ভোট উৎসবে শামিল সীমান্তবর্তীরা 

Lok Sabha Election 2024: কাঁটাতার পেরিয়ে ভোটকেন্দ্রে পৌঁছলেন তাঁরাও, দিলেন ভোট! আশা মিটবে নিত্যদিনের সমস্যা

দক্ষিণ দিনাজপুর : আজ, শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হয় মোট ৮৮টি আসনে। এই দফায় বাংলায় তিনটি আসনে ভোটগ্রহণ হয়।

তিন দিক সীমান্ত বেষ্টিত দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত এলাকার সাধারণ মানুষদের ভোট দিতে দেখা গেল। জেলার হিলি ব্লকের কাঁটাতারের বেড়ার ওপারে শ্রীকৃষ্ণপুর এবং জামালপুরে। মোট ভোটার ৭২২ জন। মূলত দুইটি গ্রামের বাসিন্দাদের ভোটগ্রহণ কেন্দ্র আছে সীমান্তের কাঁটাতারের ভেতরে। এদিন নতুন থেকে পুরনো ভোটার সবাইকেই ভোটের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। এই ভোট উৎসবে শামিল হলেন এই দুই গ্রামের ভোটাররা।

সকাল থেকেই চলে তাঁদের ভোট গ্রহণ। এদিন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের ওপারের ভারতীয় ভোটাররা নির্বিঘ্নেই ভোট দিলেন। তবে ভোটার কার্ড দুইবার নিরাপত্তা রক্ষীদের দেখাতে হয়েছে। একবার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার বেড়া পার হওয়ার সময়ে ভারতীয় সীমান্ত বাহিনীর কর্তব্যরত জওয়ানদের ভোটার কার্ড দেখিয়ে ভোট কেন্দ্রে আসার অনুমতি নিতে হয়েছে। ভোটকেন্দ্রে পৌঁছে সেখানেও কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয় নিরাপত্তার জন্য।

আরও পড়ুন: ২ মে মাধ্যমিকের রেজাল্ট, ক’টা থেকে কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল? রইল যাবতীয় তথ্য

ওপারের ভোটারদের ভোটকেন্দ্রে ঢোকার মুখে আরও একবার ভোটার কার্ড দেখাতে হয়েছে। তবে নিরাপত্তা মজবুত থাকলেও এদিন কাঁটাতার বেড়া পেরিয়ে এসে ভোট দিতে পেরে তাঁরা খুশি। তবে তাঁদের মধ্যে নিত্যদিনের যে সমস্যা তা যেন দ্রুত সমাধান হয় সেই আশায় এবারের লোকসভা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন কাঁটাতার বেড়ার ওপারে বসবাসকারী হিলি সীমান্তের বাসিন্দারা।

দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট – এই তিন আসনে ভোট নেওয়া হবে। এই দফার ভোটে রাজ্যে মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দার্জিলিংয়ের জন্য় থাকছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বালুরঘাট কেন্দ্রের জন্য থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জের জন্য সবচেয়ে বেশি সংখ্য়ায় কেন্দ্রীয় বাহিনী থাকছে- ১১১ কোম্পানি। নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্য পুলিশও। মোট ১২, ৯৮৩ জন রাজ্য পুলিশ থাকছে ভোটের কাজে।