ক্ষুব্ধ লকেট?

Locket Chatterjee: দিলীপের সঙ্গে মিলে গেল সুর! কার জন্য হারলেন? বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায়

কলকাতা: দিল্লিতে এসে কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হুগলির পরাজিত বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বললেন, ”কেন্দ্রীয় নেতৃত্বের তরফে অনেক সমর্থন পেয়েছি। হারের কারণ কী, তা জানাব ওদের।” বাংলায় শোচনীয় ফলাফলের জন্য দিলীপ ঘোষের সুরেই সুর মিলিয়ে বললেন, ”নেতাদের চুপ করে থেকে আগে কর্মীদের কথা শোনা উচিত। তাঁরাই আসল কারণটা বলতে পারবেন।”

লকেটকে প্রশ্ন করা হয়, হারের কারণ কী? মানুষ কি প্রত্যাখ্যান করলেন না অন্য সমীকরণ? লকেটের জবাব, ”মানুষের থেকে অনেক ভালবাসা পেয়েছি।” এই কথা বলে কার্যত অন্তর্ঘাতের তত্ত্বকেই উসকে দিলেন লকেট চট্টোপাধ্যায়। একই সঙ্গে তাঁর বার্তা, ”হুগলির সঙ্গেই থাকব।” লকেটের হারের খবর শুনতে শুনতেই অসুস্থ হয়ে মৃত্যু হওয়া এক কর্মীর পরিবারের সঙ্গে কথা বলতে বলতেও কেঁদে ফেলেন লকেট।

আরও পড়ুন: বিরাট খবর! নিজের ‘ভবিষ্যদ্বাণী’ না মিলতেই বড় দাবি প্রশান্ত কিশোরের! তোলপাড় পড়ল দেশে

এদিকে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জেতা আসন থেকে সরিয়ে অন্য আসনে প্রার্থী করা হয়েছিল, কিন্তু সেই আসনে তিনি হেরে যান। ভোটের ফলাফল প্রকাশের পরপরই তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। তবে ফল প্রকাশের দু’দিন পরে দিলীপ ঘোষ ভোটের ফল নিয়ে তাঁর মতামত প্রকাশ করলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “রাজনীতিতে সবই সম্ভব। তবে কী কারণে হয়েছে, কে, কী করেছে, সবই পর্যালোচনা করে বোঝা যাবে। রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করবে, এখন আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।” তাঁর এই মন্তব্য থেকে বোঝা যায় যে, তিনি এই হার নিয়ে দলের অভ্যন্তরীণ তদন্তের উপর নির্ভর করছেন।