Tag Archives: Loksabha Elections 2024

Narendra Modi: ‘অ্যাকশন আরও তীব্র হবে..,’ দুর্নীতি নিয়ে এবার আরও বড় হুঙ্কার মোদি, ৪ জুনের পরেই কড়া ব্যবস্থা!

পুরুলিয়া: পঞ্চম দফা ভোটের আগে পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে  প্রচারসভা সেরে গেলেন নরেন্দ্র মোদি৷ এদিনের সভা থেকে কংগ্রেস এবং তৃণমূলকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি৷ আগামী ৪ জুনের পরে নতুন সরকার করার অঙ্গীকারও করতেও দেখা যায় তাঁকে৷

তিনি বলেন, ‘‘৪ জুন কী হতে চলেছে দেখুন। মানুষের সুরক্ষা কবচে ইন্ডিয়া জোটের মুখোশ খুলে দেওয়া হয়েছে৷ ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করতে এরা সিএএ নিয়ে বিরোধিতা করছে৷ তৃণমূল মা মাটি মানুষের রক্ষা করবে বলে ক্ষমতায় এসেছিল। এখন মা মাটি মানুষের ভক্ষণ করছে টিএমসি৷’’

আরও পড়ুন: ভোটযুদ্ধে জমজমাট ওলন্দাজনগরী! চুঁচুড়ায় কতটা বাজিমাত করতে পারবে দীপ্সিতা? কোথায়ই বা দাঁড়িয়ে কল্যাণ

মোদির তীব্র আক্রমণ, ‘‘কংগ্রেস ও তৃণমূল এক…
কংগ্রেসের সাংসদ ও প্রার্থীদের কাছে নোটের পাহাড় পাওয়া যাচ্ছে। আমি আমার জীবনের এমন নোটের পাহাড় দেখিনি। এদের কাছে নোটের পাহাড়। তৃণমূল মন্ত্রীর কাছেও নোটের পাহাড়।’’

আরও পড়ুন: লকেট বনাম রচনা! তারকার কেন্দ্রে কোথায় দাঁড়িয়ে আছে ভোটের অঙ্ক?

তিনি বলেন, ‘‘আমি ২০১৪ সালে বলেছিলাম দুর্নীতিগ্রস্তদের ধরব। ২০২৪ সালে বলছি সমস্ত দুর্নীতিগ্রস্তদের জেলে ভরব৷ আমাকে গালি দিলেও এটা করা উচিত…গ্যারান্টি দিচ্ছি ৪ জুনের পর নতুন সরকার গড়ার পর এমন দুর্নীতিগ্রস্তদের জীবন জেলে কাটবে…৪ জুনের পর দুর্নীতিগ্রস্তদের উপরে অ্যাকশন আরও তীব্র হবে (বাংলায়)৷’’ এদিন আরও একবার দুর্নীতির টাকা সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী৷

Lok Sabha Election 2024: ভোটপ্রচারে বাড়তি মাত্রা! সায়নে সমর্থনে তমলুকে রোড শো মীনাক্ষীর…

তমলুক: সায়ন বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে তমলুকে রোড শো করলেন বামেদের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ভোট প্রচারের প্রথম দিন থেকে নজর কাড়ছেন। ভোট প্রচারে তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন প্রচার পর্বের শুরুর দিন থেকেই। তমলুক লোকসভা কেন্দ্রের শাসক ও বিরোধী দলের প্রার্থীদের সঙ্গে সমানতালে টক্কর দিচ্ছেন সায়ন। এবার তার ভোট প্রচার বাড়তি মাত্রা পেল তাঁর সমর্থনে তমলুকে মীনাক্ষীর রোড শো।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

১৮ মে শনিবার সন্ধের পর তমলুক শহরে রোড শো করেন মীনাক্ষী। বাম প্রার্থী সায়নের সমর্থনে এই রোড শো তে বহু বাম নেতাকর্মীরা পা মেলান। তমলুক শহরের মানিকতলা থেকে শুরু হয় এই রোড শো। বিভিন্ন রাস্তা হয়ে হসপিটাল মোড়ে এসে শেষ হয়। সেখানে তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়ানের সমর্থনে একটি পথসভা হয়। ১৭ মে শুক্রবার তমলুক শহরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে রোড শো করেন অভিষেক বন্দোপাধ্যায়। বাম নেতাকর্মীরা কর্মীরা বলেন তারই পাল্টা হিসাবে এদিন মীনাক্ষীর এই রোড শো।

