Lok sabha Election 2024: তাঁর নাম করে অদ্ভুত প্যারোডি অসীম সরকারের! তুমুল বিতর্ক…কী জবাব দিলেন তৃণমূলপ্রার্থী ডা. শর্মিলা সরকার

দক্ষিণবঙ্গ: তাঁকে নিয়ে গান বেঁধে ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী৷ যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল বিস্তর৷ অবশেষে তা নিয়ে প্রতিক্রিয়া জানালেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. শর্মিলা সরকার৷ জামালপুরে মানুষকে চা পরিবেশনের সময় অসীম সরকারের করা মন্তব্যের প্রেক্ষিতে বললেন, ‘‘আমাকে কুকথা বলা তাঁর নির্বাচনী প্রচার কৌশল হতে পারে, আমার নয়’’

এদিন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. শর্মিলা সরকার জামালপুরে প্রচার কর্মসূচি চালানোর সময় সেখানে উপস্থিত সকলের জন্য চা তৈরি করেন।

আরও পড়ুন: ‘ও ওদের যোগ্য জবাব দেবে…’ মহুয়া মৈত্রের কেন্দ্র থেকেই গর্জন শুরু মমতার! বললেন, ‘কারও গায়ে হাত দিতে দেব না!’

তিনি বলেন, “আমি যেখানেই যাচ্ছি, বিপুলভাবে মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি। ভোটের প্রতিফলন অবশ্যই ঘটবে এবং মানুষ আমাকে সাংসদ নির্বাচিত করে তাঁদের সেবা করার সুযোগ দেবেন। আমি শুনলাম, বিজেপি প্রার্থী আমাকে নিয়ে প্যারোডি করেছেন এবং মানুষের সামনে তা গেয়ে শুনিয়েছেন। তিনি আমার বাবার বয়সি মানুষ এবং এটাই হয়তো ওঁর প্রচার কৌশল। আমি প্রচারে কোনও অশালীন মন্তব্য করব না। আমি মানুষের কাছ থেকে শুধু ভালবাসা পেয়েছি এবং এমন একজনেরও দেখা পাইনি, যিনি কোনও অভিযোগ করেছেন।”

আরও পড়ুন: গার্ডেনরিচের পরে বিরাটি! ফের নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে শহরে মৃত্যু মহিলার, গ্রেফতার প্রোমোটার সহ ৬

প্রসঙ্গত, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারকে নিয়ে গান বেঁধেছিলেন বিজেপির কবিয়াল প্রার্থী অসীম সরকার। গানের লাইনে শর্মিলাকে কটাক্ষ করে তিনি বলছেন, ‘ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তুমি অদৃশ্য মন দেখতে পার, কিন্তু চোর দেখার চোখ নাই তোমার।’ শুক্রবার কাটোয়া শহরে নির্বাচনী প্রচারে তারই জবাব দিলেন শর্মিলা।