ভোট প্রচার

Lok Sabha Election 2024: কেক কেটে, আইসক্রিম খাইয়ে বৃদ্ধাশ্রমে অভিনব ভোট-প্রচার

উত্তর ২৪ পরগনা: নির্বাচন কমিশনের তরফে ভোট দানের জন্য অভিনব প্রচার চালানো হল বৃদ্ধাশ্রমে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ও ভি ভি প্যাডে ভোট দান পদ্ধতি শেখাতে এদিন দত্তপুকুর নরসিংহপুর অবসর বৃদ্ধাশ্রমে আসেন ভোট কর্মীরা। সেখানেই ” ভোটের মত কিছু নাই, ভোট আমি দেব তাই” এই শ্লোগানকে সামনে রেখে আবাসিক বৃদ্ধ-বৃদ্ধাদের কীভাবে ভোট দিতে হবে, তা পর্যায়ক্রমে বুঝিয়ে দেওয়া হয়। পাশাপাশি একটি ভোটও যে নির্বাচনের ক্ষেত্রে কতটা মূল্যবাদ, তা বুঝিবে বলেন ভোট-কর্মীরা।

রবিবার বৃদ্ধাশ্রমে এসভিইইপি মাধ্যমে ভোট প্রচারে এসে ভোট কর্মীরা বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে কেক কেটে, আইসক্রিম খাইয়ে গল্পের মধ্যে দিয়েই সারলেন ভোটের বিশেষ প্রচার। বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধারা জানান, কেউ এই জেলা থেকে আবার কেউ অন্য জেলা থেকে পরিবার ছেড়ে নরসিংহপুর অবসর বৃদ্ধাশ্রমে এসে থাকলেও, এদিনের কর্মসূচি থেকে তাঁরা জানতে পারলেন তাঁদের গুরুত্ব পরিবারের কাছে কমলেও, নির্বাচনের ক্ষেত্রে তাঁদের একটি ভোটেরও কত প্রয়োজনীয়তা রয়েছে।  প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বৃদ্ধাশ্রম কতৃপক্ষও। তবে তাঁদের দাবি, শুধুমাত্র ভোটদান দেবার জন্য আবেদন করলেই হবে না। এই অবসর বৃদ্বাশ্রমে যে-সকল মানুষেরা থাকেন, সবাই বয়স্ক। তাই ভোটের দিনে এই গরমের মধ্যে তাঁদের যাতায়াতের জন্যও যদি কোন-ও ব্যবস্থা করা হয়, তাহলে খুব সুবিধা হয়। পাশাপাশি ভোটের লাইনে দাঁড়ানোর পরিবর্তে যাতে বয়স্ক ভোটাররা দ্রুত ভোট দিতে পারেন, সেদিকেও যদি বিশেষ নজর দেওয়া হয় তবেই মিলবে সুবিধা।

Rudra Narayan Roy