষয়ে রেল যাত্রী সমিতির তরফে বলা হয়, বহু প্রতীক্ষার পর আজ এই রেল নশিপুর ব্রিজ হয়ে চলাচল করবে। এটা ঐতিহাসিক মুহুর্ত। যদিও এতে করে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, উঃ ২৪ পরগনা এই জেলার মানুষ উপকৃত হবেন। শুধু তাই নয়, হাওড়ার পর শিয়ালদাহর সঙ্গে এখন যোগাযোগ এর সময় অনেক কমল। কারণ হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর অনেক সময় লাগতো আজিমগঞ্জ যেতে। নতুন ট্রেন চালু হওয়ায় সেই সময় অনেকটাই কমে যাবে।
নদিয়া জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলা হয়ে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের যোগাযোগের একটি নতুন বিকল্প ট্রেন রুট খুলে গেল। এতদিন পর্যন্ত ডানকুনি এবং নৈহাটি ব্যান্ডেল হয়েই শিয়ালদহ এবং হাওড়ার সঙ্গে যোগাযোগ হতো। এখন মুর্শিদাবাদ জেলার নসিপুর ব্রিজের মাধ্যমে মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ এই দুটি স্টেশন যুক্ত হয়ে গেল। এর ফলে নদিয়া উত্তর ২৪ পরগনা মুর্শিদাবাদ মালদহ জেলার মানুষদের অত্যন্ত উপকার হল।
নদিয়া জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলা হয়ে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের যোগাযোগের একটি নতুন বিকল্প ট্রেন রুট খুলে গেল। এতদিন পর্যন্ত ডানকুনি এবং নৈহাটি ব্যান্ডেল হয়েই শিয়ালদহ এবং হাওড়ার সঙ্গে যোগাযোগ হতো। এখন মুর্শিদাবাদ জেলার নসিপুর ব্রিজের মাধ্যমে মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ এই দুটি স্টেশন যুক্ত হয়ে গেল। এর ফলে নদিয়া উত্তর ২৪ পরগনা মুর্শিদাবাদ মালদহ জেলার মানুষদের অত্যন্ত উপকার হল।
মূলত মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ বহরমপুর বেলেডাঙ্গা নদীয়ার পলাশী দেবগ্রাম বেথুয়াডহরি হয়ে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনটি আসবে ট্রেনটির রুট হয়তো ১০৩ কিলোমিটার, কিন্তু ট্রেনটির যেই টাইম টেবিল দেওয়া হয়েছে তা সাধারণ মানুষের কথা ভেবেই।

মূলত মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ বহরমপুর বেলেডাঙ্গা নদীয়ার পলাশী দেবগ্রাম বেথুয়াডহরি হয়ে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনটি আসবে ট্রেনটির রুট হয়তো ১০৩ কিলোমিটার, কিন্তু ট্রেনটির যেই টাইম টেবিল দেওয়া হয়েছে তা সাধারণ মানুষের কথা ভেবেই।
এর ফলে এই ট্রেনে করে আজিমগঞ্জ যাওয়ার পর আজিমগঞ্জ থেকে অন্যান্য কানেক্টিং ট্রেন ধরা সম্ভব হবে বলে এমনটাই জানালেন কৃষ্ণনগর কালীনারায়নপুর রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রীতম ভৌমিক।
এর ফলে এই ট্রেনে করে আজিমগঞ্জ যাওয়ার পর আজিমগঞ্জ থেকে অন্যান্য কানেক্টিং ট্রেন ধরা সম্ভব হবে বলে এমনটাই জানালেন কৃষ্ণনগর কালীনারায়নপুর রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রীতম ভৌমিক।