তমলুক লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ ২৫ মে। ২৩ মে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দল তাদের লোকসভা প্রার্থীদের সমর্থনে প্রচার করতে পারবেন। ফলে হাতে আর বেশি সময় নেই। তাই প্রতিটি রাজনৈতিক দল শেষ পর্বের প্রচারে বাড়তি জোর দিয়েছে।

Loksabha Elections 2024: দেবের গলায় মালা! স্বপ্নপূরণে চোখে জল অনুরাগীর, লেখা হল আবেগের আখ্যান

উত্তর ২৪ পরগনা: গোবরডাঙ্গা কালিবাড়ি ময়দানে হল মালাবদল! আর সেই ঘটনার সাক্ষী থাকল কয়েক হাজার মানুষ। ১৪ বছরের স্বপ্নপূরণ হল দেবের অন্ধ ভক্ত পাপিয়া রায়ের। আই লাভ ইউ সিনেমার পর থেকেই দেবের প্রেমে পড়েন গোবরডাঙার বাসিন্দা গৃহবধূ পাপিয়া। তারপর থেকেই দেবের ছবি ডায়েরিতে জমানো থেকে শুরু করে নানা সময়ে চেষ্টা করেছিলেন দেবের সঙ্গে ছবি তোলার। কিন্তু সে স্বপ্ন যেন অধরাই থেকে গিয়েছে। দেবকে সামনাসামনি  দেখবেন, তা যেন কল্পনার বাইরে ছিল নিতান্তই সাদামাটা এই গৃহবধুর।

গোবরডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের হয়ে প্রচারে আসবেন দেব, তা শুনতেই সকালবেলায় রজনীগন্ধা ও গোলাপ দিয়ে মালা কিনে নিয়ে এসেছিলেন দেবকে দেওয়ার জন্য। তবে দেবকে যে দিতে পারবেন, তেমন কোনও আশা ছিল না।

আরও পড়ুন: ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে’ রক্ষা করে অনেককিছু! দেখুন তালগাছের দারুণ সব উপকারিতা

আরও পড়ুন: কলকাতার স্মার্ট সিটিতে এক অ্যাপেই হবে সব কাজ! আসছে বিশেষ সুবিধা, না জানলেই মিস

হেলিকপ্টার থেকে দেব নামতেই সুযোগ বুঝে ছুটে যান পাপিয়া। কোনও বাধা না মেনেই সোজা গিয়ে দেবের গলায় পরিয়ে দেন মালা। ভক্তর এমন উন্মাদনা দেখে অভিনেতা দেবও মালা খুলে পরিয়ে দেন পাপিয়ার গলায়। দেব মালা পড়াতেই চোখে জল গৃহবধূর, যেন সার্থক জীবন। চোখে জল নিয়েই এরপর মালা জড়িয়ে বললেন, “এই স্মৃতি রেখে দেব যত্ন করে।” দেবের আর এক ভক্ত সৃজা দত্ত জানালেন, দেব তাঁর জীবনের প্রথম ভালবাসা। আগেও দেখেছেন, তবে দেব যে নিজে ডেকে ছবি তুলবেন, তা যেন এখনও স্বপ্নের মত এই তরুণীর কাছে। এত কাছ থেকে সুপারস্টার দেবকে দেখার ঘোর যেন এখনো কাটছে না গোবরডাঙ্গার।

রুদ্র নারায়ণ রায়

Loksabha Elections 2024: অনুব্রত মণ্ডল নেই! গুরুর শিক্ষা গুড় বাতাসা! ভোটারদের হাত তুলে দিলেন অনুগামীরা

