কংক্রিটের নদীবাঁধ 

South 24 Parganas News: ভরা বর্ষায় কংক্রিটের নদীবাঁধেও ভরসা পাচ্ছেন না সুন্দরবনের উপকূলীয় এলাকার মানুষ

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের উপকূলীয় এলাকায় স্থানীয়দের মুখে মুখে সবসময় যে বিষয়টি নিয়ে আলোচনা হয় তা হল নদীবাঁধ। এই নদীবাঁধ কংক্রিটের করা হবে, না অন্য উপায়ে বাঁধা হবে তা নিয়ে বিস্তর আলোচনাও হয়।তবে এখনও পর্যন্ত ভাঙন রোধে সব থেকে বেশি কার্যকরী উপায় হল কংক্রিটের নদীবাঁধ। যে সমস্ত জায়গায় মাটির নদীবাঁধ রয়েছে সেখানকার মানুষ দাবি তোলে এই কংক্রিটের নদীবাঁধ নির্মাণের জন্য। কিন্তু যেখানে একবার কংক্রিটের নদীবাঁধ হয়ে গিয়েছে সেখানকার মানুষরাই বা কি বলে।

আরও পড়ুন: এক ছোবলেই মৃত‍্যু! স্কুল চত্বরে ঘুরে বেড়াচ্ছে বিষধর কালনাগিনী, হুলুস্থুল কাণ্ড

খোঁজ নিয়ে জানা গিয়েছে তারাও খুব একটা খুশি নয় এই কংক্রিটের বাঁধ নিয়ে।ঠিক কি কারণ, স্থানীয়রা জানিয়েছেন কংক্রিটের নদীবাঁধে বেশ কয়েকবছর নিশ্চিন্তে থাকা যায় তা ঠিক। কিন্তু সমস্যা থেকেই যায়।কখনও কখনও বাঁধের নীচ থেকে নদীভাঙন হয়। আবার নোনা জলের ঝাপটায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যার সমাধানের জন্য অন্য উপায় ভাবতে হবে সকলের বলে মত স্থানীয়দের। যদিও প্রশাসনের পক্ষ থেকে বাঁধ কংক্রিটের করার পরও সেই বাঁধ শক্তিশালী করা নিয়ে যথেষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাঁধের ঢালে সোনাঝুরি, ঝাউয়ের জঙ্গল তৈরি করে বাঁধ শক্তিশালী করা হচ্ছে। প্রকৃতির কাছে যতটুকু লড়াই করে বাঁচা যায় তার সবরকম চেষ্টাই করছে প্রশাসন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক