জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের DCRC 

Lok Sabha Election 2024: রাত পোহালেই ভোট এই লোকসভায়! জানুন বিস্তারিত ‘নজরে জঙ্গিপুর’

মুর্শিদাবাদ: জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটি সাতটি বিধানসভা নিয়ে গঠিত এই লোকসভা। খড়গ্রাম, নবগ্রাম, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতি, সাগরদিঘী, লালগোলা। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র সমস্ত বিধানসভা বর্তমানে শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে। গত এক বছর আগে সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচনে কংগ্রেসের দলীয় প্রতীক চিহ্নে বাইরণ বিশ্বাস জয়ী হন। তবে, কয়েক মাসের মধ্যেই হাত বদল করেই ঘাস ফুল শিবিরে নাম লেখান। ফলে সাতটি আসন দখলে এখন তৃণমূলের।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

আরও পড়ুনঃ অর্জুনগড়ে রাজনৈতিক সমাবেশে হাজির তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক 

গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করে তৃণমূল দখল করে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। জয়ী হন খলিলুর রহমান। একদা বিড়ি শিল্পপতি খলিলুর রহমান তৃণমূল কংগ্রেসে নাম লেখানোর পরেই তাঁকে প্রার্থী করে। যদিও এই আসন একটা সময় ছিল বাম ও কংগ্রেসের দখলে।  বিদায়ী প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকেই পরপর দু’বার জয়ী হয়। যদিও ইউপিএ সরকারের আমলে গুরুত্বপূর্ণ দেশের মন্ত্রীত্ব ছিলেন। ছিলেন বিদেশমন্ত্রী থেকে অর্থ মন্ত্রী এমনকি প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তিনি। পরে রাষ্ট্রপতি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে। তবে তার পুত্র লোকসভা উপনির্বাচনে ও ২০১৪ সালে লোকসভা নির্বাচনে সাংসদ হন। তবে ২০১৯ সালে এই আসন দখল নেই তৃণমূল কংগ্রেস।

একদা বিড়ি শ্রমিক ও ভাঙন কবলিত এলাকা হিসেবেই পরিচিত জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। তবে সেই ভাবে গড়ে ওঠেনি শিল্প, ফলে এখানকার বহু মানুষকে পরিযায়ী শ্রমিকের কাজে রওনা দিতে হয় ভীন রাজ্যে বা ভীন দেশে। সেই কাজে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে শ্রমিকদের কখনও বা দুর্ঘটনায় প্রাণ গিয়েছে। তবে আতঙ্ক গ্রাস করেই কাজ করতে হয় পরিযায়ী শ্রমিকদের। এবছর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মোট বুথের সংখ্যা ১৮৫১। পুরুষ ভোটার সংখ্যা ৯লক্ষ ১৬ হাজার ৯১৮ জন। মহিলা ভোটার সংখ্যা ৮ লক্ষ ৮৭ হাজার ৮২৪জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৩। মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৪হাজার ৭৬৫জন। জঙ্গিপুর কেন্দ্রে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। প্রতিটি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোটগ্রহণ হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট ১৮৫১ টি বুথে ভোটগ্রহণ হবে। যার মধ্যে চারটি অক্সিলারি বুথ রয়েছে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ৪২৪টি বুথ স্পর্শ কাতর হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে এই লোকসভা কেন্দ্রে এবছর লড়াই করছেন ১৪জন প্রার্থী। তার মধ্যে নির্দল রয়েছেন পাঁচজন নির্দল প্রার্থী। দলীয় প্রতিক চিহ্নে লড়াই করছেন ৯জন প্রার্থী। তার মধ্যে তৃণমূলের রয়েছেন খলিলুর রহমান, বিজেপির ধনঞ্জয় ঘোষ, বাম ও কংগ্রেস জোট প্রার্থী মর্তুজা হোসেন, আইএসএফ প্রার্থী শাজাহান বিশ্বাস। তবে শেষ হাসি কে হাসবে তা ৪ঠা জুন বোঝা যাবে।

কৌশিক অধিকারী