বোলপুর: গুরু যেভাবে শিষ্যকে শিক্ষা দিয়ে যান ঠিক সেভাবেই যেন অনুব্রতর দাওয়াই গুড় বাতাসা ভুলতে পারছে না বোলপুরের সমর্থকরা। ঠিক ভোটের দিন নকুল দানা এবং গুড় বাতাসা দিয়ে শরীর ঠাণ্ডা করছে তৃণমূল নেতা বাবু দাস এবং কর্মী সমর্থকেরা। বোলপুর লোকসভা কেন্দ্রের বোলপুর শহরে, গোয়াল পাড়ার ১৬৩ নম্বর বুথ সংলগ্ন এলাকায় ভোটার এবং পথিকদের গুড় বাতাসা দিয়ে অনুব্রতর কথা মনে করিয়ে দিল তারই সমর্থকরা।

তৃণমূল নেতা বাবু দাস বলেন, এটাই নাকি? গ্রামের রীতি। গোয়ালপাড়ায় ভোট এলে গুড়বাতাসা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

আরও পড়ুন – Diabetes Control Tips: গাছে ভর্তি-ভর্তি হয়, দাম কম, এই ফলের গুণে ডায়াবেটিস বশ, কোলেস্টোরলের যম, স্লিম হওয়া আটকায় কে

এছাড়াও অনুব্রত মন্ডলকে গুরু এবং নিজেকে শিষ্য বলেই দাবি করছেন সমর্থকেরা। চড়াম চড়াম, গুড় বাতাসার মত শব্দগুচ্ছ গুলি ভাইরাল হয় অনুব্রত মণ্ডলের মুখ দিয়েই। এবার সেই মর্মেই তার অনুপস্থিতিতে  ‘গুরু’ অনুব্রতকে স্মরণ করেই তার দেওয়া শিক্ষা অনুযায়ী গুড় বাতাসা বিলি করে নজির সৃষ্টির চেষ্টা।

এছাড়াও বিপুল ভোটে অসিত মাল জয়ী হবেন বলেই মনে করছেন বোলপুর লোকসভার তৃণমূলের কর্মী সমর্থকরা। নির্বাচন আসবে যাবে। কলি থাকলেও কেষ্ট নেই। তবে অনুব্রত মণ্ডলের সৃষ্টি করা ট্রেন্ড যেন ভুলতে পারছেনা বোলপুর।

নীলাঞ্জন ব্যানার্জী

Loksabha Elections 2024: জোর কদমে চলছে চতুর্থ দফার ভোট, বোলপুর লোকসভা কেন্দ্র কত ভোটার জানেন, রইল সব হিসেবনিকেশ

বীরভূম: বোলপুর লোকসভা কেন্দ্রের ২০২৪ সালে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল এবং ভারতের কমিউনিস্ট মার্কসবাদী প্রার্থী শ্যামলী প্রধান।  সব মিলিয়ে মোট প্রার্থী ৮ জন। মোট ভোটার ১৮ লক্ষ ৩৯ হাজার ২৩৪ জন। মোট বুথ ১৯৭৯, স্পর্শ কাতর এবং অতি স্পর্শকাতর বুথের সংখ্যা চূড়ান্ত নেই। মোট বিধানসভা ৭ টি কেতুগ্রাম, মঙ্গলকোট,আউসগ্রাম, বোলপুর, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর।

কেতুগ্রাম ছিল তৃণমূলের দখলে। তৃণমূল পেয়েছিল১০০২২৬, বিজেপি ৮৭ হাজার ৫৩৭ বাম কংগ্রেসের জোট ২০ হাজার ৯২, মঙ্গলকোটে তৃণমূল পেয়েছিল ১ লক্ষ ৭ হাজার ৫৯৬, বিজেপি পেয়েছিল ৮৫২৫৯, বাম কংগ্রেসের জোট পেয়েছিল ১৬ হাজার ৭৮৩ আউসগ্রামে তৃণমূল পেয়েছিল ১ লক্ষ ৩৯২, বিজেপি পেয়েছিল ৮৮৫৭৭ বাম কংগ্রেস ২০ হাজার ৩৯৯৷

আরও পড়ুন – Heatwave 2024: তুমুল তাপপ্রবাহে জেরবার, কাজ করছে না এসি,কুলার, বরফের টুকরো বিকোচ্ছে কয়েক হাজার টাকায়

বোলপুরে তৃণমূল ১ লক্ষ ১৬ হাজার ৪৪৩, বিজেপি পেয়েছিল ৯৪১৬৩, বাম কংগ্রেসের জোট পেয়েছিল ৯৯৬৫, নানুর তৃণমূল ১ লক্ষ ১২ হাজার১১৬, বিজেপি পেয়েছিল ১ লক্ষ ৫ হাজার ৪৪৬, বাম কংগ্রেসের জোট পেয়েছিল ১২৮৭৮, লাভপুরে তৃণমূল পেয়েছিল ১লক্ষ ৮হাজার ৪৩২, বিজেপি পেয়েছিল ৯০৪৪৮, বাম এবং কংগ্রেসের জোট পেয়েছিল ৬৪৭৯, এবং ময়ূরেশ্বরে তৃণমূল পেয়েছিল ১ লক্ষ ৪২৫,বিজেপি পেয়েছিল ৮৮৩৫০, এবং বাম কংগ্রেসের জোট পেয়েছিল ৫৫৬২৷

২০১৯ সালে তৃণমূল প্রার্থী ছিল অসিত কুমার মাল,বিজেপি প্রার্থী ছিল রামপ্রসাদ দাস, সিপিআইএম প্রার্থী ছিল রামচন্দ্র গম্বুজ।২০১৯-এর লোকসভা নির্বাচনে ১৫ লক্ষ ৩০ হাজার ৪২৯ জন ভোটদাতা নির্বাচনী অংশগ্রহণ করেছিলেন। যদিও ২০২৪ সালের সমীকরণ বলছে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রার্থী তেমন কেউ নেই। এখন দেখার শেষ হাসি কে হাসে৷

Souvik Roy

Loksabha Elections 2024: নির্বাচনের আগের দিনই ভোটগ্রহণ কেন্দ্রে তালা! ভোট কর্মীদের উপর ক্ষোভ, কী এমন ঘটল

আসানসোল: নির্বাচনের আগের দিনেই অশান্তির ছবি ধরা পড়ল জেলায়। ভোট শুরু হওয়ার আগেই ভোট গ্রহণ কেন্দ্রে পড়ল তালা। স্থানীয় মানুষের ক্ষোভ গিয়ে পড়ল ভোট কর্মীদের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রশাসনিক কর্তারা। কিন্তু আশ্বাসে নিজেদের দাবি থেকে সরতে নারাজ স্থানীয় মানুষজন। আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত জামুরিয়া বিধানসভার এলাকার ঘটনা। যে ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের আগের দিনেই উত্তেজনা ছড়িয়েছে জেলায়।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ চতুর্থ দফা লাইভ

জামুরিয়া বিধানসভার অন্তর্গত ২৪৩ নম্বর বুথের এই ঘটনা রীতিমতো চিন্তায় ফেলেছে জেলা প্রশাসনকে। ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যায় ভুগছেন। এর আগের নির্বাচনগুলির সময়েও তারা বারবার বিদ্যুতের দাবি জানিয়েছিলেন। বিদ্যুতের ভোগান্তির থেকে মুক্তি পাওয়ার আশ্বাসও পেয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। দীর্ঘদিন ধরে তাদের বিদ্যুতের সমস্যার সঙ্গে নিয়ে দিন কাটাতে হচ্ছে। রান্নাবান্না থেকে পড়াশোনা অথবা দৈনন্দিন কাজ, সন্ধ্যা নামলেই সব কিছুতে ঘটছে ব্যাঘাত।

আরও পড়ুন: নজরে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র! দিলীপ-কীর্তির ময়দানে বুথ সংখ্যা কত, ভোটার কতজন

আরও পড়ুন: রাতারাতি বিপদে ১৫২ পরিবার! বেআইনি ভাবে নির্মিত আবাসন ভাঙার নির্দেশ হাইকোর্টের

ভোট কর্মীদের জন্য নিয়ে আসা হয় জেনারেটর। বিদ্যুৎ না থাকায় জেনারেটর আনা হয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে অন্ধকারে দিন কাটাচ্ছেন। তাই ভোট কর্মীদেরও তাদের সঙ্গে এই একটা দিন অন্ধকারে থাকতে হবে। তা হলেই নাকি তারা সমস্যা বুঝতে পারবেন। তাই ভোটগ্রহণ কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থা করা যাবে না বলে দাবি তুলছেন স্থানীয় মানুষজন। তাঁরা বলছেন, ভোট দিতে ভোটগ্রহন কেন্দ্রে যাবেন। কিন্তু ভোট দেবেন অন্ধকারেই। সারা বছর যেমন তারা থাকেন, তেমনভাবেই ভোটের সময়ও ভোট কর্মীদের অন্ধকারেই থাকতে হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এই ব্যাপারে প্রশাসনিক পর্যায়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নয়ন ঘোষ

Loksabha Election 2024: নজরে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র! দিলীপ-কীর্তির ময়দানে বুথ সংখ্যা কত, ভোটার কতজন

দুর্গাপুর: রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। সোমবার নির্বাচনের আগে কমিশনের তরফে চরম প্রস্তুতি। ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রগুলিতে সকাল থেকে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। চতুর্থ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে হেভিওয়েট প্রার্থী। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করছেন দিলীপ ঘোষ। অন্য দিকে, এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। কিন্তু এই লোকসভা কেন্দ্রের সার্বিক চিত্রটা কী রকম? কতগুলি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে এখানে? কতজন ভোট কর্মী থাকছেন? মোট ভোটার কত? জেনে রাখুন বিস্তারিত।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ চতুর্থ দফা লাইভ

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভার মধ্যে পাঁচটি বিধানসভা রয়েছে পূর্ব বর্ধমান জেলার অধীনে। অন্য দিকে, দু’টি বিধানসভা কেন্দ্র রয়েছে পশ্চিম বর্ধমানে। বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, গলসী, ভাতার, মন্তেশ্বর, পূর্ব বর্ধমানের এই পাঁচটি বিধানসভা এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। পাশাপাশি এই লোকসভা কেন্দ্রে রয়েছে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রটি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এই লোকসভা কেন্দ্রে সাধারণ ভোটারের র সংখ্যা ১৮ লক্ষ ৪৭ হাজার ২৮৩ জন। যার মধ্যে ৯ লক্ষ ২৭ হাজার ৬৫৯ জন পুরুষ ভোটার রয়েছেন এবং ৯ লক্ষ ১৯ হাজার ৫৯৭ জন রয়েছেন মহিলা ভোটার। তাছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৭ জন। এছাড়াও এই কেন্দ্রে সার্ভিস ভোটার রয়েছেন ১৫৩৪ জন। তাই সাধারণ ভোটার এবং সার্ভিস ভোটার মিলিয়ে এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৮ লক্ষ ৪৮ হাজার ৮১৭ জন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ২০৩৮টি। ১১১৪ টি লোকেশনে থাকছে ভোটগ্রহণ কেন্দ্র। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে থাকছে মোট তিনটি ভোট বিতরণ সামগ্রী কেন্দ্র অর্থাৎ ডিসিআরসি সেন্টার। একটি থাকছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। একটি থাকছে বুদবুদ মহাকালী হাইস্কুলে এবং আরেকটি থাকছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়। যেখানে রবিবার সকাল থেকেই দেখা যাচ্ছে ভোট কর্মীদের ভিড়। ইউনিভার্সিটি ইন্সিটিউট অফ টেকনোলজির ডিসিআরসি সেন্টার থেকে বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর এবং ভাতার বিধানসভার অন্তর্গত বুথগুলির ভোট কর্মীরা এখান থেকে ভোট সামগ্রী গ্রহণ করবেন এবং এখানে জমা করবেন। অন্য দিকে, গলসী বিধানসভার অন্তর্গত এলাকার জন্য থাকছে বুদবুদ মহাকালী হাইস্কুল। দুর্গাপুরের দুটি বিধানসভা এলাকার জন্য ডিসিআরসি সেন্টার করা হয়েছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে।

প্রসঙ্গত এই লোকসভা আসন থেকে ২০১৯ সালে জয় পেয়েছিল বিজেপি। বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া তিন হাজারের বেশি ভোটের ব্যবধানে এই কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীকে হারিয়েছিলেন। এবার যদিও এই কেন্দ্রে প্রার্থী বদল করেছে বিজেপি। পদ্ম প্রতীকে লড়াই করবেন দিলীপ ঘোষ। অন্য দিকে, ময়দানে নেমে হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এই কেন্দ্রে বামেরা প্রার্থী করেছে শিক্ষাবিদ সুকৃতি ঘোষালকে। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ছটি আসন থেকে জয় পেয়েছে তৃণমূল। শুধুমাত্র দুর্গাপুর পশ্চিম আসনটি গিয়েছে বিজেপির দখলে। তাছাড়াও পঞ্চায়েত নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের পঞ্চায়েত এলাকাগুলিতে বেশিরভাগ জায়গাতেই ঝড় তুলেছে ঘাসফুল শিবির। তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

নয়ন ঘোষ

‘আমার জন্য বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করবেন না’, দেব বললেন নির্বাচনী সভায়

‘আমার জন্য বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করবেন না’, কেন বললেন Dev৷ লোকসভা ভোটের প্রচারের জন্য নির্বাচনী সভায় এসে বিদায়ী সাংসদ দেব একথা বললেন আগত জনতাদের৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)

Lok Sabha Elections 2024: ভোটদানের নিরিখে এখনও এগিয়ে বাংলা, ১টার মধ্যেই মুর্শিদাবাদে ভোট পড়ে গেল ৫০%! অব্যাহত বিক্ষিপ্ত অশান্তি

নয়াদিল্লি: চব্বিশের লোকসভা নির্বাচনের তৃতীয় দফা ভোটগ্রহণ পর্বে দুপুর ১টা পর্যন্ত দেশে ভোট পড়ল ৩৯.৯২ শতাংশ৷ তার মধ্যে ভোট দানের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ৷ দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৪৯.২৭ শতাংশ৷

মঙ্গলবার পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হচ্ছে ৪টি কেন্দ্রে৷ এর মধ্যে মালদহ উত্তরে ভোট পড়েছে ৪৭.৮৯ শতাংশ, মালদহ দক্ষিণে ৪৮.৬৫ শতাংশ, জঙ্গিপুরে ৪৯.৯১ শতাংশ এবং মুর্শিদাবাদে ৫০.৫৮ শতাংশ৷ ভগবানগোলার বিধানসভা উপনির্বাচনে এখনও পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৪০ শতাংশ৷

দেশের পরিসংখ্যানের নিরিখে পশ্চিমবঙ্গকে ভোটদানের নিরিখে প্রায় টেক্কা দিচ্ছে গোয়া৷ গোয়ায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৯.০৪ শতাংশ৷ এছাড়া, ছত্তিশগড়, অসম, মধ্যপ্রদেশেও ভোট পড়ছে ভালই৷

LIVE :    লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে৷ ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ ওঠে। সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিতে প্রকাশ্য রাস্তায় মুড়ি-মুড়কির মতো বোমা ফাটায় দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায় উত্তর মালদহের রতুয়া-১নং ব্লকের চাঁদমণি-২নং অঞ্চলের বাটনা এলাকায়।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের থানারপাড়া থানা এলাকার শুভরাজপুরে তৃণমূলের নেতারা ভয় দেখিয়ে ভোট দান করতে বাধা দেয় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয় বলে দাবি ভোটারদের। মারধর করে এলাকার লোকজনকে ভোটে বাধাদানের অভিযোগ।

মঙ্গলবার সকাল থেকেই তৃতীয় দফায় নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৪৪ নম্বর বুথে গিয়ে তৃণমূল ব্লক সভাপতির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ। অভিযোগ উঠেছে, রঘুনাথগঞ্জ ব্লক সভাপতি গৌতম ঘোষের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং পরে তার উপর চড়াও হয়ে এলোপাথাড়িভাবে মারধর করার অভিযোগে ওঠে। সেই কারণেই রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ।

আরও পড়ুন: ‘গণতন্ত্রকে উৎসবের মতো পালন করুন,’ সাত সকালে অমিত শাহকে সঙ্গে নিয়েই গান্ধিনগরে ভোট দিলেন মোদি

বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের অভিযোগের ATR বা অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল কমিশন। আজ বিকেলের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে জেলা নির্বাচনী আধিকারিককে। ঘটনার তদন্ত করতে যাবে পুলিশ। খতিয়ে দেখা হবে অভিযোগের সত্যতা।

নির্বাচন কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত কমিশনের কাছে মোট অভিযোগ জমা পড়েছে ১৭৪টি অভিযোগ৷ যার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সিপিএমের তরফে৷ সিপিএমের তরফে অভিযোগ করা হয়েছে মোট ১৩৪টি৷

এর আগে রানিনগরের ৩৬ নম্বর বুথের সিপিএমের এজেন্ট সম্পর্কিত অভিযোগ নিয়ে কমিশনের যায় রিপোর্ট। মকপোলিং-এর সময় দুজন এজেন্ট ঢুকতে চান। সেক্টর অফিসার একজনকে রেখে বাকি একজনকে বের করে দেন। নিয়ম অনুযায়ী বুথের মধ্যে একজনকেই রাখতে দেওয়া হয়। আপাতত, পরিস্থিতি শান্তিপূর্ণ বলে জানিয়েছে কমিশন।

রানিনগরের মরিচায় বোম ফাটানোর অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। এলাকায় ছড়ায় উত্তেজনা। পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছয় কুইক রেসপন্স টিম৷

জঙ্গিপুর লোকসভাকেন্দ্রেও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির প্রার্থীর সঙ্গে বাক বিতন্ডা জড়িয়ে পড়েন রঘুনাথগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি গৌতম ঘোষ। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মীরগ্রাম প্রাথমিক বিদ্যালয় ৪৪ নম্বর বুথে বিজেপির প্রার্থী সঙ্গে ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষের বাক বিতন্ডা তৈরি হয়।

মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত আমডহরা এলাকায় তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে বাম ও কংগ্রেস কর্মীদের। আহত অবস্থায় তাঁরা চিকিৎসাধীন লালবাগ মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, এসরাফিল সেখ মঙ্গলবার সকাল সকাল ভোট দিতে যাচ্ছিলেন আর সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তিরের বর্গা ও বাঁশ দিয়ে মারধর করে বিরোধী দলের সমর্থকদের।

এই কারণেই এসরাফিল শেখ আক্রান্ত হন, হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিন সকাল পৌনে আটটা নাগাদ গান্ধিনগরের একটি স্কুলে ভোটদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ ওই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এদিন মোদির ভোটদানের সময় উপস্থিত ছিলেন অমিত শাহও৷ তিনিও সকাল সকাল সপরিবারে ভোট দেন ওই একই বুথে৷

লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে যে রাজ্যগুলিতে ভোট হচ্ছে, তার মধ্যে রয়েছে অসম (৪টি আসন), বিহার (৫টি আসন), ছত্তিশগড় (৭টি আসন), গোয়া (২টি আসন), গুজরাত (২৬টি আসন), কর্ণাটক (১৪টি আসন), মধ্যপ্রদেশ (৮টি আসন), মহারাষ্ট্র (১১টি আসন), উত্তরপ্রদেশ (১০টি আসন), পশ্চিমবঙ্গ (৪টি আসন), জম্মু ও কাশ্মীর (১টি আসন), দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (২টি আসন)।

Mamata Banerjee: ‘‌দেখবেন বীরভূমের ভোট হয়ে যাবে, কেষ্টও ছাড়া পেয়ে যাবে,’‌ ফের অনুব্রতর পাশে মমতা

আজ, রবিবার বোলপুর লোকসভা কেন্দ্রে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিতকুমার মালের সমর্থনে সভা করার সময় অনুব্রত মণ্ডলের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘‌কেষ্ট কে ধরে রেখেছে কেন? নির্বাচনের জন্য। ওকে বলেছে তুমি বিজেপিকে মদত করে দাও, তোমায় ছেড়ে দেব। দেখবেন বীরভূমের ভোট হয়ে যাবে, কেষ্টও ছাড়া পেয়ে যাবে।’‌